দিল্লি, 11 মে : রেড জ়োনগুলিতে 17 মে-র পরেও বাড়ানো হতে পারে লকডাউন । এই নিয়ে তৃতীয়বার বাড়তে চলেছে লকডাউন । সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আজ লকডাউন আরও এক দফা বাড়ানোর বিষয়ে মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী ।
সূত্রের খবর, 17 মে-র পরেও সন্ধ্যা 7 টা থেকে সকাল 7 টা পর্যন্ত কারফিউ জারি থাকতে পারে । যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রের তরফে । বরং রাজ্যগুলির উপরই অনেকটা ছেড়ে দেওয়া হয়েছে বিষয়টি ।
বৈঠকে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন, " রাজ্যে লকডাউন নিয়ে আপনারা কী ভাবছেন, তার একটি বিস্তারিত পরিকল্পনা আমাকে 15 মে-র মধ্যে জানান । লকডাউন চলাকালীন ও লকডাউন আংশিক শিথিল হওয়ার পর রাজ্যে কী কী পরিবর্তন এসেছে তার একটি ব্লু প্রিন্ট তৈরি করুন ।"
এদিকে রেল পরিষেবা চালু করার বিষয়েও আজ কথা বলেন প্রধানমন্ত্রী । বলেন, "দেশের আর্থিক গতিকে ধরে রাখা দরকার । তবে তিনি এও স্পষ্ট করে দেন যে, সব রুটে এখনই চালু হচ্ছে না রেল পরিষেবা । কেবলমাত্র সীমিত সংখ্যক কিছু ট্রেন চলাচল করবে ।"
তবে বৈঠকে প্রধানমন্ত্রী একথাও জানিয়েছেন, "প্রথম দফার লকডাউনে যে কড়াকড়ি করা হয়েছিল, তা দ্বিতীয় দফায় দরকার ছিল না । একইভাবে তৃতীয় দফায় যে কড়াকড়ি ছিল, চতুর্থ দফায় ততটা প্রয়োজন হবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস ।"
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে একাধিক রাজ্য লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছে, তবে তা শুধুমাত্র রাজ্যের সবথেকে বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলিতে । পাশাপাশি, গোটা জেলাকে রেড জ়োন হিসেবে ঘোষণা না করে, শুধুমাত্র কনটেইনমেন্ট এলাকাগুলিকেই রেড জ়োন হিসেবে চিহ্নিত করার পক্ষেও মত দিয়েছে বেশ কিছু রাজ্য ।