কোঝিকোড়, 8 অগাস্ট : কোঝিকোড় বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া এক শিশুকে তার মা - বাবার হাতে তুলে দিল এক পুলিশ ৷ ওই পুলিশ অফিসারের নাম সাবির আলি ৷ তিনি মালাপ্পুরম পুলিশে কর্মরত ৷
দুর্ঘটনাস্থান থেকে ওই শিশুটিকে জখম অবস্থায় খুঁজে পায় উদ্ধারকারীরা ৷ এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তারপর থেকেই শিশুটির ব্যাপারে তথ্য ও শিশুটির ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় তার পরিবারের খোঁজে ৷ আজ ওই শিশুটির মা-বাবা যোগাযোগ করে পুলিশের সঙ্গে ৷ এরপর পুলিশের তরফে অফিসার সাবির আলি শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেয় ৷
বন্দে ভারত মিশনে দুবাই থেকে কালিকট ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX-1344, B 737 ৷ গত সন্ধেয় 7টা 40 মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি । মৃত্যু হয় পাইলট-সহ 18 জনের ।