ETV Bharat / bharat

অনলাইন জুয়া নিয়ে আদালতের নোটিস বিরাট-তামান্নাদের - অনলাইন জুয়া নিয়ে আদালতের নোটিস বিরাট-তামান্নাদের

অনলাইন জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের নোটিস দিল কেরল হাই কোর্ট৷ ওই ব্র্যান্ড অ্যাম্বাসডরদের 10 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে৷ এই নিয়ে কেরল সরকারকেও নোটিস দিয়েছে হাই কোর্ট৷

অনলাইন জুয়া নিয়ে আদালতের নোটিস বিরাট-তামান্নাদের
অনলাইন জুয়া নিয়ে আদালতের নোটিস বিরাট-তামান্নাদের
author img

By

Published : Jan 27, 2021, 3:41 PM IST

এর্নাকুলাম, 27 জানুয়ারি : অনলাইন জুয়া নিয়ে নোটিস জারি করল কেরালা উচ্চ আদালত ৷ বুধবার অনলাইন জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের জন্য নোটিস দিল কেরালার হাই কোর্ট৷ তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা অজু ভার্গিজ৷ এই নিয়ে কেরালা সরকারকেও নোটিস দিয়েছে হাই কোর্ট৷

অনলাইন জুয়ার বৈধতা নিয়ে কেরালা হাই কোর্টে একটি মামলা হয়৷ সেই মামলার প্রেক্ষিতেই এই নোটিস জারি হয়েছে৷ ওই ব্র্যান্ড অ্যাম্বাসডরদের 10 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে৷ অনলাইন জুয়া বন্ধ করতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডররা প্রচার করায় এর আগে তামিলনাড়ুর মাদ্রাজ হাই কোর্টেও একটি জনস্বার্থ মামলা হয়েছিল৷ ওই মামলাতেও কোহলি, তামান্না-সহ একাধিক সেলিব্রিটিকে নোটিস দিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট৷

আরও পড়ুন : অহিংস, শান্তিপূর্ণ আন্দোলনকে সম্মান করা জরুরি : রাষ্ট্রসংঘ

এই ধরনের জুয়া মানুষের উপর প্রভাবিত করে৷ অনেক ক্ষেত্রে যাঁরা খেলছেন, তাঁদের ক্ষতিও হয়ে যায়৷ এসব জানা সত্ত্বেও কেন সেলিব্রিটিরা এই ধরনের অনলাইন জুয়ার প্রচার করে, সেই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে৷ এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, সেলিব্রিটিরা মানুষের ভালোর চেয়ে নিজেদের পকেট ভরার দিকে বেশি করে নজর দেন৷

এর্নাকুলাম, 27 জানুয়ারি : অনলাইন জুয়া নিয়ে নোটিস জারি করল কেরালা উচ্চ আদালত ৷ বুধবার অনলাইন জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের জন্য নোটিস দিল কেরালার হাই কোর্ট৷ তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা অজু ভার্গিজ৷ এই নিয়ে কেরালা সরকারকেও নোটিস দিয়েছে হাই কোর্ট৷

অনলাইন জুয়ার বৈধতা নিয়ে কেরালা হাই কোর্টে একটি মামলা হয়৷ সেই মামলার প্রেক্ষিতেই এই নোটিস জারি হয়েছে৷ ওই ব্র্যান্ড অ্যাম্বাসডরদের 10 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে৷ অনলাইন জুয়া বন্ধ করতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডররা প্রচার করায় এর আগে তামিলনাড়ুর মাদ্রাজ হাই কোর্টেও একটি জনস্বার্থ মামলা হয়েছিল৷ ওই মামলাতেও কোহলি, তামান্না-সহ একাধিক সেলিব্রিটিকে নোটিস দিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট৷

আরও পড়ুন : অহিংস, শান্তিপূর্ণ আন্দোলনকে সম্মান করা জরুরি : রাষ্ট্রসংঘ

এই ধরনের জুয়া মানুষের উপর প্রভাবিত করে৷ অনেক ক্ষেত্রে যাঁরা খেলছেন, তাঁদের ক্ষতিও হয়ে যায়৷ এসব জানা সত্ত্বেও কেন সেলিব্রিটিরা এই ধরনের অনলাইন জুয়ার প্রচার করে, সেই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে৷ এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, সেলিব্রিটিরা মানুষের ভালোর চেয়ে নিজেদের পকেট ভরার দিকে বেশি করে নজর দেন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.