ETV Bharat / bharat

লাইভ : কোরোনা পরিস্থিতিতে ভোটদানে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের - আনলক ৩

Unlock
আনলক
author img

By

Published : Aug 22, 2020, 7:11 AM IST

06:50 August 22

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । তবে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • কোরোনা পরিস্থিতিতে ভোট দেওয়ার আগে গ্লাভস পরা বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন । এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে ।  
  • কোরোনা সংক্রমণ রুখতে প্রত্যেক শনিবার ও রবিবার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকান , অফিস বন্ধ থাকবে হরিয়ানায় । 

06:12 August 22

  • অসমে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1856 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 87 হাজার 908 জন ।
  • রাজস্থানে একদিনে নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 1335 জন । মৃত্যু হয়েছে 12 জনের ।

06:50 August 22

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । তবে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • কোরোনা পরিস্থিতিতে ভোট দেওয়ার আগে গ্লাভস পরা বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন । এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে ।  
  • কোরোনা সংক্রমণ রুখতে প্রত্যেক শনিবার ও রবিবার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত দোকান , অফিস বন্ধ থাকবে হরিয়ানায় । 

06:12 August 22

  • অসমে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1856 জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 87 হাজার 908 জন ।
  • রাজস্থানে একদিনে নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছেন 1335 জন । মৃত্যু হয়েছে 12 জনের ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.