মহারাষ্ট্র, 12 জুলাই: 22 বছর আগে ধার নিয়েছিলেন মাত্র 200 টাকা । সেই ধার শোধ করতে সুদূর কেনিয়া থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলেন কেনিয়ার পালার্মেন্টের সদস্য রিচার্ড ন্যায়াগাকা তোঙ্গি ।
কেনিয়ার MP রিচার্ড তোঙ্গিকে দেখে আপ্লুত ওয়াংখেড় নগরের বাসিন্দা কাশিনাথ গাওলি । রিচার্ড বলেন, "22 বছর আগে কলেজে পড়ার সময় এই পরিবার আমায় পাশে ছিল । বদলে কোনও টাকা নেয়নি । 200 টাকা ধার নিয়েছিলাম। সেটাই শোধ করলাম । "
আরও পড়ুন : বিনা ভিসায় ভারতে, গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার নাগরিক
1985-89 সালে মৌলানা আজাদ ম্যানেজমেন্ট কলেজে পড়ার সময়ের ছবি ফেসবুকে পোস্ট করেন রিচার্ড । পোস্টে তাঁর সঙ্গে দেখা যায় কাশিনাথকেও । তোঙ্গি আরও বলেন, " কলেজে পড়ার সময় আমার আর্থিক পরিস্থিতি ভালো ছিল না । তখন এই পরিবার আমাকে সাহায্য করেছিল । এখান থেকে কেনিয়া যাওয়ার সময় 200 টাকা ধার দিয়েছিলেন কাশিনাথ ।" গাওলির বাড়িতেই ভোজন সারেন কেনিয়ার সাংসদ ।
আরও পড়ুন : মোবাইল-মুক্তির আলো দেখাচ্ছে অমৃতসরের হাসপাতাল