ETV Bharat / bharat

কেরালা বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ - CAA বিরোধী প্রস্তাব পাশ কেরালা

তবে কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করলেও রাজ্যে তা লাগু করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । তিনি বলেন, "সংবিধানের মৌলিকতা ও মূল্যবোধের উপর আঘাত করছে এই আইন ৷ দেশের মানুষ এই আইন নিয়ে চিন্তিত ৷ সাধারণের কথা ভেবে ও দেশের সংবিধানের দিকে তাকিয়ে এই আইন কার্যকর করা থেকে কেন্দ্রীয় সরকারকে বিরত থাকতে হবে ৷"

image
কেরালা বিধানসভা
author img

By

Published : Dec 31, 2019, 6:56 PM IST


তিরুবনন্তপুরম, 31 ডিসেম্বর : কেরালা বিধানসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব ৷ প্রথম থেকেই কেরালা সরকার CAA-র বিরোধিতা করে এসেছে ৷ কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করলেও রাজ্যে তা লাগু করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ সেই মতো আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব রাখা হয় ৷ পরে তা পাশ হয় ৷ আজ বিধানসভায় একদিনের একটি বিশেষ অধিবেশন ডাকা হয় । লোকসভা ও বিধানসভায় তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের মেয়াদ আরও এক দশকের জন্য বাড়ানোর লক্ষ্যে এই অধিবেশন ডাকা হয়েছিল ৷ সেখানেই CAA বিরোধী প্রস্তাব পাশ হয় ৷

বিধানসভায় এই প্রস্তাব রাখার সময় বিজয়ন বলেন, CAA ধর্মনিরপেক্ষতায় আঘাত হানছে ৷ তিনি বলেন, "সংবিধানের মৌলিকতা ও মূল্যবোধের উপর আঘাত করছে এই আইন ৷ দেশের মানুষ এই আইন নিয়ে চিন্তিত ৷ সাধারণের কথা ভেবে ও দেশের সংবিধানের দিকে তাকিয়ে এই আইন কার্যকর করা থেকে কেন্দ্রীয় সরকারকে বিরত থাকতে হবে ৷" CAA-র ফলে গোটা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি করেন বিজয়ন ৷ তাঁর আরও আশ্বাস, কেরলে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না ৷

বিজয়ন যখন CAA বিরোধী প্রস্তাব দেন তখন তার বিরোধিতা করেন কেরালা বিধানসভায় একমাত্র BJP সদস্য ও রাজাগোপাল ৷ লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পর তার বিরোধিতা বিধানসভায় কেন হচ্ছে ? সেই প্রশ্ন তোলেন তিনি ৷

প্রসঙ্গত রাজ্যসভায় পাশ হওয়ার পর CAA-র বিরোধিতায় দেশজুড়ে অশান্তি ছড়ায় ৷ কেরালা, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের সরকার জানিয়ে দেয় তারা CAA বলবৎ করবে না ৷


তিরুবনন্তপুরম, 31 ডিসেম্বর : কেরালা বিধানসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব ৷ প্রথম থেকেই কেরালা সরকার CAA-র বিরোধিতা করে এসেছে ৷ কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করলেও রাজ্যে তা লাগু করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ সেই মতো আজ বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব রাখা হয় ৷ পরে তা পাশ হয় ৷ আজ বিধানসভায় একদিনের একটি বিশেষ অধিবেশন ডাকা হয় । লোকসভা ও বিধানসভায় তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের মেয়াদ আরও এক দশকের জন্য বাড়ানোর লক্ষ্যে এই অধিবেশন ডাকা হয়েছিল ৷ সেখানেই CAA বিরোধী প্রস্তাব পাশ হয় ৷

বিধানসভায় এই প্রস্তাব রাখার সময় বিজয়ন বলেন, CAA ধর্মনিরপেক্ষতায় আঘাত হানছে ৷ তিনি বলেন, "সংবিধানের মৌলিকতা ও মূল্যবোধের উপর আঘাত করছে এই আইন ৷ দেশের মানুষ এই আইন নিয়ে চিন্তিত ৷ সাধারণের কথা ভেবে ও দেশের সংবিধানের দিকে তাকিয়ে এই আইন কার্যকর করা থেকে কেন্দ্রীয় সরকারকে বিরত থাকতে হবে ৷" CAA-র ফলে গোটা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি করেন বিজয়ন ৷ তাঁর আরও আশ্বাস, কেরলে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না ৷

বিজয়ন যখন CAA বিরোধী প্রস্তাব দেন তখন তার বিরোধিতা করেন কেরালা বিধানসভায় একমাত্র BJP সদস্য ও রাজাগোপাল ৷ লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পর তার বিরোধিতা বিধানসভায় কেন হচ্ছে ? সেই প্রশ্ন তোলেন তিনি ৷

প্রসঙ্গত রাজ্যসভায় পাশ হওয়ার পর CAA-র বিরোধিতায় দেশজুড়ে অশান্তি ছড়ায় ৷ কেরালা, পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের সরকার জানিয়ে দেয় তারা CAA বলবৎ করবে না ৷

New Delhi, Dec 31 (ANI): Equity benchmark indices were subdued during early hours on Tuesday, the last trading session of 2019, with experts saying the market is likely to remain range-bound in the absence of any major triggers. At 10:15 am, the BSE S and P Sensex was down by 137 points to 41,421 while the Nifty 50 edged lower by 38 points at 12,218. Sectoral indices at the National Stock Exchange were mixed with Nifty IT down by 0.6 per cent, private bank by 0.5 per cent and auto by 0.4 per cent. Nifty realty ticked up by 0.25 per cent. Among stocks, Tech Mahindra fell by 1.76 per cent to Rs 768.95 per share while Wipro slipped by 0.78 per cent. Eicher Motors was down by 0.9 per cent and Hero MotoCorp by 0.8 per cent. The others which lost were IndusInd Bank, Kotak Mahindra Bank and HDFC. Those which showed marginal gains were Bharti Infratel, Coal India, Dr Reddy's, Hindustan Lever and Britannia. Meanwhile, Asian shares slipped, echoing falls on Wall Street, as investors locked in gains made since the United States and China reached a preliminary trade deal earlier this month. MSCI's broadest index of Asia Pacific shares outside Japan was down by 0.39 per cent, its weakest performance since December 4. Hong Kong's Hang Seng dropped by 0.32 per cent. Meanwhile, markets in Japan and South Korea were closed for a holiday. Reports said the White House's trade adviser said on Monday that the US-China phase one trade deal will likely be signed in the next week but the confirmation will come from President Donald Trump or the US Trade Representative.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.