ETV Bharat / bharat

উন্নাও গণধর্ষণে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার - দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার

image
ছবি
author img

By

Published : Dec 16, 2019, 3:13 PM IST

Updated : Dec 16, 2019, 3:49 PM IST

15:09 December 16

unnao

দিল্লি, 16 ডিসেম্বর :  উন্নাও গণধর্ষণে দোষী সাব্যস্ত BJP-র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার । আজ দিল্লির তিস হাজারি আদালতে এই রায় দেওয়া হয় । 

আজ দিল্লির তিস হাজারি আদালতে দুপুর 3টে নাগাদ উন্নাও গণধর্ষণের রায়দান ছিল । ভারতীয় দণ্ডবিধির 376 ধারা ও POCSO আইনের  ধারা 5(C) ও 6- র অধীনে প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত । 

2017 সালে তৎকালীন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ করে এক যুবতিকে । তখন নাবালিকা ছিলেন নির্যাতিতা ৷ কিন্তু নানা জায়গায় দরবার করেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়নি থানায় । উলটে বিধায়ক সেঙ্গারের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ।

গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা । ওই ঘটনার পরদিনই লক-আপে মৃত্যু হয় নির্যাতিতার বাবার । পুলিশের বিরুদ্ধে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ৷

রায়বরেলি থেকে একটি গাড়িতে করে ফিরছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা । পথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারলে নির্যাতিতার মাসি এবং কাকিমার মৃত্যু হয় । গুরুতর আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী ৷ এই ঘটনায় ফের অভিযোগ উঠেছিল, নিছক দুর্ঘটনা নয়, নির্যাতিতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ এদিকে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের মৃত্যু হয় দিল্লির একটি হাসপাতালে । মনোজ কুলদীপের ভাই ৷ ধর্ষণের ঘটনায় অভিযু্ক্ত ছিল সেও ৷

15:09 December 16

unnao

দিল্লি, 16 ডিসেম্বর :  উন্নাও গণধর্ষণে দোষী সাব্যস্ত BJP-র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার । আজ দিল্লির তিস হাজারি আদালতে এই রায় দেওয়া হয় । 

আজ দিল্লির তিস হাজারি আদালতে দুপুর 3টে নাগাদ উন্নাও গণধর্ষণের রায়দান ছিল । ভারতীয় দণ্ডবিধির 376 ধারা ও POCSO আইনের  ধারা 5(C) ও 6- র অধীনে প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত । 

2017 সালে তৎকালীন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ করে এক যুবতিকে । তখন নাবালিকা ছিলেন নির্যাতিতা ৷ কিন্তু নানা জায়গায় দরবার করেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়নি থানায় । উলটে বিধায়ক সেঙ্গারের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ।

গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা । ওই ঘটনার পরদিনই লক-আপে মৃত্যু হয় নির্যাতিতার বাবার । পুলিশের বিরুদ্ধে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ৷

রায়বরেলি থেকে একটি গাড়িতে করে ফিরছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা । পথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারলে নির্যাতিতার মাসি এবং কাকিমার মৃত্যু হয় । গুরুতর আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী ৷ এই ঘটনায় ফের অভিযোগ উঠেছিল, নিছক দুর্ঘটনা নয়, নির্যাতিতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ এদিকে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের মৃত্যু হয় দিল্লির একটি হাসপাতালে । মনোজ কুলদীপের ভাই ৷ ধর্ষণের ঘটনায় অভিযু্ক্ত ছিল সেও ৷

New Delhi, Dec 16 (ANI): Delhi BJP president Manoj Tiwari said the protests at Jamia Millia Islamia university are done on the behest of Chief Minister Arvind Kejriwal. Tiwari also criticised one of the AAP MLAs who, Tiwari said, was provoking the students at the protest. Students of the central university were protesting against the Citizenship Amendment Act after which police personnel were deployed outside the university to maintain law and order. However, the protest turned violent after clash between students and police.
Last Updated : Dec 16, 2019, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.