ETV Bharat / bharat

দাভাংগেরের লেডি সিংহাম: তুঙ্গার ভয়ে অপরাধীরা জব্দ - দাভাংগেরের লেডি সিংহাম

দাভাংগেরের লেডি সিংহামের নামেই অপরাধীরা জব্দ । লেডি সিংহাম হলো একটি পুলিশ কুকুর।

The lady police dog at Davangere
author img

By

Published : Jul 19, 2020, 9:59 PM IST

দাভাংগেরে, 17 জুলাই : “লেডি সিংহাম”, নাম শুনতেই অপরাধীরা ভয়ে কাঁপতে থাকে । অপরাধীদের ঘুম উড়ে যায় এনার নাম শুনে । তিনি আর কেউ নন, মেয়ে পুলিশ কুকুর । লেডি সিংহাম লেডি সিংহাম এতটাই চালাক যা ঘামের গন্ধ শুঁকেই চোর ধরতে পারে । একটি অসাধারণ পুলিশ কুকুর যা একসাথে 2363 টি গন্ধ শনাক্ত করতে পারে ।

মাত্র তিন মাস বয়সের বাচ্চা কুকুরটি বেঙ্গালুরুর আদুগোডি থেকে দাভাংগেরে পুলিশ বিভাগ নিয়ে আসে । তারপর 9 মাস ধরে প্রশিক্ষণ চলে । 2011 সালে কুকুরটিকে বুটেনগরে নিয়ে আসা হয় । আমেরিকান এই কুকুরটির নাম তুঙ্গা । তখন থেকেই পুলিশ বিভাগে এর অবদান অপরিসীম । এর ট্রাক রেকর্ড দুর্দান্ত ।

এ পর্যন্ত তুঙ্গা 30 টি হত্যা, 30 টি চুরি ও ডাকাতির মামলায় সাহায্য করেছে । যা পুলিশ বিভাগে দুর্দান্ত সফলতা এনে দিয়েছে ।

তুঙ্গার যাবতীয় দায়ভার গ্রহণ করেছেন হেড কনস্টেবল প্রকাশ, লোহিত এবং কে ভেঙ্কটেশ । প্রকাশ প্রায়ই কুকুরটিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যান । সকালে সকালে বিভিন্ন পুষ্টিকর খাদ্য তাকে দেওয়া হয় । তারমধ্যে রাভা গাঞ্জি, দুধ, ডিম এবং 'রাজকৌ' জাতীয় পুষ্টিকর খাদ্য দেওয়া হয় ।

সন্ধ্যায় দেওয়া হয় বিভিন্ন রকমের খাদ্য, যার মধ্যে আছে 1 কেজি মাংস ও বিভিন্ন রকম শাকসবজি। ETV ভারতের প্রতিনিধিদের পুলিশ জানিয়েছেন, অপরাধীদের গায়ের ঘামের গন্ধ শুঁকে শনাক্ত করার ক্ষমতা অপরিসীম । শুধু তাই নয় অপরাধীরা কতটা দূরে রয়েছে তাও খুঁজে বের করতে পারে তুঙ্গা ।

দাভাংগেরে, 17 জুলাই : “লেডি সিংহাম”, নাম শুনতেই অপরাধীরা ভয়ে কাঁপতে থাকে । অপরাধীদের ঘুম উড়ে যায় এনার নাম শুনে । তিনি আর কেউ নন, মেয়ে পুলিশ কুকুর । লেডি সিংহাম লেডি সিংহাম এতটাই চালাক যা ঘামের গন্ধ শুঁকেই চোর ধরতে পারে । একটি অসাধারণ পুলিশ কুকুর যা একসাথে 2363 টি গন্ধ শনাক্ত করতে পারে ।

মাত্র তিন মাস বয়সের বাচ্চা কুকুরটি বেঙ্গালুরুর আদুগোডি থেকে দাভাংগেরে পুলিশ বিভাগ নিয়ে আসে । তারপর 9 মাস ধরে প্রশিক্ষণ চলে । 2011 সালে কুকুরটিকে বুটেনগরে নিয়ে আসা হয় । আমেরিকান এই কুকুরটির নাম তুঙ্গা । তখন থেকেই পুলিশ বিভাগে এর অবদান অপরিসীম । এর ট্রাক রেকর্ড দুর্দান্ত ।

এ পর্যন্ত তুঙ্গা 30 টি হত্যা, 30 টি চুরি ও ডাকাতির মামলায় সাহায্য করেছে । যা পুলিশ বিভাগে দুর্দান্ত সফলতা এনে দিয়েছে ।

তুঙ্গার যাবতীয় দায়ভার গ্রহণ করেছেন হেড কনস্টেবল প্রকাশ, লোহিত এবং কে ভেঙ্কটেশ । প্রকাশ প্রায়ই কুকুরটিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যান । সকালে সকালে বিভিন্ন পুষ্টিকর খাদ্য তাকে দেওয়া হয় । তারমধ্যে রাভা গাঞ্জি, দুধ, ডিম এবং 'রাজকৌ' জাতীয় পুষ্টিকর খাদ্য দেওয়া হয় ।

সন্ধ্যায় দেওয়া হয় বিভিন্ন রকমের খাদ্য, যার মধ্যে আছে 1 কেজি মাংস ও বিভিন্ন রকম শাকসবজি। ETV ভারতের প্রতিনিধিদের পুলিশ জানিয়েছেন, অপরাধীদের গায়ের ঘামের গন্ধ শুঁকে শনাক্ত করার ক্ষমতা অপরিসীম । শুধু তাই নয় অপরাধীরা কতটা দূরে রয়েছে তাও খুঁজে বের করতে পারে তুঙ্গা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.