ETV Bharat / bharat

গবেষকদের মতো বিশ্বের নেতাদেরও উচিত কোরোনার বিরুদ্ধে একযোগে লড়া - কোভিড -19 লেটেস্ট খবর

গবেষকদের প্রশংসা করে, একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক সাপ্তাহিক জার্নাল ‘নেচার’। সেখানে বলা হয়েছে, পৃথিবীজুড়ে হাজার হাজার গবেষক এগিয়ে এসেছেন এবং কীভাবে এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে স্থায়ী সমাধান পাওয়া যায়, তা খুঁজতে তাঁদের সময় ও ধারণা ভাগ করে নিচ্ছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 3:53 PM IST

হায়দরাবাদ : COVID 19 প্যানডেমিক এখনও পর্যন্ত 47 হাজারেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে । বিশ্বজুড়ে 9 লাখ 37 হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা পজ়িটিভ । এই গুরুতর পরিস্থিতিতে, গবেষকদের মতো বিশ্বের রাষ্ট্রনায়কদেরও এগিয়ে এসে, পৃথিবীকে থমকে দেওয়া এই প্যানডেমিককে নিশ্চিহ্ন করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত । এই সতর্কবার্তা দিয়েছে অগ্রণী আন্তর্জাতিক সাপ্তাহিক পত্রিকা নেচার ।

গবেষকদের প্রশংসা করে পত্রিকায় বলা হয়েছে, বিশ্বজুড়ে হাজার হাজার গবেষক এগিয়ে এসে তাঁদের সময় ও ভাবনাচিন্তা ভাগ করে নিচ্ছেন, যাতে এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে একটা স্থায়ী সমাধান পাওয়া যায় ।

যদিও, রিপোর্টে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে তাঁরা বিষয়টায় যথাযথ গুরুত্ব দিচ্ছেন না ।

রিপোর্টে বলা হয়েছে, ঠিক যেভাবে বিশ্বের নেতারা 2008 সালের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করেছিলেন, সেভাবেই প্যানডেমিকের মোকাবিলা করতে হবে ।

রিপোর্টে COVID 19 পরীক্ষা করার জন্য প্রশংসা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাগারগুলির, যেমন MIT-র ব্রড ইনস্টিটিউট, হার্ভার্ড, এবং বোগোটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলম্বিয়া ।

এরই মধ্যে ক্রাউডফাইট COVID 19 নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন গবেষকরা । গবেষণার কাজের স্বেচ্ছাসেবকদের খুঁজে পেতে তৈরি এই প্ল্যাটফর্ম ক্রমশ জনপ্রিয় হচ্ছে । এখনও পর্যন্ত 35 হাজার স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মে নিজেদের নাম নথিভূক্ত করিয়েছেন বলে জানা গেছে ।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যখন ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, তখন এটাই উপযুক্ত সময় যখন বিশ্বের নেতারা গবেষকদের পদচিহ্ন অনুসরণ করে একজোট হতে হবে ।

হায়দরাবাদ : COVID 19 প্যানডেমিক এখনও পর্যন্ত 47 হাজারেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে । বিশ্বজুড়ে 9 লাখ 37 হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা পজ়িটিভ । এই গুরুতর পরিস্থিতিতে, গবেষকদের মতো বিশ্বের রাষ্ট্রনায়কদেরও এগিয়ে এসে, পৃথিবীকে থমকে দেওয়া এই প্যানডেমিককে নিশ্চিহ্ন করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত । এই সতর্কবার্তা দিয়েছে অগ্রণী আন্তর্জাতিক সাপ্তাহিক পত্রিকা নেচার ।

গবেষকদের প্রশংসা করে পত্রিকায় বলা হয়েছে, বিশ্বজুড়ে হাজার হাজার গবেষক এগিয়ে এসে তাঁদের সময় ও ভাবনাচিন্তা ভাগ করে নিচ্ছেন, যাতে এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে একটা স্থায়ী সমাধান পাওয়া যায় ।

যদিও, রিপোর্টে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে তাঁরা বিষয়টায় যথাযথ গুরুত্ব দিচ্ছেন না ।

রিপোর্টে বলা হয়েছে, ঠিক যেভাবে বিশ্বের নেতারা 2008 সালের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করেছিলেন, সেভাবেই প্যানডেমিকের মোকাবিলা করতে হবে ।

রিপোর্টে COVID 19 পরীক্ষা করার জন্য প্রশংসা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাগারগুলির, যেমন MIT-র ব্রড ইনস্টিটিউট, হার্ভার্ড, এবং বোগোটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলম্বিয়া ।

এরই মধ্যে ক্রাউডফাইট COVID 19 নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন গবেষকরা । গবেষণার কাজের স্বেচ্ছাসেবকদের খুঁজে পেতে তৈরি এই প্ল্যাটফর্ম ক্রমশ জনপ্রিয় হচ্ছে । এখনও পর্যন্ত 35 হাজার স্বেচ্ছাসেবক এই প্ল্যাটফর্মে নিজেদের নাম নথিভূক্ত করিয়েছেন বলে জানা গেছে ।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যখন ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে, তখন এটাই উপযুক্ত সময় যখন বিশ্বের নেতারা গবেষকদের পদচিহ্ন অনুসরণ করে একজোট হতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.