কচ্ছ (গুজরাত), 22 অক্টোবর : প্রকাশ্যে এল এক নৃশংস হত্যার ঘটনা ৷ স্ত্রী ও তিন শিশুকন্যাকে খুনের অভিযোগ উঠল ৷ বুধবার কচ্ছের মান্দভি তেহসিলের জখনিয়া গ্রামের ঘটনা ৷
কচ্ছ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্ত্রীকে বিষ দিয়ে এবং তিন শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ৷
মৃতদের নাম ভাবনা (32), ধ্রুপ্তি (10), কিঞ্জল (7) এবং ধর্মিষ্ঠা (2) ৷ অভিযুক্তের নাম জাখু সংহার ওরফে শিবাজি ৷ অভিযুক্ত সম্পর্কে ভাবনার স্বামী ৷ কিছু সমস্যা নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া বাধে ৷ যার পরে ভাবনা ঘরের বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ৷ সেই সময় ভয় পেয়ে শিবাজি তাঁকে খুন করে বলে পুলিশ জানিয়েছে ৷
ভাবনার চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসে ৷ ততক্ষণে ভাবনার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হওয়ায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷ সেই সুযোগে শিবাজি তার তিন শিশুকন্যাকে ধারল অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় ৷
আরও পড়ুন : স্ত্রী ও একবছরের মেয়েকে খুন করে 22 টুকরো !
অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা দায়ের করেছে ৷ তার তল্লাশি চলছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে তদন্তকারীদের একটি দল গঠন করা হয়েছে ৷ কচ্ছ রেঞ্জের DIG জে আর মোথালিয়া, পশ্চিম কচ্ছের SP সৌরভ সিং, ভুজ ডেপুটি পুলিশ প্রধান জে আর তদন্তের স্বার্থে দলে যোগ দিয়েছেন ৷