ETV Bharat / bharat

প্লাস্টিকমুক্ত দেশ গড়তে এবার নেতৃত্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়ারা

প্লাস্টিক দূষণ রোধে প্রচারে শামিল হয়ে রীতিমতো নজির গড়েছে বিহারের মধুছাপড়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়ারা ৷

Little crusaders lead anti-plastic push in Bihar village
স্লোগান লেখা প্ল্যাকার্ড
author img

By

Published : Jan 4, 2020, 7:33 AM IST

মোতিহারি, 4 ডিসেম্বর : দেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ নিয়ে সর্বত্র চলছে সচেতনতা অভিযান ৷ পিছিয়ে নেই প্রি-স্কুলের খুদে পড়ুয়ারাও ৷ বিহারের ইস্ট চম্পারণের মধুছাপড়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা পথে নেমেছে ৷ প্লাস্টিক দূষণ রোধে প্রচারে শামিল হয়ে রীতিমতো নজির গড়েছে ৷

এক গ্রামবাসী রামনারায়ণ পাণ্ডে বলেন, "পড়ুয়ারা গ্রামে প্ল্যাকার্ড হাতে ঘুরে বেড়ায় ৷ স্লোগান দেয় ৷ গ্রামবাসীরাও এখন সচেতন হয়েছে ৷ বুঝতে পেরেছে কেন প্লাস্টিকের সামগ্রী ও পলিব্যাগের ব্যবহার বন্ধ করা উচিত ৷ এর ফলে গ্রামে প্লাস্টিকের ব্যবহার অনেক কমেছে ৷ "

প্ল্যাকার্ডে স্লোগান লিখে গ্রামের বিভিন্ন আবর্জনা স্তূপের সামনে রেখে আসে পড়ুয়ারা ৷ পড়ানোর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারাও নিয়মিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ তাদের প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য উৎসাহিত করেন ৷

খুদে পড়ুয়ারাও প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চালাচ্ছে প্রচার অভিযান

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালক বিদ্যান্তি দেবী বলেন, "আমরা বাচ্চাদের বোঝাই যে প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর ৷ তারা এটাই তাদের অভিভাবকদের বোঝায় ৷ অভিভাবকরা এখানে এলে আমরাও তাদের বোঝাই, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পরামর্শ দি ৷ "

রাজ্য সরকারের তরফে সিঙ্গল ইউজ় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে ৷ কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রীর ব্যবহার অব্যাহত ৷ এখন দেশকে প্লাস্টিকমুক্ত করতে প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছে এই খুদে পড়ুয়ারা ৷ আশা, তাদের অনুসরণ করবেন বড়রাও ৷

মোতিহারি, 4 ডিসেম্বর : দেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার বন্ধ নিয়ে সর্বত্র চলছে সচেতনতা অভিযান ৷ পিছিয়ে নেই প্রি-স্কুলের খুদে পড়ুয়ারাও ৷ বিহারের ইস্ট চম্পারণের মধুছাপড়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়ারা পথে নেমেছে ৷ প্লাস্টিক দূষণ রোধে প্রচারে শামিল হয়ে রীতিমতো নজির গড়েছে ৷

এক গ্রামবাসী রামনারায়ণ পাণ্ডে বলেন, "পড়ুয়ারা গ্রামে প্ল্যাকার্ড হাতে ঘুরে বেড়ায় ৷ স্লোগান দেয় ৷ গ্রামবাসীরাও এখন সচেতন হয়েছে ৷ বুঝতে পেরেছে কেন প্লাস্টিকের সামগ্রী ও পলিব্যাগের ব্যবহার বন্ধ করা উচিত ৷ এর ফলে গ্রামে প্লাস্টিকের ব্যবহার অনেক কমেছে ৷ "

প্ল্যাকার্ডে স্লোগান লিখে গ্রামের বিভিন্ন আবর্জনা স্তূপের সামনে রেখে আসে পড়ুয়ারা ৷ পড়ানোর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারাও নিয়মিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ তাদের প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য উৎসাহিত করেন ৷

খুদে পড়ুয়ারাও প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চালাচ্ছে প্রচার অভিযান

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালক বিদ্যান্তি দেবী বলেন, "আমরা বাচ্চাদের বোঝাই যে প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর ৷ তারা এটাই তাদের অভিভাবকদের বোঝায় ৷ অভিভাবকরা এখানে এলে আমরাও তাদের বোঝাই, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পরামর্শ দি ৷ "

রাজ্য সরকারের তরফে সিঙ্গল ইউজ় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে ৷ কিন্তু সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রীর ব্যবহার অব্যাহত ৷ এখন দেশকে প্লাস্টিকমুক্ত করতে প্রচার অভিযানে নেতৃত্ব দিচ্ছে এই খুদে পড়ুয়ারা ৷ আশা, তাদের অনুসরণ করবেন বড়রাও ৷

Poonch (J-K), Jan 03 (ANI): Where no roads go, these military mules go there helping out Army in Jammu and Kashmir's Poonch district. There are several posts in border areas which doesn't have proper roads for vehicle transport communication. To tackle out the situation, the Army have deployed mules. The mules helping out fighting troops to get them ration and ammunition. It is very obvious to say that mules are playing an important role as military vehicles for the Army.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.