হায়দরাবাদ : COVID 19 প্যানডেমিক এখনও পর্যন্ত 47 হাজারেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে । বিশ্বজুড়ে 9 লাখ 37 হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা পজ়িটিভ । এই গুরুতর পরিস্থিতিতে, গবেষকদের মতো বিশ্বের রাষ্ট্রনায়কদেরও এগিয়ে এসে, পৃথিবীকে থমকে দেওয়া এই প্যানডেমিককে নিশ্চিহ্ন করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত । এই সতর্কবার্তা দিয়েছে অগ্রণী আন্তর্জাতিক সাপ্তাহিক পত্রিকা নেচার ।
গবেষকদের প্রশংসা করে পত্রিকায় বলা হয়েছে, বিশ্বজুড়ে হাজার হাজার গবেষক এগিয়ে এসে তাঁদের সময় ও ভাবনাচিন্তা ভাগ করে নিচ্ছেন, যাতে এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে একটা স্থায়ী সমাধান পাওয়া যায় ।
যদিও, রিপোর্টে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে তাঁরা বিষয়টায় যথাযথ গুরুত্ব দিচ্ছেন না ।
রিপোর্টে বলা হয়েছে, ঠিক যেভাবে বিশ্বের নেতারা 2008 সালের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করেছিলেন, সেভাবেই প্যানডেমিকের মোকাবিলা করতে হবে ।
রিপোর্টে COVID 19 পরীক্ষা করার জন্য প্রশংসা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাগারগুলির, যেমন MIT-র ব্রড ইনস্টিটিউট, হার্ভার্ড, এবং বোগোটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলম্বিয়া ।
এরই মধ্যে ক্রাউডফাইট COVID 19 নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন গবেষকরা । গবেষণার কাজের স্বেচ্ছাসেবকদের খুঁজে পেতে তৈরি এই প্ল্যাটফর্ম ক্রমশ জনপ্রিয় হচ্ছে । এখনও পর্যন্ত 35 হাজার স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মে নিজেদের নাম নথিভূক্ত করিয়েছেন বলে জানা গেছে ।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যখন ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, তখন এটাই উপযুক্ত সময় যখন বিশ্বের নেতারা গবেষকদের পদচিহ্ন অনুসরণ করে একজোট হতে হবে ।