ETV Bharat / bharat

200 টাকার ঋণ শোধ করতে মহারাষ্ট্রে এলেন কেনিয়ার MP - Aurangabad

22 বছর আগে ধার নিয়েছিলেন মাত্র 200 টাকা । সেই ধার শোধ করতে সুদূর কেনিয়া থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলেন কেনিয়ার MP ।

কাশিনাথ গাওলির সঙ্গে সস্ত্রীক রিচার্ড তোঙ্গি
author img

By

Published : Jul 12, 2019, 1:52 PM IST

মহারাষ্ট্র, 12 জুলাই: 22 বছর আগে ধার নিয়েছিলেন মাত্র 200 টাকা । সেই ধার শোধ করতে সুদূর কেনিয়া থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলেন কেনিয়ার পালার্মেন্টের সদস্য রিচার্ড ন্যায়াগাকা তোঙ্গি ।

কেনিয়ার MP রিচার্ড তোঙ্গিকে দেখে আপ্লুত ওয়াংখেড় নগরের বাসিন্দা কাশিনাথ গাওলি । রিচার্ড বলেন, "22 বছর আগে কলেজে পড়ার সময় এই পরিবার আমায় পাশে ছিল । বদলে কোনও টাকা নেয়নি । 200 টাকা ধার নিয়েছিলাম। সেটাই শোধ করলাম । "

আরও পড়ুন : বিনা ভিসায় ভারতে, গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার নাগরিক

1985-89 সালে মৌলানা আজাদ ম্যানেজমেন্ট কলেজে পড়ার সময়ের ছবি ফেসবুকে পোস্ট করেন রিচার্ড । পোস্টে তাঁর সঙ্গে দেখা যায় কাশিনাথকেও । তোঙ্গি আরও বলেন, " কলেজে পড়ার সময় আমার আর্থিক পরিস্থিতি ভালো ছিল না । তখন এই পরিবার আমাকে সাহায্য করেছিল । এখান থেকে কেনিয়া যাওয়ার সময় 200 টাকা ধার দিয়েছিলেন কাশিনাথ ।" গাওলির বাড়িতেই ভোজন সারেন কেনিয়ার সাংসদ ।

আরও পড়ুন : মোবাইল-মুক্তির আলো দেখাচ্ছে অমৃতসরের হাসপাতাল

মহারাষ্ট্র, 12 জুলাই: 22 বছর আগে ধার নিয়েছিলেন মাত্র 200 টাকা । সেই ধার শোধ করতে সুদূর কেনিয়া থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলেন কেনিয়ার পালার্মেন্টের সদস্য রিচার্ড ন্যায়াগাকা তোঙ্গি ।

কেনিয়ার MP রিচার্ড তোঙ্গিকে দেখে আপ্লুত ওয়াংখেড় নগরের বাসিন্দা কাশিনাথ গাওলি । রিচার্ড বলেন, "22 বছর আগে কলেজে পড়ার সময় এই পরিবার আমায় পাশে ছিল । বদলে কোনও টাকা নেয়নি । 200 টাকা ধার নিয়েছিলাম। সেটাই শোধ করলাম । "

আরও পড়ুন : বিনা ভিসায় ভারতে, গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার নাগরিক

1985-89 সালে মৌলানা আজাদ ম্যানেজমেন্ট কলেজে পড়ার সময়ের ছবি ফেসবুকে পোস্ট করেন রিচার্ড । পোস্টে তাঁর সঙ্গে দেখা যায় কাশিনাথকেও । তোঙ্গি আরও বলেন, " কলেজে পড়ার সময় আমার আর্থিক পরিস্থিতি ভালো ছিল না । তখন এই পরিবার আমাকে সাহায্য করেছিল । এখান থেকে কেনিয়া যাওয়ার সময় 200 টাকা ধার দিয়েছিলেন কাশিনাথ ।" গাওলির বাড়িতেই ভোজন সারেন কেনিয়ার সাংসদ ।

আরও পড়ুন : মোবাইল-মুক্তির আলো দেখাচ্ছে অমৃতসরের হাসপাতাল

New Delhi, July 10 (ANI): After 10 MLAs of the Congress and JD(S) filed a petition in the Supreme Court against the 'deliberate' delay in accepting their resignations by Karnataka Speaker Ramesh Kumar, the rebel legislators' representative Mukul Rohatgi said he is expecting the top court to take up the petition tomorrow. "The petition has been filed by 10 MLAs. They have resigned voluntarily and they are complaining that Speaker is not taking immediate decision and is deliberately delaying it for various reasons. So we have asked the Court to take up the petition immediately and I expect that the petition will come up tomorrow," Rohatgi told ANI.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.