ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীকে চিঠি; অপর্ণা, সৌমিত্র চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা - mob lynching

বিহারের মুজফ্ফরপুরে দেশদ্রোহিতার অভিযোগে FIR দায়ের হল বিদ্বজ্জনদের বিরুদ্ধে ৷ তার মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন , মণিরত্নম, শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, শুভা মুদগল ও রামচন্দ্র গুহ-র মতো বিশিষ্টজনরা ৷

অপর্ণা সেন
author img

By

Published : Oct 4, 2019, 3:25 PM IST

Updated : Oct 4, 2019, 7:58 PM IST

মুজফফরপুর, 4 অক্টোবর : চলতি বছরের জুলাইয়ে দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন 49 জন বিশিষ্টজন৷ সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিহারের মুজফ্ফরপুরে আজ দেশদ্রোহিতার অভিযোগে FIR দায়ের হল তাঁদের বিরুদ্ধে ৷ তার মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন , মণিরত্নম, শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, শুভা মুদগল ও রামচন্দ্র গুহ-র মতো বিশিষ্টজনরা ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, 49 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি ও শৃঙ্খলাভঙ্গের প্ররোচনা মূলক প্রচার, গণ অসন্তোষ তৈরি ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে৷

মুজফ্ফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুর জেলা আদালতে একটি পিটিশন দায়ের করেন ৷ সেখানে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে দেশের ভাবমূর্তি কলঙ্কিত করা, প্রধানমন্ত্রীর কার্যক্ষমতাকে অপমান করা, ও দেশদ্রোহী আচরণকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এই অভিযোগের ভিত্তিতে 20 অগাস্ট মুজফ্ফরপুর আদালতের প্রধান বিচারক সূর্যকান্ত তিওয়ারি মামলা রুজু করার আদেশ দেন ৷ সেই আদেশের ভিত্তিতেই বিশিষ্টজনদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷

  • I met with members of the press in Wayanad, earlier today. I’m attaching a short video with highlights of that interaction. pic.twitter.com/MA9aDNB93V

    — Rahul Gandhi (@RahulGandhi) October 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সাংবাদিক বৈঠকে বলেন, "দেশে কী চলছে গোটা বিশ্ব জানে । লুকোনোর কিছু নেই । ক্রমশ স্বৈরতন্ত্রের দিকে আমরা এগোচ্ছি । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললেই তাঁকে জেলে পুরে দেওয়া হচ্ছে ।"

মুজফফরপুর, 4 অক্টোবর : চলতি বছরের জুলাইয়ে দেশজুড়ে বেড়ে চলা গণপিটুনি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন 49 জন বিশিষ্টজন৷ সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিহারের মুজফ্ফরপুরে আজ দেশদ্রোহিতার অভিযোগে FIR দায়ের হল তাঁদের বিরুদ্ধে ৷ তার মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন , মণিরত্নম, শ্যাম বেনেগল, অনুরাগ কাশ্যপ, শুভা মুদগল ও রামচন্দ্র গুহ-র মতো বিশিষ্টজনরা ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, 49 জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি ও শৃঙ্খলাভঙ্গের প্ররোচনা মূলক প্রচার, গণ অসন্তোষ তৈরি ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে৷

মুজফ্ফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা মুজফ্ফরপুর জেলা আদালতে একটি পিটিশন দায়ের করেন ৷ সেখানে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে দেশের ভাবমূর্তি কলঙ্কিত করা, প্রধানমন্ত্রীর কার্যক্ষমতাকে অপমান করা, ও দেশদ্রোহী আচরণকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ এই অভিযোগের ভিত্তিতে 20 অগাস্ট মুজফ্ফরপুর আদালতের প্রধান বিচারক সূর্যকান্ত তিওয়ারি মামলা রুজু করার আদেশ দেন ৷ সেই আদেশের ভিত্তিতেই বিশিষ্টজনদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ৷

  • I met with members of the press in Wayanad, earlier today. I’m attaching a short video with highlights of that interaction. pic.twitter.com/MA9aDNB93V

    — Rahul Gandhi (@RahulGandhi) October 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সাংবাদিক বৈঠকে বলেন, "দেশে কী চলছে গোটা বিশ্ব জানে । লুকোনোর কিছু নেই । ক্রমশ স্বৈরতন্ত্রের দিকে আমরা এগোচ্ছি । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললেই তাঁকে জেলে পুরে দেওয়া হচ্ছে ।"

Katra (J-K), Oct 04 (ANI): A wrestling competition 'Mission Dosti Maha Dangal' was organised in J-K's Katra on October 03. This competition was held as a part of nine-day-long Navratri festival. The first Kashmiri woman grappler, Nahida Nabi, also participated in the competition. She had to face a lot of criticism and Nahida worked hard to become a professional wrestler in an atmosphere where girls playing sports is a taboo. While speaking to ANI, Nahida said, "If government makes adjustments for me, I can coach a team which can participate in events. Girls here don't know value of sports." "I am appealing to Prime Minister Narendra Modi 'Beti padhao, Beti Bachao, beti ko badhao, aur beti ko pehelwan banao'. I appeal the youth to come in sports," Nahida added. She urged the parents to educate their daughters and make them wrestlers. Hailing from Baramulla district of J-K, Nahida also thanked her parents for their unflinching support throughout her 'not so smooth' journey. Nahida is wrestling for the past four years and played her first national in Uttar Pradesh's Gonda.
Last Updated : Oct 4, 2019, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.