ETV Bharat / bharat

নেই যান, ৬০ কিমি হেঁটেই মনের মানুষকে বিয়ে - লকডাউনের মধ্যেই পুলিশের তত্ত্বাবধানে বিয়ে

বাড়ির মত ছিল না । তার উপর লকডাউন । 60 কিলোমিটার হেঁটে এসে পুলিশের তত্ত্বাবধানে প্রেমিককে বিয়ে করলেন যুবতি । অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ঘটনা ।

Lock down love marriage
Lock down love marriage
author img

By

Published : Apr 10, 2020, 8:40 PM IST

কৃষ্ণা (অন্ধ্র প্রদেশ), 10 এপ্রিল : পরিবারের সদস্যরা বাধা দিয়েছিল । কিন্তু, ভালোবাসার পথে বাধা হয়নি লকডাউন । 60 কিলোমিটার হেঁটে এসে পুলিশের তত্ত্বাবধানে প্রেমিককে বিয়ে করলেন যুবতি । অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ঘটনা ।

তাঁদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার । বারবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল উভয়ের পরিবার থেকেই । কিন্তু, হার মানেনি ভালোবাসা । বিয়ের সিদ্ধান্ত নেন দু'জনে । সকলের অলক্ষ্যে পালিয়ে বিয়ে সারবেন বলে ঠিক করেন । কিন্তু, দেশজুড়ে যে লকডাউন চলছে। বাস, ট্রেনও চলছে না । তাহলে উপায়?

অগত্যা হাঁটতে শুরু করেন বছর 18-র যুবতি । পরিবারের সকলের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েন বাড়ি ছেড়ে । 60 কিলোমিটার পথ হেঁটে এসে দেখা করেন প্রেমিক সাই পুন্নাইয়ার সঙ্গে । ইতিমধ্যেই খবর চলে যায় উভয়ের পরিবারের কাছে । দেরি না করে নিরাপত্তা চেয়ে চিলাকালাপুড়ি থানায় যান তাঁরা । মানবিক ভূমিকা নেয় পুলিশও । পুলিশের তত্ত্বাবধানে অবশেষে চার হাত এক হয় ।

উভয়ের পরিবারকেই থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ । তাদের কাউন্সেলিং-ও করা হয় ।

কৃষ্ণা (অন্ধ্র প্রদেশ), 10 এপ্রিল : পরিবারের সদস্যরা বাধা দিয়েছিল । কিন্তু, ভালোবাসার পথে বাধা হয়নি লকডাউন । 60 কিলোমিটার হেঁটে এসে পুলিশের তত্ত্বাবধানে প্রেমিককে বিয়ে করলেন যুবতি । অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ঘটনা ।

তাঁদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার । বারবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল উভয়ের পরিবার থেকেই । কিন্তু, হার মানেনি ভালোবাসা । বিয়ের সিদ্ধান্ত নেন দু'জনে । সকলের অলক্ষ্যে পালিয়ে বিয়ে সারবেন বলে ঠিক করেন । কিন্তু, দেশজুড়ে যে লকডাউন চলছে। বাস, ট্রেনও চলছে না । তাহলে উপায়?

অগত্যা হাঁটতে শুরু করেন বছর 18-র যুবতি । পরিবারের সকলের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েন বাড়ি ছেড়ে । 60 কিলোমিটার পথ হেঁটে এসে দেখা করেন প্রেমিক সাই পুন্নাইয়ার সঙ্গে । ইতিমধ্যেই খবর চলে যায় উভয়ের পরিবারের কাছে । দেরি না করে নিরাপত্তা চেয়ে চিলাকালাপুড়ি থানায় যান তাঁরা । মানবিক ভূমিকা নেয় পুলিশও । পুলিশের তত্ত্বাবধানে অবশেষে চার হাত এক হয় ।

উভয়ের পরিবারকেই থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ । তাদের কাউন্সেলিং-ও করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.