তিরুবনন্তপুরম, 31 ডিসেম্বর : কেরালা বিধানসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব ৷ প্রথম থেকেই কেরালা সরকার CAA-র বিরোধিতা করে এসেছে ৷ কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করলেও রাজ্যে তা লাগু করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ সেই মতো আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব রাখা হয় ৷ পরে তা পাশ হয় ৷ আজ বিধানসভায় একদিনের একটি বিশেষ অধিবেশন ডাকা হয় । লোকসভা ও বিধানসভায় তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের মেয়াদ আরও এক দশকের জন্য বাড়ানোর লক্ষ্যে এই অধিবেশন ডাকা হয়েছিল ৷ সেখানেই CAA বিরোধী প্রস্তাব পাশ হয় ৷
বিধানসভায় এই প্রস্তাব রাখার সময় বিজয়ন বলেন, CAA ধর্মনিরপেক্ষতায় আঘাত হানছে ৷ তিনি বলেন, "সংবিধানের মৌলিকতা ও মূল্যবোধের উপর আঘাত করছে এই আইন ৷ দেশের মানুষ এই আইন নিয়ে চিন্তিত ৷ সাধারণের কথা ভেবে ও দেশের সংবিধানের দিকে তাকিয়ে এই আইন কার্যকর করা থেকে কেন্দ্রীয় সরকারকে বিরত থাকতে হবে ৷" CAA-র ফলে গোটা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি করেন বিজয়ন ৷ তাঁর আরও আশ্বাস, কেরলে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না ৷
বিজয়ন যখন CAA বিরোধী প্রস্তাব দেন তখন তার বিরোধিতা করেন কেরালা বিধানসভায় একমাত্র BJP সদস্য ও রাজাগোপাল ৷ লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পর তার বিরোধিতা বিধানসভায় কেন হচ্ছে ? সেই প্রশ্ন তোলেন তিনি ৷
প্রসঙ্গত রাজ্যসভায় পাশ হওয়ার পর CAA-র বিরোধিতায় দেশজুড়ে অশান্তি ছড়ায় ৷ কেরালা, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের সরকার জানিয়ে দেয় তারা CAA বলবৎ করবে না ৷