তিরুবনন্তপুরম, 3 অগাস্ট : IAS অফিসারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কেরালার এক মালায়লম সংবাদপত্রের বিউরো চিফের । মৃত সাংবাদিকের নাম কে এম বাসির । অভিযুক্ত শ্রীরাম ভেঙ্কিটারামনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে পুলিশ অনিচ্ছাকৃত হত্যা ও বেপরোয়া গাড়ি চালানোর মামলা রুজু করেছে । দুর্ঘটনায় মৃত সাংবাদিককে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিরোধী দলের নেতা রমেশ ছেন্নিথালা ।
অভিযোগ, গতরাত 1টা 35 মিনিটের সময় কাজ থেকে বাড়ি ফিরছিলেন বাসির । সেই সময় IAS অফিসার শ্রীরাম ভেঙ্কিটারামন বেপরোয়া গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারেন ওই সাংবাদিককের বাইকে । ঘটনাস্থানেই মারা যান বাসির । বাসিরের বাড়িতে স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে ।
অভিযুক্ত IAS অফিসার শ্রীরাম ভেঙ্কিটারামন 2012 সালের ব্যাচের অফিসার । এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় গাড়িতে ভেঙ্করামন ছাড়াও এক মহিলা ছিলেন । এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ভেঙ্কিটারামনের প্রাথমিক বয়ানে অসঙ্গতি থাকায় তাঁর রক্তের নমুনা চাওয়া হয় । কিন্তু সে তা দিতে অস্বীকার করে । পরে অবশ্য সেই নমুনা সে দেয় । সব দিক খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকায় শ্রীরাম ভেঙ্কিটারামন রক্তের নমুনা দিতে অস্বীকার করছিলেন ।
এদিকে কেরাল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানকে চিঠি লিখেছে ।