ETV Bharat / bharat

আনলক আপডেট : দেশে একদিনে কোরোনায় মৃত 941 - দেশে কোরোনা সংক্রমণ

live corona updates of india
দেশে কোরোনা সংক্রমণ
author img

By

Published : Aug 17, 2020, 7:04 AM IST

Updated : Aug 17, 2020, 2:35 PM IST

13:06 August 17

  • একদিনে তেলাঙ্গানায় আক্রান্তের সংখ্যা 894 জন ৷ 10 জনের মৃত্যু হয়েছে ৷ সুস্থ হয়ে উঠেছে 2006 জন ৷
  • রাজস্থানে কোরোনা আক্রান্ত হয়েছে 693 জন ৷ 10 জনের মৃত্যু হয়েছে ৷

11:51 August 17

  • সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে 11 হাজার 111 জন ৷ মৃত্যু হয়েছে 288 জনের ৷
  • গত 24 ঘণ্টায় তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা 5 হাজার 950 জন ৷ মৃত্যু হয়েছে 125 জনের ৷
  • অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছে 8 হাজার 12 জন ৷ মৃত্যু হয়েছে 88 জনের ৷
  • কর্নাটকে আক্রান্ত হয়েছে 7 হাজার 40 জন ৷ মৃত্যু হয়েছে 116 জনের ৷

09:38 August 17

  • সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে 57 হাজার 982 জন ৷ মৃতের সংখ্যা 941 ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 26 লাখ 47 হাজার 664 জন ৷

08:31 August 17

  • রবিবার তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 860 জন ৷ মৃত্যু হয়েছিল 127 জনের ৷
  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিন অনুযায়ী একদিনে কর্নাটকে আক্রান্ত 8 হাজার 818 জন ৷ মৃত্যু 114 জনের ৷
  • রবিবারে অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছিল 8 হাজার 732 জন ৷ মৃত্যু হয়েছিল 87 জনের ৷

08:19 August 17

  • কোরোনা আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার ও উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান গতকাল মারা যান ৷

06:15 August 17

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • রবিবার দেশে নতুন করে 63 হাজার 490 জন আক্রান্ত হয়েছিল ৷ মৃত্যু হয়েছিল 944 জনের  ৷
  • রবিবারের শেষ বুলেটিন অনুযায়ী একদিনে মহারাষ্ট্রে সংক্রমিতের হদিস মিলেছিল 12 হাজার 20 জন ৷ মৃত্যু হয়েছিল 322 জনের ৷

13:06 August 17

  • একদিনে তেলাঙ্গানায় আক্রান্তের সংখ্যা 894 জন ৷ 10 জনের মৃত্যু হয়েছে ৷ সুস্থ হয়ে উঠেছে 2006 জন ৷
  • রাজস্থানে কোরোনা আক্রান্ত হয়েছে 693 জন ৷ 10 জনের মৃত্যু হয়েছে ৷

11:51 August 17

  • সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে 11 হাজার 111 জন ৷ মৃত্যু হয়েছে 288 জনের ৷
  • গত 24 ঘণ্টায় তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা 5 হাজার 950 জন ৷ মৃত্যু হয়েছে 125 জনের ৷
  • অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছে 8 হাজার 12 জন ৷ মৃত্যু হয়েছে 88 জনের ৷
  • কর্নাটকে আক্রান্ত হয়েছে 7 হাজার 40 জন ৷ মৃত্যু হয়েছে 116 জনের ৷

09:38 August 17

  • সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে 57 হাজার 982 জন ৷ মৃতের সংখ্যা 941 ৷ এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 26 লাখ 47 হাজার 664 জন ৷

08:31 August 17

  • রবিবার তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 860 জন ৷ মৃত্যু হয়েছিল 127 জনের ৷
  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিন অনুযায়ী একদিনে কর্নাটকে আক্রান্ত 8 হাজার 818 জন ৷ মৃত্যু 114 জনের ৷
  • রবিবারে অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছিল 8 হাজার 732 জন ৷ মৃত্যু হয়েছিল 87 জনের ৷

08:19 August 17

  • কোরোনা আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার ও উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী চেতন চৌহান গতকাল মারা যান ৷

06:15 August 17

বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এখনও নিয়ন্ত্রণে নয় সংক্রমণ । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে সংক্রমণ হচ্ছে দেশে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার ৷ দেশে কোরোনা পরিস্থিতি কীরকম দেখে নেওয়া যাক ৷

  • রবিবার দেশে নতুন করে 63 হাজার 490 জন আক্রান্ত হয়েছিল ৷ মৃত্যু হয়েছিল 944 জনের  ৷
  • রবিবারের শেষ বুলেটিন অনুযায়ী একদিনে মহারাষ্ট্রে সংক্রমিতের হদিস মিলেছিল 12 হাজার 20 জন ৷ মৃত্যু হয়েছিল 322 জনের ৷
Last Updated : Aug 17, 2020, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.