ETV Bharat / bharat

বিজয়ওয়াড়া থেকে কলকাতা, সাইকেলে 1000 কিলোমিটার পাড়ি বাঙালি শ্রমিকদের

লকডাউনের ফলে কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷ হাতে টাকা নেই ৷ বাধ্য হয়ে বাড়ি ফিরছেন শ্রমিকরা ৷

labours on cycle from vijaywada
সাইকেলে যাত্রা শ্রমিকদের
author img

By

Published : May 16, 2020, 1:54 PM IST

ভালাসা, 16 মে : দেশজুড়ে লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন শ্রমিকরা ৷ কেউ হেঁটে, কেউ গাড়িতে, আবার কেউ সাইকেলে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ৷ অন্ধ্রপ্রদেশের ভালাসা গ্রামেও একই ছবি ধরা পড়ল ৷ সেখানে কয়েকজন বাঙালি শ্রমিককে সাইকেলে বাড়ি ফিরতে দেখা গেল ৷

পেশায় কেউ দিনমজুর, আবার কেউ অন্যের জমিতে চাষাবাদের কাজে যুক্ত ৷ বাড়ি-ঘর ছেড়ে পেটের টানে পড়ে থাকেন ভিন রাজ্যে ৷ লকডাউনে এই সমস্ত শ্রমিকরা কাজের সূত্রে আটকে পড়েছেন ভিন রাজ্যে ৷ হাতে টাকা-পয়সা ফুরিয়ে আসায় বাড়ি ফিরছেন এক এক করে ৷ অন্ধ্রপ্রদেশের ভালাসায় দেখা গেল সাইকেলে করে বাড়ির উদ্দেশ রওনা দিয়েছেন কিছু বাঙালি শ্রমিক ৷ বিজয়ওয়াড়া থেকে তাঁরা রওনা দিয়েছেন ৷ সঙ্গে রয়েছে সামান্য খাবার ও জল ৷

অন্ধ্রপ্রদেশ থেকে সাইকেলে কলকাতার উদ্দেশে যাত্রা শ্রমিকদের

শ্রমিকরা জানান, ‘‘অন্ধ্রপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, কোনও সরকার আমাদের কথা ভাবছে না ৷ আমাদের জন্য কোনও ট্রেন বা গাড়ির ব্যবস্থা করা হয়নি ৷ রাস্তায় যেতে যেতে কেউ খাবার দিলে সেটাই খাচ্ছি ৷ হাতে টাকা-পয়সা যা আছে তা দিয়ে 15দিন চলবে ৷ তারপর কী করব?’’ কলকাতা সাইকেলে পৌঁছতে পাঁচদিন লাগবে ৷ দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই ৷ কিন্তু থামলে চলবে না ৷ ট্রেন চালু হওয়ার অপেক্ষায় কেটে গিয়েছে প্রায় একমাস ৷ জমানো পুঁজিও শেষ হয়ে আসছে ৷ বাড়ি পৌঁছতে না পারলে খেতে পাবেন না ৷ তাই সব বাধা উপেক্ষা করে চলেছেন শ্রমিকরা ৷

ভালাসা, 16 মে : দেশজুড়ে লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন শ্রমিকরা ৷ কেউ হেঁটে, কেউ গাড়িতে, আবার কেউ সাইকেলে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ৷ অন্ধ্রপ্রদেশের ভালাসা গ্রামেও একই ছবি ধরা পড়ল ৷ সেখানে কয়েকজন বাঙালি শ্রমিককে সাইকেলে বাড়ি ফিরতে দেখা গেল ৷

পেশায় কেউ দিনমজুর, আবার কেউ অন্যের জমিতে চাষাবাদের কাজে যুক্ত ৷ বাড়ি-ঘর ছেড়ে পেটের টানে পড়ে থাকেন ভিন রাজ্যে ৷ লকডাউনে এই সমস্ত শ্রমিকরা কাজের সূত্রে আটকে পড়েছেন ভিন রাজ্যে ৷ হাতে টাকা-পয়সা ফুরিয়ে আসায় বাড়ি ফিরছেন এক এক করে ৷ অন্ধ্রপ্রদেশের ভালাসায় দেখা গেল সাইকেলে করে বাড়ির উদ্দেশ রওনা দিয়েছেন কিছু বাঙালি শ্রমিক ৷ বিজয়ওয়াড়া থেকে তাঁরা রওনা দিয়েছেন ৷ সঙ্গে রয়েছে সামান্য খাবার ও জল ৷

অন্ধ্রপ্রদেশ থেকে সাইকেলে কলকাতার উদ্দেশে যাত্রা শ্রমিকদের

শ্রমিকরা জানান, ‘‘অন্ধ্রপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, কোনও সরকার আমাদের কথা ভাবছে না ৷ আমাদের জন্য কোনও ট্রেন বা গাড়ির ব্যবস্থা করা হয়নি ৷ রাস্তায় যেতে যেতে কেউ খাবার দিলে সেটাই খাচ্ছি ৷ হাতে টাকা-পয়সা যা আছে তা দিয়ে 15দিন চলবে ৷ তারপর কী করব?’’ কলকাতা সাইকেলে পৌঁছতে পাঁচদিন লাগবে ৷ দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই ৷ কিন্তু থামলে চলবে না ৷ ট্রেন চালু হওয়ার অপেক্ষায় কেটে গিয়েছে প্রায় একমাস ৷ জমানো পুঁজিও শেষ হয়ে আসছে ৷ বাড়ি পৌঁছতে না পারলে খেতে পাবেন না ৷ তাই সব বাধা উপেক্ষা করে চলেছেন শ্রমিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.