ETV Bharat / bharat

সাংবাদিককে গাড়ি ধাক্কা দিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার IAS অফিসার - K Muhammed Basheer

IAS অফিসারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কেরালার এক মালায়লম সংবাদপত্রের বিউরো চিফের । অভিযুক্ত শ্রীরাম ভেঙ্কিটারামনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ ।

কে এম বাসির
author img

By

Published : Aug 3, 2019, 7:16 PM IST

তিরুবনন্তপুরম, 3 অগাস্ট : IAS অফিসারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কেরালার এক মালায়লম সংবাদপত্রের বিউরো চিফের । মৃত সাংবাদিকের নাম কে এম বাসির । অভিযুক্ত শ্রীরাম ভেঙ্কিটারামনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে পুলিশ অনিচ্ছাকৃত হত্যা ও বেপরোয়া গাড়ি চালানোর মামলা রুজু করেছে । দুর্ঘটনায় মৃত সাংবাদিককে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিরোধী দলের নেতা রমেশ ছেন্নিথালা ।

অভিযোগ, গতরাত 1টা 35 মিনিটের সময় কাজ থেকে বাড়ি ফিরছিলেন বাসির । সেই সময় IAS অফিসার শ্রীরাম ভেঙ্কিটারামন বেপরোয়া গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারেন ওই সাংবাদিককের বাইকে । ঘটনাস্থানেই মারা যান বাসির । বাসিরের বাড়িতে স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে ।

অভিযুক্ত IAS অফিসার শ্রীরাম ভেঙ্কিটারামন 2012 সালের ব্যাচের অফিসার । এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় গাড়িতে ভেঙ্করামন ছাড়াও এক মহিলা ছিলেন । এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ভেঙ্কিটারামনের প্রাথমিক বয়ানে অসঙ্গতি থাকায় তাঁর রক্তের নমুনা চাওয়া হয় । কিন্তু সে তা দিতে অস্বীকার করে । পরে অবশ্য সেই নমুনা সে দেয় । সব দিক খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকায় শ্রীরাম ভেঙ্কিটারামন রক্তের নমুনা দিতে অস্বীকার করছিলেন ।

এদিকে কেরাল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানকে চিঠি লিখেছে ।

তিরুবনন্তপুরম, 3 অগাস্ট : IAS অফিসারের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কেরালার এক মালায়লম সংবাদপত্রের বিউরো চিফের । মৃত সাংবাদিকের নাম কে এম বাসির । অভিযুক্ত শ্রীরাম ভেঙ্কিটারামনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাঁর বিরুদ্ধে পুলিশ অনিচ্ছাকৃত হত্যা ও বেপরোয়া গাড়ি চালানোর মামলা রুজু করেছে । দুর্ঘটনায় মৃত সাংবাদিককে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিরোধী দলের নেতা রমেশ ছেন্নিথালা ।

অভিযোগ, গতরাত 1টা 35 মিনিটের সময় কাজ থেকে বাড়ি ফিরছিলেন বাসির । সেই সময় IAS অফিসার শ্রীরাম ভেঙ্কিটারামন বেপরোয়া গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারেন ওই সাংবাদিককের বাইকে । ঘটনাস্থানেই মারা যান বাসির । বাসিরের বাড়িতে স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে ।

অভিযুক্ত IAS অফিসার শ্রীরাম ভেঙ্কিটারামন 2012 সালের ব্যাচের অফিসার । এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় গাড়িতে ভেঙ্করামন ছাড়াও এক মহিলা ছিলেন । এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ভেঙ্কিটারামনের প্রাথমিক বয়ানে অসঙ্গতি থাকায় তাঁর রক্তের নমুনা চাওয়া হয় । কিন্তু সে তা দিতে অস্বীকার করে । পরে অবশ্য সেই নমুনা সে দেয় । সব দিক খতিয়ে দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকায় শ্রীরাম ভেঙ্কিটারামন রক্তের নমুনা দিতে অস্বীকার করছিলেন ।

এদিকে কেরাল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানকে চিঠি লিখেছে ।

Shimla (Himachal Pradesh), Aug 03 (ANI): Apple farmers in Himachal Pradesh are making good profit from both new and traditional varieties of apples in the backdrop of increased demand in the market this year. Traditional varieties are beating the demand of international varieties of apple. The apple farmers in rural Shimla, Kinnaur and Kullu districts are expecting good prices this season. Numerous apple farmers are dependent on the sale of fruit for their yearly revenue. Since the demand of imported apples has lessened, traditional varieties are expected to gain revenue.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.