দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 26496 ৷ মৃতের সংখ্যা 824 ৷ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1990 জন, যা ভারতে একদিনে কোরোন সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা ৷
লকডাউন দেশ : মোরাদাবাদ স্টেশনের 12টি কোচকে বানানো হল আইসোলেশন ওয়ার্ড
11:43 April 26
দিল্লি, 26 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 33তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
11:43 April 26
তামিলনাড়ুতে সম্পূর্ণ লকডাউন শুরুর আগে বাজারগুলিতে উপচে পড়া ভিড় দেখা গেলেও সকাল থেকেই শুনশান শহরের প্রতিটি রাস্তা ৷
11:43 April 26
লকডাউনের জেরে অক্ষয় তৃতীয়াতেও শুনশান বেনারসের ঘাটগুলি ৷
11:43 April 26
মোরাদাবাদ রেলস্টেশনে 12টি কোচ আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হল COVID-19 রোগীদের জন্য ৷
11:42 April 26
দিল্লির ওখলায় সামাজিক দূরত্ব না মেনেই ফল ও সবজি বাজারে চলছে কেনাবেচা ৷
11:42 April 26
বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে রোবটের মাধ্যমে কোরোনা আক্রান্তদের খাদ্য ও ওষুধ দেওয়া শুরু করা হচ্ছে ৷
11:42 April 26
কোরোনা সংক্রমণ রুখতে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, উজ্জয়ন, জবলপুর, ধর ও খারগোনে সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷
11:42 April 26
দিল্লির হিন্দু রাও হাসপাতালে এক নার্স কোরোনা আক্রান্ত হওয়ায় আপাতত সিল করে দেওয়া হল হাসপাতালটিকে ৷ কনট্যাক্ট ট্রেসিং ও হাসপাতালটি সম্পূর্ণভাবে স্যানিটাইজ করার পরই তা খোলা হবে ৷
11:42 April 26
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, বিভিন্ন জেলায় আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে ৷ তবে সকলের স্ক্রিনিং করার পরই যেতে দেওয়া হচ্ছে ৷ গুজরাটে আটকে পড়া শ্রমিকদেরও রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে ৷
11:41 April 26
তেলাঙ্গানায় আরও 7জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 990-এ পৌঁছাল ৷
11:41 April 26
দিল্লিতে CRPF-র 15 জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
11:41 April 26
আগ্রার মেয়র নবীন জৈন গতকাল জানান, তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রী দিনেশ শর্মাকে গত 21 এপ্রিল চিঠি লিখে আগ্রায় কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা ও অনুন্নত স্বাস্থ্য পরিষেবার কথা জানিয়েছেন ৷ নার্সিংহোমগুলিতে গর্ভবতী মহিলাদের ভরতি না নেওয়া ও কোরোনা পরীক্ষার জন্য দীর্ঘদিন অপেক্ষা করার কথা জানান ৷
11:41 April 26
দিল্লিতে কোরোনায় আক্রান্ত আরও 111 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2625-এ পৌছাল ৷ মৃতের সংখ্যা 54 ৷
11:41 April 26
গুজরাটের একটি কম্পানি তৈরি করল PPE কিট ৷ ওই কম্পানির ম্যানেজিং ডিরেক্টর জানান এই কিটটি 100 শতাংশ সুরক্ষিত ৷ স্যুটের ভিতরের বায়ুর গুণমানও অনলাইনের মাধ্যমেই পরীক্ষা করা যাবে ৷ এটি পুনঃব্যবহারযোগ্য হওয়ায় দূষণের চিন্তাও নেই ৷
11:41 April 26
লখনউতে এক চিকিৎসক ও অন্য এক ব্যক্তি, যারা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন, তারা সুস্থ হওয়ার পর প্লাজমা দান করেন ৷ তাদের প্লাজমায় কোরোনা ভাইরালসের যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা পরবর্তী চিকিৎসায় ব্যবহার করা হবে জানানো হয় কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির তরফ থেকে ৷
09:29 April 26
মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 811 জন এবং 22 জনের মৃত্যু হয় ৷ এই নিয়ে মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 7628 এ পৌছাল ৷ মৃতের সংখ্যা 323 ৷
11:43 April 26
দিল্লি, 26 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সেই কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । সম্প্রতি সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 33তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 26496 ৷ মৃতের সংখ্যা 824 ৷ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1990 জন, যা ভারতে একদিনে কোরোন সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা ৷
11:43 April 26
তামিলনাড়ুতে সম্পূর্ণ লকডাউন শুরুর আগে বাজারগুলিতে উপচে পড়া ভিড় দেখা গেলেও সকাল থেকেই শুনশান শহরের প্রতিটি রাস্তা ৷
11:43 April 26
লকডাউনের জেরে অক্ষয় তৃতীয়াতেও শুনশান বেনারসের ঘাটগুলি ৷
11:43 April 26
মোরাদাবাদ রেলস্টেশনে 12টি কোচ আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হল COVID-19 রোগীদের জন্য ৷
11:42 April 26
দিল্লির ওখলায় সামাজিক দূরত্ব না মেনেই ফল ও সবজি বাজারে চলছে কেনাবেচা ৷
11:42 April 26
বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে রোবটের মাধ্যমে কোরোনা আক্রান্তদের খাদ্য ও ওষুধ দেওয়া শুরু করা হচ্ছে ৷
11:42 April 26
কোরোনা সংক্রমণ রুখতে মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, উজ্জয়ন, জবলপুর, ধর ও খারগোনে সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷
11:42 April 26
দিল্লির হিন্দু রাও হাসপাতালে এক নার্স কোরোনা আক্রান্ত হওয়ায় আপাতত সিল করে দেওয়া হল হাসপাতালটিকে ৷ কনট্যাক্ট ট্রেসিং ও হাসপাতালটি সম্পূর্ণভাবে স্যানিটাইজ করার পরই তা খোলা হবে ৷
11:42 April 26
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, বিভিন্ন জেলায় আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে ৷ তবে সকলের স্ক্রিনিং করার পরই যেতে দেওয়া হচ্ছে ৷ গুজরাটে আটকে পড়া শ্রমিকদেরও রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে ৷
11:41 April 26
তেলাঙ্গানায় আরও 7জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 990-এ পৌঁছাল ৷
11:41 April 26
দিল্লিতে CRPF-র 15 জওয়ান কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷
11:41 April 26
আগ্রার মেয়র নবীন জৈন গতকাল জানান, তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রী দিনেশ শর্মাকে গত 21 এপ্রিল চিঠি লিখে আগ্রায় কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা ও অনুন্নত স্বাস্থ্য পরিষেবার কথা জানিয়েছেন ৷ নার্সিংহোমগুলিতে গর্ভবতী মহিলাদের ভরতি না নেওয়া ও কোরোনা পরীক্ষার জন্য দীর্ঘদিন অপেক্ষা করার কথা জানান ৷
11:41 April 26
দিল্লিতে কোরোনায় আক্রান্ত আরও 111 জন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2625-এ পৌছাল ৷ মৃতের সংখ্যা 54 ৷
11:41 April 26
গুজরাটের একটি কম্পানি তৈরি করল PPE কিট ৷ ওই কম্পানির ম্যানেজিং ডিরেক্টর জানান এই কিটটি 100 শতাংশ সুরক্ষিত ৷ স্যুটের ভিতরের বায়ুর গুণমানও অনলাইনের মাধ্যমেই পরীক্ষা করা যাবে ৷ এটি পুনঃব্যবহারযোগ্য হওয়ায় দূষণের চিন্তাও নেই ৷
11:41 April 26
লখনউতে এক চিকিৎসক ও অন্য এক ব্যক্তি, যারা কোরোনায় আক্রান্ত হয়েছিলেন, তারা সুস্থ হওয়ার পর প্লাজমা দান করেন ৷ তাদের প্লাজমায় কোরোনা ভাইরালসের যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তা পরবর্তী চিকিৎসায় ব্যবহার করা হবে জানানো হয় কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির তরফ থেকে ৷
09:29 April 26
মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 811 জন এবং 22 জনের মৃত্যু হয় ৷ এই নিয়ে মহারাষ্ট্রে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 7628 এ পৌছাল ৷ মৃতের সংখ্যা 323 ৷