ETV Bharat / bharat

চাপের মুখে নতিস্বীকার, কুলভূষণকে কনসুলার অ্যাকসেস - India Pakistan relation

আজ দক্ষিণ এশিয়ার ডিরেক্টর জেনেরাল ও পাকিস্তানের বিদেশ সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হয় । দিল্লি জানায়, তাঁর সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে । সূত্রের খবর, 20 জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমাও । যার 12 ঘণ্টা পেরতে না পেরতেই ইসলামাবাদের এই সিদ্ধান্ত ।

কুলভূষণ যাদব
কুলভূষণ যাদব
author img

By

Published : Jul 16, 2020, 6:28 PM IST

দিল্লি, 16 জুলাই : চাপের কাছে নতি স্বীকার । কুলভূষণ যাদবের সঙ্গে দিল্লির প্রতিনিধিদের দেখা করার অনুমতি দিল ইসলামাবাদ । এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কনসুলার অ্যাকসেস পেলেন কুলভূষণ যাদব । আজ, ভারতীয় সময় বিকেল 4টের সময় এই অ্যাকসেস দেওয়া হয়েছে । তাঁর কাছে হাই কমিশনে দু'জন সদস্যই যেতে পারবে বলে জানা গেছে । সেই মতো, আজ বিকেলে কুলভূষণের সঙ্গে দেখা করেন ভারতীয় প্রতিনিধিরা ।

দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ । তারপর আজ তাঁর সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে বলে জানায় ভারতের । সূত্রের খবর, 20 জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমাও ।

যার 12 ঘণ্টা পেরতে না পেরতেই ইসলামাবাদের এই সিদ্ধান্ত ।

সূত্রের খবর, এই কনসুলার অ্যাকসেসের সময় কুলভূষণকে ইংরাজি ভাষায় কথা বলা জন্য জোর করতে পারবে না পাকিস্তান ।

2017 সালের এপ্রিলে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের সেনা আদালত । তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল । এরপরই ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ICJ) আবদেন করা হয় । ভারত অভিযোগ জানায়, কুলভূষণের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না পাকিস্তান । তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয় । পরে মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেয় ICJ ।

2019 সালের জুলাইয়ে কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয় । বলা হয়, কোনও দেরি না করে তাঁর সঙ্গে ভারতকে যোগাযোগ করতে দিতে হবে । সেসময় সেসময় প্রথমবার কনসুলার অ্যাকসেস পায় দিল্লি ।

গত সপ্তাহে পাকিস্তানের তরফে জানানো হয়, ইসালামাদ হাইকোর্টে রায় খতিয়ে দেখার জন্য পুনরায় আবেদন করতে অস্বীকার করেছেন কুলভূষণ । যদিও এই কথা মানতে চায়নি ভারত । পাকিস্তানের এই দাবিকে "প্রহসন" বলে উল্লেখ করা হয় । বলা হয়, "নিজের অধিকারকে গুরুত্ব না দেওয়ার জন্য কুলভূষণকে জোর করা হয়েছে । "

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে বলেন, "এই মুহূর্তে আমরা আইনি পদক্ষেপ করছি । একজন ভারতীয়র জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করব । "

আজ দক্ষিণ এশিয়ার ডিরেক্টর জেনেরাল ও পাকিস্তানের বিদেশ সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকও হয় ।

দিল্লি, 16 জুলাই : চাপের কাছে নতি স্বীকার । কুলভূষণ যাদবের সঙ্গে দিল্লির প্রতিনিধিদের দেখা করার অনুমতি দিল ইসলামাবাদ । এই নিয়ে দ্বিতীয়বারের জন্য কনসুলার অ্যাকসেস পেলেন কুলভূষণ যাদব । আজ, ভারতীয় সময় বিকেল 4টের সময় এই অ্যাকসেস দেওয়া হয়েছে । তাঁর কাছে হাই কমিশনে দু'জন সদস্যই যেতে পারবে বলে জানা গেছে । সেই মতো, আজ বিকেলে কুলভূষণের সঙ্গে দেখা করেন ভারতীয় প্রতিনিধিরা ।

দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ । তারপর আজ তাঁর সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে বলে জানায় ভারতের । সূত্রের খবর, 20 জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমাও ।

যার 12 ঘণ্টা পেরতে না পেরতেই ইসলামাবাদের এই সিদ্ধান্ত ।

সূত্রের খবর, এই কনসুলার অ্যাকসেসের সময় কুলভূষণকে ইংরাজি ভাষায় কথা বলা জন্য জোর করতে পারবে না পাকিস্তান ।

2017 সালের এপ্রিলে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের সেনা আদালত । তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল । এরপরই ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ICJ) আবদেন করা হয় । ভারত অভিযোগ জানায়, কুলভূষণের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না পাকিস্তান । তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয় । পরে মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেয় ICJ ।

2019 সালের জুলাইয়ে কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয় । বলা হয়, কোনও দেরি না করে তাঁর সঙ্গে ভারতকে যোগাযোগ করতে দিতে হবে । সেসময় সেসময় প্রথমবার কনসুলার অ্যাকসেস পায় দিল্লি ।

গত সপ্তাহে পাকিস্তানের তরফে জানানো হয়, ইসালামাদ হাইকোর্টে রায় খতিয়ে দেখার জন্য পুনরায় আবেদন করতে অস্বীকার করেছেন কুলভূষণ । যদিও এই কথা মানতে চায়নি ভারত । পাকিস্তানের এই দাবিকে "প্রহসন" বলে উল্লেখ করা হয় । বলা হয়, "নিজের অধিকারকে গুরুত্ব না দেওয়ার জন্য কুলভূষণকে জোর করা হয়েছে । "

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে বলেন, "এই মুহূর্তে আমরা আইনি পদক্ষেপ করছি । একজন ভারতীয়র জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করব । "

আজ দক্ষিণ এশিয়ার ডিরেক্টর জেনেরাল ও পাকিস্তানের বিদেশ সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকও হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.