ETV Bharat / bharat

মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট দ্রুত সমাধানে সক্ষম হবেন নেতৃত্বরা : সচিন পাইলট

ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্যে স্থায়ী সরকার দরকার৷ আমি আশা করছি খুব শিঘ্রই মধ্যপ্রেদেশে যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধান হবে৷ বললেন রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট৷

Madhya Pradesh
Sachin Pilot
author img

By

Published : Mar 10, 2020, 6:10 AM IST

মধ্যপ্রদেশ, 10 মার্চ : কমল নাথের মন্ত্রিসভার 20 জন পদত্যাগ করেছেন । তাঁদের পদত্যাগও গৃহীত হয়েছে । একইসঙ্গে খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । আর তাঁর সঙ্গে একমত রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটও । তিনি বলেন, "মধ্যপ্রদেশের রাজনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত সমাধান করতে সক্ষম হবে সেখানকার নেতৃত্বরা ৷ নির্বাচনের সময় ভোটারদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে রাজ্যে একটি স্থিতিশীল সরকার দরকার৷"

কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ 17 জন বিধায়ক গতকাল চার্টার্ড ফ্লাইটে উড়ে যান বেঙ্গালুরুতে ৷ তাঁদের মধ্যে রয়েছেন ছয় জন মন্ত্রীও৷ বেঙ্গালুরু শহরের বাইরে একটি রিসর্টে তাঁদের রাখা হয়েছে বলেও জানা যায় । তারপরই বৈঠক নিয়ে তৎপর হন দিগ্বিজয় সিং, বিবেক তাংখারা । গতকাল রাতে এই বিষয়ে প্রশ্ন করা হলে দিগ্বিজয় সিং জানান, "আমরা চেষ্টা করেছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জি-র সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তিনি সোয়াইন ফ্লু'তে ভুগছেন তাই তাঁর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি৷"

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় মধ্যপ্রদেশের রাজনীতিতে তৈরি হওয়া সংকট নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন কমল নাথ ৷ বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব এস আর মোহান্তি৷ 20 জন মন্ত্রী ইস্তফাপত্র জমা দেন৷ তাঁদের প্রত্যেকেরই ইস্তফাপত্র গৃহীত হয় । মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন হবে । পাশাপাশি তিনি বলেন, "মাফিয়াদের সাহায্য নিয়ে যেসব শক্তি অস্থিরতা তৈরি করছে, তাদের আমি সফল হতে দেব না ।"

মধ্যপ্রদেশ, 10 মার্চ : কমল নাথের মন্ত্রিসভার 20 জন পদত্যাগ করেছেন । তাঁদের পদত্যাগও গৃহীত হয়েছে । একইসঙ্গে খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । আর তাঁর সঙ্গে একমত রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটও । তিনি বলেন, "মধ্যপ্রদেশের রাজনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত সমাধান করতে সক্ষম হবে সেখানকার নেতৃত্বরা ৷ নির্বাচনের সময় ভোটারদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করতে রাজ্যে একটি স্থিতিশীল সরকার দরকার৷"

কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ 17 জন বিধায়ক গতকাল চার্টার্ড ফ্লাইটে উড়ে যান বেঙ্গালুরুতে ৷ তাঁদের মধ্যে রয়েছেন ছয় জন মন্ত্রীও৷ বেঙ্গালুরু শহরের বাইরে একটি রিসর্টে তাঁদের রাখা হয়েছে বলেও জানা যায় । তারপরই বৈঠক নিয়ে তৎপর হন দিগ্বিজয় সিং, বিবেক তাংখারা । গতকাল রাতে এই বিষয়ে প্রশ্ন করা হলে দিগ্বিজয় সিং জানান, "আমরা চেষ্টা করেছিলাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জি-র সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তিনি সোয়াইন ফ্লু'তে ভুগছেন তাই তাঁর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি৷"

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় মধ্যপ্রদেশের রাজনীতিতে তৈরি হওয়া সংকট নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন কমল নাথ ৷ বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব এস আর মোহান্তি৷ 20 জন মন্ত্রী ইস্তফাপত্র জমা দেন৷ তাঁদের প্রত্যেকেরই ইস্তফাপত্র গৃহীত হয় । মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠন হবে । পাশাপাশি তিনি বলেন, "মাফিয়াদের সাহায্য নিয়ে যেসব শক্তি অস্থিরতা তৈরি করছে, তাদের আমি সফল হতে দেব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.