দিল্লি, 16 ডিসেম্বর : উন্নাও গণধর্ষণে দোষী সাব্যস্ত BJP-র প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার । আজ দিল্লির তিস হাজারি আদালতে এই রায় দেওয়া হয় ।
আজ দিল্লির তিস হাজারি আদালতে দুপুর 3টে নাগাদ উন্নাও গণধর্ষণের রায়দান ছিল । ভারতীয় দণ্ডবিধির 376 ধারা ও POCSO আইনের ধারা 5(C) ও 6- র অধীনে প্রাক্তন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে আদালত ।
2017 সালে তৎকালীন BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ করে এক যুবতিকে । তখন নাবালিকা ছিলেন নির্যাতিতা ৷ কিন্তু নানা জায়গায় দরবার করেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়নি থানায় । উলটে বিধায়ক সেঙ্গারের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ।
গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা । ওই ঘটনার পরদিনই লক-আপে মৃত্যু হয় নির্যাতিতার বাবার । পুলিশের বিরুদ্ধে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ৷
রায়বরেলি থেকে একটি গাড়িতে করে ফিরছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা । পথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারলে নির্যাতিতার মাসি এবং কাকিমার মৃত্যু হয় । গুরুতর আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী ৷ এই ঘটনায় ফের অভিযোগ উঠেছিল, নিছক দুর্ঘটনা নয়, নির্যাতিতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ এদিকে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের মৃত্যু হয় দিল্লির একটি হাসপাতালে । মনোজ কুলদীপের ভাই ৷ ধর্ষণের ঘটনায় অভিযু্ক্ত ছিল সেও ৷