ETV Bharat / bharat

সতর্কতা মেনে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা - কেদারনাথ মন্দির

মধ্য রাত 3 টে থেকে দরজা খোলার প্রক্রিয়া শুরু হয় । তারপর 6 টা 10 মিনিটে কেদারনাথ ভগবানের দরজা খুলে দেওয়া হয় ।

Kedarnath Temple
কেদারনাথ মন্দির
author img

By

Published : Apr 29, 2020, 12:30 PM IST

রুদ্রপ্রয়াদ(উত্তরাখণ্ড), 29 এপ্রিল : সমস্তরকম সতর্কতা অবলম্বন করে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা । আজ সকাল 6 টা 10 মিনিটে আচার-অনুষ্ঠান করে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় । সেইসময় মাত্র 16 জন উপস্থিত ছিলেন মন্দিরে । কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভক্তদের কেদারনাথ আসার অনুমতি দেওয়া হয়নি ।

মধ্য রাত 3 টে থেকে দরজা খোলার প্রক্রিয়া শুরু হয় । পুরোহিত শিবশংকর লিঙ্গ ও বেদপাঠক মন্দিরের দক্ষিণের দরজার পুজো করেন । তারপর মন্দিরের মুখ্য পরিসরে প্রবেশ করেন । মন্দিরের মুখ্য দ্বার খোলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভৈরবনাথের আহ্বান করা হয় । তারপর 6 টা 10 মিনিটে কেদারনাথ ভগবানের দরজা খুলে দেওয়া হয় । অন্যবার মন্দিরের দরজা খোলার কাজ করেন মুখ্য পুরোহিত ভীম শংকর। তিনি 14 দিনের জন্য কোয়ারানটিনে রয়েছেন । তাই এবছর মন্দির খোলার কাজ সম্পন্ন করেন পুরোহিত শিবশংকর লিঙ্গ । কেদারনাথের দরজা খুলতেই উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে তিনটির দরজা খুলে দেওয়া হয় ।

মন্দিরের দরজা খোলার অনুষ্ঠানে উত্তরাখণ্ড চার ধাম দেবস্থানম বোর্ডের বিডি সিং, তহশিলদার জয়বীর রাম বধাণী ও পুলিশ চৌকির দায়িত্বে থাকা মন্জুল রাবত উপস্থিত ছিলেন । মন্দিরের দরজা খুলে কেদারনাথের জলাভিষেক করেন পুরোহিত শিবশংকর । তারপর সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে রুদ্রাভিষেক সম্পন্ন করা হয় । ঋষিকেষের দানিদাতা সতীশ কালড়ার তরফে পাঠানো 10 কুইন্টাল গাঁদা, গোলাপ ও অন্যান্য ফুল দিয়ে কেদারনাথ মন্দির সাজানো হয় ।

কেদারনাথ মন্দিরের দরজা খোলা হলেও কোরোনার জন্য ভক্তদের আসার অনুমতি দেওয়া হয়নি । শুধুমাত্র পুজো-অর্চনা যাতে শুরু করা যায় তার জন্য দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে । আগের বছর 10 লাখের বেশি ভক্তের সমাগম হয়েছিল কেদারনাথে । গত বছর মন্দিরের দরজা খোলার প্রথম দিনই 25 হাজার লোক কেদারনাথ দর্শনে আসেন । তবে, এবছর তার কিছুই হয়নি । দরজা খোলার প্রক্রিয়ার সময়ও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে । তাছাড়া, মন্দিরে উপস্থিত প্রত্যেকেই মুখে মাস্ক পরেছিলেন ।

রুদ্রপ্রয়াদ(উত্তরাখণ্ড), 29 এপ্রিল : সমস্তরকম সতর্কতা অবলম্বন করে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা । আজ সকাল 6 টা 10 মিনিটে আচার-অনুষ্ঠান করে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় । সেইসময় মাত্র 16 জন উপস্থিত ছিলেন মন্দিরে । কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভক্তদের কেদারনাথ আসার অনুমতি দেওয়া হয়নি ।

মধ্য রাত 3 টে থেকে দরজা খোলার প্রক্রিয়া শুরু হয় । পুরোহিত শিবশংকর লিঙ্গ ও বেদপাঠক মন্দিরের দক্ষিণের দরজার পুজো করেন । তারপর মন্দিরের মুখ্য পরিসরে প্রবেশ করেন । মন্দিরের মুখ্য দ্বার খোলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভৈরবনাথের আহ্বান করা হয় । তারপর 6 টা 10 মিনিটে কেদারনাথ ভগবানের দরজা খুলে দেওয়া হয় । অন্যবার মন্দিরের দরজা খোলার কাজ করেন মুখ্য পুরোহিত ভীম শংকর। তিনি 14 দিনের জন্য কোয়ারানটিনে রয়েছেন । তাই এবছর মন্দির খোলার কাজ সম্পন্ন করেন পুরোহিত শিবশংকর লিঙ্গ । কেদারনাথের দরজা খুলতেই উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে তিনটির দরজা খুলে দেওয়া হয় ।

মন্দিরের দরজা খোলার অনুষ্ঠানে উত্তরাখণ্ড চার ধাম দেবস্থানম বোর্ডের বিডি সিং, তহশিলদার জয়বীর রাম বধাণী ও পুলিশ চৌকির দায়িত্বে থাকা মন্জুল রাবত উপস্থিত ছিলেন । মন্দিরের দরজা খুলে কেদারনাথের জলাভিষেক করেন পুরোহিত শিবশংকর । তারপর সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে রুদ্রাভিষেক সম্পন্ন করা হয় । ঋষিকেষের দানিদাতা সতীশ কালড়ার তরফে পাঠানো 10 কুইন্টাল গাঁদা, গোলাপ ও অন্যান্য ফুল দিয়ে কেদারনাথ মন্দির সাজানো হয় ।

কেদারনাথ মন্দিরের দরজা খোলা হলেও কোরোনার জন্য ভক্তদের আসার অনুমতি দেওয়া হয়নি । শুধুমাত্র পুজো-অর্চনা যাতে শুরু করা যায় তার জন্য দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে । আগের বছর 10 লাখের বেশি ভক্তের সমাগম হয়েছিল কেদারনাথে । গত বছর মন্দিরের দরজা খোলার প্রথম দিনই 25 হাজার লোক কেদারনাথ দর্শনে আসেন । তবে, এবছর তার কিছুই হয়নি । দরজা খোলার প্রক্রিয়ার সময়ও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে । তাছাড়া, মন্দিরে উপস্থিত প্রত্যেকেই মুখে মাস্ক পরেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.