ETV Bharat / bharat

বেদ ও উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ : কেশরীনাথ ত্রিপাঠী

বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে 10 দিনের এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেখানে তিনি জানান, বেদ ও উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ ।

কেশরীনাথ ত্রিপাঠী
author img

By

Published : Jul 10, 2019, 11:59 PM IST

বারাণসী, 10 জুলাই : বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে "প্রাচ্য বিদ্যায় অনুপযুক্ত অনুসন্ধান প্রবণতা" বিষয়ক 10 দিনের এক কর্মশালা আজ শুরু হয় । সেই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । এছাড়া উপস্থিত ছিলেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিরধর মালব্য ।

কর্মশালাটি প্রতিদিন দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে । প্রতিদিন দুটি করে বিষয়ের উপর ভাষণ দেওয়া হবে । আজ বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কর্মশালার সূচনা হয় । পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা নিজেদের বক্তব্য রাখেন ।

কেশরীনাথ ত্রিপাঠী সাংবাদিকদের মুখোমখি হয়ে বলেন, "মানুষ এখন স্বীকার করতে শুরু করেছে যে, বিশ্বের যে শ্রেষ্ঠ জ্ঞান তার মূল উৎস ভারত । ভারতের বেদ, উপনিষদ ও অন্যান্য সমস্ত প্রাচ্য বিদ্যার বিষয়ে আরও বেশি অনুসন্ধান করা উচিত । এই অনুসন্ধান নতুন নতুন পথ দেখাবে । নতুন নতুন বিষয় আবিষ্কার হবে । তাই আমার মতে বেদ এবং উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান । "

বারাণসী, 10 জুলাই : বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে "প্রাচ্য বিদ্যায় অনুপযুক্ত অনুসন্ধান প্রবণতা" বিষয়ক 10 দিনের এক কর্মশালা আজ শুরু হয় । সেই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । এছাড়া উপস্থিত ছিলেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিরধর মালব্য ।

কর্মশালাটি প্রতিদিন দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে । প্রতিদিন দুটি করে বিষয়ের উপর ভাষণ দেওয়া হবে । আজ বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কর্মশালার সূচনা হয় । পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা নিজেদের বক্তব্য রাখেন ।

কেশরীনাথ ত্রিপাঠী সাংবাদিকদের মুখোমখি হয়ে বলেন, "মানুষ এখন স্বীকার করতে শুরু করেছে যে, বিশ্বের যে শ্রেষ্ঠ জ্ঞান তার মূল উৎস ভারত । ভারতের বেদ, উপনিষদ ও অন্যান্য সমস্ত প্রাচ্য বিদ্যার বিষয়ে আরও বেশি অনুসন্ধান করা উচিত । এই অনুসন্ধান নতুন নতুন পথ দেখাবে । নতুন নতুন বিষয় আবিষ্কার হবে । তাই আমার মতে বেদ এবং উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান । "

New Delhi, July 10 (ANI): Former first lady of the US, Michelle Obama, remembered Disney star Cameron Boyce who passed away on Saturday (local time). She expressed her emotions in a touching post on Twitter where Michelle shared that she had the luck of meeting the actor at the White House 'on a service project'. She posted an adorable picture with the young boy. Not only the former first lady but scores of celebrities mourned the demise of Boyce including actor Adam Sandler who shared screen space with him as his father in 2010 film 'Grown Ups'. The 20-year-old died in sleep 'due to a seizure which was a result of an ongoing medical condition'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.