ETV Bharat / bharat

মহারাষ্ট্রে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ - মহারাষ্ট্র সরকার

মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। করোনা ভাইরাসের ঝুঁকির কথা মাথায় রেখে এই লকডাউন বাড়ানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

lockdown-restrictions-in-maha-extended-till-feb-28
উদ্ধব ঠাকরে
author img

By

Published : Jan 29, 2021, 7:29 PM IST

মুম্বই, 29 জানুয়ারি: করোনা ভাইরাসের কারণে হওয়া লকডাউনের মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল মহারাষ্ট্রে। শুক্রবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উদ্ধব ঠাকরের সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''কোভিড 19 ছড়িয়ে পড়ায় ঝুঁকির মুখে রয়েছে রাজ্য এবং সেই কারণে সরকার মনে করছে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন।'' 'মিশন বিগিনস এগেইন' নামে রাজ্য সরকার ধাপে ধাপে কড়াকড়ি তুলে দেওয়ার যে কর্মসূচি নিয়েছিল, তা 28 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঠিক সময়ে বিভিন্ন কাজকর্ম শুরু করায় যে ভাবে একে একে অনুমতি দেওয়া হচ্ছে, তা জারি থাকবে।

আরও পড়ুন: ভারত ক্রমশ ঘুরে দাঁড়ালেও সমস্যা এখনও রয়েছে

বৃহস্পতিবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 20,18,413। কোভিডে আক্রান্ত হয়ে সেখানে মৃত্যু হয়েছে 50,944 জনের।

মুম্বই, 29 জানুয়ারি: করোনা ভাইরাসের কারণে হওয়া লকডাউনের মেয়াদ 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল মহারাষ্ট্রে। শুক্রবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উদ্ধব ঠাকরের সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''কোভিড 19 ছড়িয়ে পড়ায় ঝুঁকির মুখে রয়েছে রাজ্য এবং সেই কারণে সরকার মনে করছে জরুরি পদক্ষেপ করা প্রয়োজন।'' 'মিশন বিগিনস এগেইন' নামে রাজ্য সরকার ধাপে ধাপে কড়াকড়ি তুলে দেওয়ার যে কর্মসূচি নিয়েছিল, তা 28 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঠিক সময়ে বিভিন্ন কাজকর্ম শুরু করায় যে ভাবে একে একে অনুমতি দেওয়া হচ্ছে, তা জারি থাকবে।

আরও পড়ুন: ভারত ক্রমশ ঘুরে দাঁড়ালেও সমস্যা এখনও রয়েছে

বৃহস্পতিবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 20,18,413। কোভিডে আক্রান্ত হয়ে সেখানে মৃত্যু হয়েছে 50,944 জনের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.