দিল্লি, 24 অগাস্ট : অন্তর্বর্তীকালীন সভানেত্রীর পদে থাকতে চান না বলে আগেই জানিয়েছিলেন । আর আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই তিনি ফের এই প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর । সকাল 11টা থেকে শুরু হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) বৈঠক ।
সূত্রের খবর, আজ বৈঠকের শুরুতেই তাঁর পরিবর্ত খুঁজতে CWC-র সদস্যদের বলেন সোনিয়া গান্ধি । কিন্তু, তাঁরই এই পদে থাকা উচিত বলে পরামর্শ দেন মনমোহন সিং । পদ না ছাড়ার জন্য আবেদন করেন এ কে অ্যান্টনিও ।
এদিকে কীভাবে সোনিয়া গান্ধিকে দেওয়া দলের শীর্ষ নেতাদের চিঠি সংবাদমাধ্যমে প্রকাশ পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কে সি বেণুগোপাল । অ্যান্টনি বলেন, “চিঠির থেকেও চিঠির বিষয়বস্তু অনেক বেশি নিষ্ঠুর ।”
জানা যাচ্ছে, নেতৃত্ব সংকট নিয়ে দলের 23 শীর্ষ নেতার "পুরো সময়ের জন্য সক্রিয়" নেতৃত্বের দাবিতে চিঠি নিয়ে বিতর্কের পরই এই সিদ্ধান্ত দিয়েছেন সোনিয়া দান্ধি । এই চিঠি নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধিও । মধ্যপ্রদেশ ও রাজস্থানে কংগ্রেস যখন সংকটে এবং সোনিয়া গান্ধি যখন অসুস্থ তখনই কেন এই চিঠি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । ওই চিঠিতে কপিল সিব্বল, শশী থারুর, গুলাম নবি আজ়াদ, পৃথ্বীরাজ চৌহান, বিবেক তনখা এবং আনন্দ শর্মার সই রয়েছে ।
এর আগে সোনিয়া গান্ধির পদত্যাগের জল্পনা উড়িয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছিলেন, "এই তথ্য সঠিক নয় ।"