ETV Bharat / bharat

লকডাউন আপডেট : রাজস্থানে হচ্ছে প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক, সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর - Coronavirus news update

desh
desh
author img

By

Published : Jul 25, 2020, 6:48 AM IST

Updated : Jul 25, 2020, 2:23 PM IST

14:15 July 25

দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । সংক্রমণে এখনও রাশ টানা যায়নি । বাড়ছে মৃত্যুও । তবে সুস্থের হারও কম নয় । দেশে বর্তমান সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 4লাখ 56 হাজার 71 ।

  • কোরোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

10:56 July 25

  • 24 নভেম্বর পর্যন্ত বিমান ভাড়া বাড়াতে পারবে না ।

10:56 July 25

  • দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 4 লাখ 56 হাজার 71 ।

10:56 July 25

  • 24 ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে 4 লাখ 20 হাজার 898 নমুনা , জানাল ICMR ।

10:55 July 25

  • 24জুলাই পর্যন্ত 1,58,49,068 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে ভারতে ।

10:55 July 25

  • 24 ঘণ্টায় 757 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা 31,358 ।

10:55 July 25

  • 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 48 হাজার 916জন ।
  • স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মোট কোরোনা আক্রান্ত 13 লাখ 36 হাজার 861 জন ।

07:54 July 25

  • স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 12 লাখ 87 হাজার 945 ।

07:53 July 25

  • 27 জুলাই দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

06:36 July 25

  • রাজস্থানে তৈরি হবে প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক

06:31 July 25

  • কয়েকদিনে অন্ধ্রপ্রদেশে সংক্রমণের হার বাড়ছে । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে সেখানে । এইদিকে সংক্রমণ কমছে দিল্লি, মুম্বইয়ে । সংক্রমণের রাশ টানা গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

06:28 July 25

  • দিল্লি ও কর্নাটকেও সংক্রমণ অনেক বেশি । দিল্লিতে মোট কোরোনা সংক্রমিত 1 লাখ 27 হাজার 364জন । কর্নাটকে সংক্রমণ 80, 863 ।

06:23 July 25

  • তামিলনাড়ুতে মোট আক্রান্ত 1 লাখ 92 হাজার 964 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 939 । সুস্থ হয়েছেন 1 লাখ 36 হাজার 793জন ।

06:12 July 25

  • মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক  । 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 9895 । মোট আক্রান্তের সংখ্যা 3,47,502 ।

14:15 July 25

দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । সংক্রমণে এখনও রাশ টানা যায়নি । বাড়ছে মৃত্যুও । তবে সুস্থের হারও কম নয় । দেশে বর্তমান সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 4লাখ 56 হাজার 71 ।

  • কোরোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন ৷

10:56 July 25

  • 24 নভেম্বর পর্যন্ত বিমান ভাড়া বাড়াতে পারবে না ।

10:56 July 25

  • দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 4 লাখ 56 হাজার 71 ।

10:56 July 25

  • 24 ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে 4 লাখ 20 হাজার 898 নমুনা , জানাল ICMR ।

10:55 July 25

  • 24জুলাই পর্যন্ত 1,58,49,068 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে ভারতে ।

10:55 July 25

  • 24 ঘণ্টায় 757 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মোট মৃতের সংখ্যা 31,358 ।

10:55 July 25

  • 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 48 হাজার 916জন ।
  • স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মোট কোরোনা আক্রান্ত 13 লাখ 36 হাজার 861 জন ।

07:54 July 25

  • স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 12 লাখ 87 হাজার 945 ।

07:53 July 25

  • 27 জুলাই দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

06:36 July 25

  • রাজস্থানে তৈরি হবে প্রথম প্লাজ়মা ব্যাঙ্ক

06:31 July 25

  • কয়েকদিনে অন্ধ্রপ্রদেশে সংক্রমণের হার বাড়ছে । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে সেখানে । এইদিকে সংক্রমণ কমছে দিল্লি, মুম্বইয়ে । সংক্রমণের রাশ টানা গিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

06:28 July 25

  • দিল্লি ও কর্নাটকেও সংক্রমণ অনেক বেশি । দিল্লিতে মোট কোরোনা সংক্রমিত 1 লাখ 27 হাজার 364জন । কর্নাটকে সংক্রমণ 80, 863 ।

06:23 July 25

  • তামিলনাড়ুতে মোট আক্রান্ত 1 লাখ 92 হাজার 964 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 939 । সুস্থ হয়েছেন 1 লাখ 36 হাজার 793জন ।

06:12 July 25

  • মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক  । 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 9895 । মোট আক্রান্তের সংখ্যা 3,47,502 ।
Last Updated : Jul 25, 2020, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.