ETV Bharat / bharat

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালে অনুমোদন ICMR-এর

author img

By

Published : Aug 16, 2020, 5:01 PM IST

অগাস্টের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল । গোটা দেশে সবমিলিয়ে 10 টি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য ।

Oxford vaccine trials
প্রতীকি ছবি

মুম্বই, 16 অগাস্ট : অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) । মুম্বইয়ের প্যারলে কিং এডওয়ার্ড মেমোরিয়াল ও মুম্বই সেন্ট্রালের বি ওয়াই এল নায়ার হাসপাতালকে অনুমোদন দেওয়া হয়েছে । অগাস্টের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল । 20 থেকে 50 বছরের মধ্যে যাঁদের বয়স, এমন 320 জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ।

বৃহন্মুম্বই পৌরনিগম ইতিমধ্যেই মানবদেহে ভ্যাকসিনের প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে । গোটা দেশে সবমিলিয়ে 10 টি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য । এর মধ্যে মুম্বইয়েরই দু'টি হাসপাতাল রয়েছে । সূত্রের খবর, পুণের বি জে মেডিকেল কলেজকেও বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের অংশ হিসেবে ।

মুম্বইয়ের ওই দুই হাসপাতাল এখন শুধু মহারাষ্ট্রের এথিক্যাল কমিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছে । বৃহন্মুম্বই পৌরনিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন, "দু'টি হাসপাতালের প্রতিটিতে 160 জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা করা হবে । যাঁদের উপর পরীক্ষা করা হবে, তাঁদের স্বাস্থ্যবান হতে হবে । কোনওরকম শারীরিক অসুস্থতা নেই এমন স্বেচ্ছাসেবকদের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন ।"

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বে প্রথম কোরোনা ভ্যাকসিন আনল রাশিয়া, দাবি পুতিনের

পরীক্ষামূলকভাবে প্রয়োগের আগে প্রত্যেকের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে । তাঁদের শরীরে কোরোনার কোনও অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হবে ।

অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে ভালো সাড়া মিলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । ব্রিটেনে জুলাই মাসে এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয় । যাঁদের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছিল, তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে । বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যান্সেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ভ্যাকসিন প্রয়োগে মাত্র 14 দিনের মধ্যে T-সেল উদ্দীপ্ত হয় । অ্যান্টিবডি তৈরি হয়েছে 28 দিনের মধ্যে ।

মুম্বই, 16 অগাস্ট : অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR) । মুম্বইয়ের প্যারলে কিং এডওয়ার্ড মেমোরিয়াল ও মুম্বই সেন্ট্রালের বি ওয়াই এল নায়ার হাসপাতালকে অনুমোদন দেওয়া হয়েছে । অগাস্টের শেষের দিকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল । 20 থেকে 50 বছরের মধ্যে যাঁদের বয়স, এমন 320 জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ।

বৃহন্মুম্বই পৌরনিগম ইতিমধ্যেই মানবদেহে ভ্যাকসিনের প্রয়োগের জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে । গোটা দেশে সবমিলিয়ে 10 টি মেডিকেল ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের জন্য । এর মধ্যে মুম্বইয়েরই দু'টি হাসপাতাল রয়েছে । সূত্রের খবর, পুণের বি জে মেডিকেল কলেজকেও বেছে নেওয়া হয়েছে এই পরীক্ষামূলক প্রয়োগের অংশ হিসেবে ।

মুম্বইয়ের ওই দুই হাসপাতাল এখন শুধু মহারাষ্ট্রের এথিক্যাল কমিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছে । বৃহন্মুম্বই পৌরনিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন, "দু'টি হাসপাতালের প্রতিটিতে 160 জন স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা করা হবে । যাঁদের উপর পরীক্ষা করা হবে, তাঁদের স্বাস্থ্যবান হতে হবে । কোনওরকম শারীরিক অসুস্থতা নেই এমন স্বেচ্ছাসেবকদের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন ।"

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বে প্রথম কোরোনা ভ্যাকসিন আনল রাশিয়া, দাবি পুতিনের

পরীক্ষামূলকভাবে প্রয়োগের আগে প্রত্যেকের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে । তাঁদের শরীরে কোরোনার কোনও অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হবে ।

অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে ভালো সাড়া মিলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । ব্রিটেনে জুলাই মাসে এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয় । যাঁদের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছিল, তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে । বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যান্সেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ভ্যাকসিন প্রয়োগে মাত্র 14 দিনের মধ্যে T-সেল উদ্দীপ্ত হয় । অ্যান্টিবডি তৈরি হয়েছে 28 দিনের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.