ETV Bharat / bharat

ভোটব্যাঙ্ক বাঁচাতেই কি 'টুকরে টুকরে' গ্যাংকে সমর্থন ? কেজরিওয়ালকে কটাক্ষ নাড্ডার

অমিত শাহর পর এবার কেজরিওয়াল সরকারকে কটাক্ষ BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার । নাড্ডা বলেন, ভোটব্যাঙ্কের জন্য যারা দেশ ভাঙতে চায় তাদের সমর্থন করছেন কেজরিওয়াল ।

author img

By

Published : Jan 27, 2020, 12:21 PM IST

ছবি
ছবি

দিল্লি, 27 জানুয়ারি : বিধানসভা নির্বাচন ঘিরে তপ্ত দিল্লির রাজনীতি । BJP নেতাদের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির সরকার পুরোপুরি ব্যর্থ । প্রতিশ্রুতি মতো কোনও কাজ হয়নি । এবার টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার । টুইটে নাড্ডার জিজ্ঞাসা, শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্যই কি যারা দেশ ভাঙতে চায় তাদের সমর্থন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ?

BJP-র সর্বভারতীয় সভাপতি অভিযোগ, "কানহাইয়া কুমার, উমর খলিদ ও অন্য দেশবিরোধী শক্তিরা রাষ্ট্রদোহের স্লোগান তুলছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠেছে 'ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গে' । দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার হুমকি দিচ্ছে তারা । আইন অনুযায়ী তদন্ত হয়েছে । এমনকী, গতবছর জানুয়ারিতে তারা চার্জশিট দাখিল করার জন্য প্রস্তুত ছিল । তারা এই টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করার জন্য কেজরিওয়ালের অনুমতি চেয়েছিল । এক বছর পেরিয়ে গেছে । কিন্তু এখনও কোনও অনুমতি মেলেনি।"

  • They sought Kejriwal’s permission to prosecute this tukde tukde gang but one year later, till y’day, no permission was granted. Kejriwal must tell Delhi why is he supporting those who want to break India? Is it because acting against these anti-nationals will hurt his vote bank?

    — Jagat Prakash Nadda (@JPNadda) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেজরিওয়ালকে কটাক্ষ করে টুইটে জেপি নাড্ডার বক্তব্য, ''যারা দেশ ভাঙতে চায় তাদের কেন সমর্থন করছেন কেজরিওয়াল, তা দিল্লিকে অবশ্যই জানানো উচিত তাঁর । নিজের ভোটব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হবে বলে কি এই কাজ করছেন তিনি?''

দিল্লি, 27 জানুয়ারি : বিধানসভা নির্বাচন ঘিরে তপ্ত দিল্লির রাজনীতি । BJP নেতাদের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির সরকার পুরোপুরি ব্যর্থ । প্রতিশ্রুতি মতো কোনও কাজ হয়নি । এবার টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার । টুইটে নাড্ডার জিজ্ঞাসা, শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্যই কি যারা দেশ ভাঙতে চায় তাদের সমর্থন করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ?

BJP-র সর্বভারতীয় সভাপতি অভিযোগ, "কানহাইয়া কুমার, উমর খলিদ ও অন্য দেশবিরোধী শক্তিরা রাষ্ট্রদোহের স্লোগান তুলছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠেছে 'ভারত তেরে টুকরে টুকরে হোঙ্গে' । দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার হুমকি দিচ্ছে তারা । আইন অনুযায়ী তদন্ত হয়েছে । এমনকী, গতবছর জানুয়ারিতে তারা চার্জশিট দাখিল করার জন্য প্রস্তুত ছিল । তারা এই টুকরে টুকরে গ্যাংয়ের বিরুদ্ধে মামলা করার জন্য কেজরিওয়ালের অনুমতি চেয়েছিল । এক বছর পেরিয়ে গেছে । কিন্তু এখনও কোনও অনুমতি মেলেনি।"

  • They sought Kejriwal’s permission to prosecute this tukde tukde gang but one year later, till y’day, no permission was granted. Kejriwal must tell Delhi why is he supporting those who want to break India? Is it because acting against these anti-nationals will hurt his vote bank?

    — Jagat Prakash Nadda (@JPNadda) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেজরিওয়ালকে কটাক্ষ করে টুইটে জেপি নাড্ডার বক্তব্য, ''যারা দেশ ভাঙতে চায় তাদের কেন সমর্থন করছেন কেজরিওয়াল, তা দিল্লিকে অবশ্যই জানানো উচিত তাঁর । নিজের ভোটব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হবে বলে কি এই কাজ করছেন তিনি?''

Hamilton (New Zealand), Jan 27 (ANI): After winning 2nd T20 against New Zealand, Team India is all set to once again lock horns with Kiwis. Team India arrived in New Zealand's Hamilton on January 27. Captain Virat Kohli and Vice Captain Rohit Sharma were seen outside the hotel where their team would stay ahead of the match. Coach Ravi Shastri also accompanied them. T20 series between India and New Zealand is a five-match series, where Team India is leading by two matches. The 2nd T20 match was won by 7 wickets by India.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.