ETV Bharat / bharat

লকডাউন আপডেট : জারি হবে আনলকের তৃতীয় পর্যায়, থাকবে না নৈশ কারফিউ - unlock 3

nation
nation
author img

By

Published : Jul 30, 2020, 7:48 AM IST

06:48 July 30

বাড়ছে সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা । সুস্থের হারও বেড়েছে । আগের থেকে সোয়াব নমুনার পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । শুরু হবে আনলকের তৃতীয় পর্যায় । খোলা হচ্ছে জিম, কিন্তু বন্ধ থাকবে মেট্রো, সিনেমা । জারি হবে না নৈশ কারফিউ ।

  • Odisha: Members of the transgender community in Bhadrak say they are facing financial hardship due to #COVID19. One of them says, "We haven't received any help. We are facing lots of difficulties as we don't have any source of income. Govt should help us." (29/7) pic.twitter.com/kBlzCOUaQx

    — ANI (@ANI) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ওড়িশার রূপান্তরকামী কমিউনিটির মানুষ জানাচ্ছেন COVID-19 প্যানডেমিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি তাঁরা । 
  • তাঁদের একজন বলেন, "আমরা কোনও সাহায্য পাইনি । আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি । আমাদের কোনও রোজগার নেই । সরকারের আমাদের সাহায্য করা উচিত ।"

06:41 July 30

  • মুম্বইয়ে বর্তমানে কনটেনমেন্ট জ়োন 622 ।

06:41 July 30

  • ছত্তিশগড়ে 24 ঘণ্টায় 314 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মোট আক্রান্ত 8600 । সক্রিয় আক্রান্ত 2914 ।

06:41 July 30

  • অসমে 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 1348জন ।
  • একদিনে 18 হাজার 941 জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে ।

06:40 July 30

  • জারি হবে আনলকের তৃতীয় পর্যায় ।
  • বন্ধই থাকবে প্রেক্ষাগৃহ, মেট্রো । খোলা হবে জিম ।
  • থাকবে না নৈশ কারফিউ ।
  • অগাস্টের 5 তারিখ থেকে সক্রিয় হবে আনলক-3 ।

06:30 July 30

  • দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 হাজার 193 জনের।

06:30 July 30

  • সক্রিয় কোরোনা আক্রান্ত 5 লাখ 9 হাজার 447 ।

06:30 July 30

  • সুস্থ হয়েছেন 9 লাখ 88 হাজার 29 ।

06:17 July 30

  • দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 15 লাখ 31 হাজার 669 । 

06:48 July 30

বাড়ছে সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা । সুস্থের হারও বেড়েছে । আগের থেকে সোয়াব নমুনার পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । শুরু হবে আনলকের তৃতীয় পর্যায় । খোলা হচ্ছে জিম, কিন্তু বন্ধ থাকবে মেট্রো, সিনেমা । জারি হবে না নৈশ কারফিউ ।

  • Odisha: Members of the transgender community in Bhadrak say they are facing financial hardship due to #COVID19. One of them says, "We haven't received any help. We are facing lots of difficulties as we don't have any source of income. Govt should help us." (29/7) pic.twitter.com/kBlzCOUaQx

    — ANI (@ANI) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ওড়িশার রূপান্তরকামী কমিউনিটির মানুষ জানাচ্ছেন COVID-19 প্যানডেমিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি তাঁরা । 
  • তাঁদের একজন বলেন, "আমরা কোনও সাহায্য পাইনি । আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি । আমাদের কোনও রোজগার নেই । সরকারের আমাদের সাহায্য করা উচিত ।"

06:41 July 30

  • মুম্বইয়ে বর্তমানে কনটেনমেন্ট জ়োন 622 ।

06:41 July 30

  • ছত্তিশগড়ে 24 ঘণ্টায় 314 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মোট আক্রান্ত 8600 । সক্রিয় আক্রান্ত 2914 ।

06:41 July 30

  • অসমে 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 1348জন ।
  • একদিনে 18 হাজার 941 জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে ।

06:40 July 30

  • জারি হবে আনলকের তৃতীয় পর্যায় ।
  • বন্ধই থাকবে প্রেক্ষাগৃহ, মেট্রো । খোলা হবে জিম ।
  • থাকবে না নৈশ কারফিউ ।
  • অগাস্টের 5 তারিখ থেকে সক্রিয় হবে আনলক-3 ।

06:30 July 30

  • দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 হাজার 193 জনের।

06:30 July 30

  • সক্রিয় কোরোনা আক্রান্ত 5 লাখ 9 হাজার 447 ।

06:30 July 30

  • সুস্থ হয়েছেন 9 লাখ 88 হাজার 29 ।

06:17 July 30

  • দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 15 লাখ 31 হাজার 669 । 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.