ETV Bharat / bharat

16 শতাংশ মূল্য বৃদ্ধি করে আজ থেকে মদের দোকান খুলছে তেলাঙ্গানায় - মদের দোকান পুনরায় খোলার সিদ্ধান্ত তেলেঙ্গানা সরকারের

আজ থেকে পুনরায় তেলাঙ্গানায় খোলা হবে মদের দোকান । তবে, সেক্ষেত্রে মদের দাম 16 শতাংশ বৃদ্ধি করা হবে ।

Liquor shops will be reopen from Today
16 শতাংশ মূল্য বৃদ্ধি করে আজ থেকে মদের দোকান খুলবে তেলাঙ্গানায়
author img

By

Published : May 6, 2020, 9:41 AM IST

তেলাঙ্গানা, 6 মে : আজ থেকে পুনরায় মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা সরকার । তবে, সেক্ষেত্রে মদের দাম 16 শতাংশ বৃদ্ধি করা হবে । পাশাপাশি কনটেনমেন্ট জ়োনগুলিতে খোলা হবে না মদের দোকান । মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, মদের দোকান খোলা হলেও বিক্রেতা ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । এই নিয়ম অমান্য করা হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে ।

দিল্লি, বেঙ্গালুরু ও অন্যান্য জায়গার মতো তেলাঙ্গানাতেও কোনওরকম জমায়েতের পরিস্থিতি বরদাস্ত করা হবে না বলে জানান কে চন্দ্রশেখর রাও । মদের দোকানগুলি সকাল 10 টা থেকে সন্ধে 6 টা পর্যন্ত খোলা থাকবে । আর সেসব ক্রেতাকেই মদ বিক্রি করা হবে যাঁরা মাস্ক পরে থাকবেন ।

তেলাঙ্গানার সঙ্গে যে চারটি রাজ্য সীমান্ত ভাগ করে সেখানেও মদের দোকান পুনরায় খোলা হয়েছে । তাই তেলাঙ্গানা সরকারও মদের দোকান পুনরায় খোলার সিদ্ধান্ত নেয় । চন্দ্রশেখর রাও বলেন, "আমরা যদি এখানে মদের দোকান না খুলি তাহলে প্রতিবেশী রাজ্যগুলি থেকে পাচারের প্রবণতা তৈরি হবে ।"

তেলাঙ্গানা, 6 মে : আজ থেকে পুনরায় মদের দোকান খোলার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা সরকার । তবে, সেক্ষেত্রে মদের দাম 16 শতাংশ বৃদ্ধি করা হবে । পাশাপাশি কনটেনমেন্ট জ়োনগুলিতে খোলা হবে না মদের দোকান । মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, মদের দোকান খোলা হলেও বিক্রেতা ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । এই নিয়ম অমান্য করা হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে ।

দিল্লি, বেঙ্গালুরু ও অন্যান্য জায়গার মতো তেলাঙ্গানাতেও কোনওরকম জমায়েতের পরিস্থিতি বরদাস্ত করা হবে না বলে জানান কে চন্দ্রশেখর রাও । মদের দোকানগুলি সকাল 10 টা থেকে সন্ধে 6 টা পর্যন্ত খোলা থাকবে । আর সেসব ক্রেতাকেই মদ বিক্রি করা হবে যাঁরা মাস্ক পরে থাকবেন ।

তেলাঙ্গানার সঙ্গে যে চারটি রাজ্য সীমান্ত ভাগ করে সেখানেও মদের দোকান পুনরায় খোলা হয়েছে । তাই তেলাঙ্গানা সরকারও মদের দোকান পুনরায় খোলার সিদ্ধান্ত নেয় । চন্দ্রশেখর রাও বলেন, "আমরা যদি এখানে মদের দোকান না খুলি তাহলে প্রতিবেশী রাজ্যগুলি থেকে পাচারের প্রবণতা তৈরি হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.