ETV Bharat / bharat

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু, পাকিস্তানকে এক হাত নিয়ে মন্তব্য রাহুলের - trump

সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইশু বলে পাকিস্তানকে এক হাত নিলেন রাহুল গান্ধি ।

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু, পাকিস্তানকে এক হাত নিয়ে মন্তব্য রাহুলের
author img

By

Published : Aug 28, 2019, 5:07 PM IST

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই বিভিন্ন বিরোধী দলের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে । তার মধ্যে সব থেকে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । অবশ্য সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইশু বলে পাকিস্তানকে এক হাত নিলেন রাহুল গান্ধি । পাশাপাশি রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করে পাকিস্তান রাহুলের বক্তব্যকে উদ্ধৃত করায় পাকিস্তানের সমালোচনা করেছে কংগ্রেস ।

আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করেন, 'আমি অনেক বিষয়েই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করি । তবে পরিষ্কার করে জানাতে চাই যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় । পাকিস্তান সহ কোনও দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না ।' এরপর অপর একটি টুইটে কাশ্মীরে চলতে থাকা অশান্তি ও হিংসার ঘটনা পাকিস্তানের মদত ও উস্কানিতে হচ্ছে বলেও দাবি করেন রাহুল ।

এই টুইটের কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুর টুইট করেন, 'স্পট অন, চিফ ! এটিই হল ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল মতামত : জম্মু ও কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ ; আমরা 370 ধারা বাতিল করার পদ্ধতিটির বিরোধিতা করেছি কারণ যেভাবে এটা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে সেটি সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ছিল । আমাদের অবস্থান থেকে পাকিস্তানের কোনও স্বাচ্ছন্দ্য বোধ করার কারণ নেই ।'

এর আগে 370 ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের বিরোধিতা করেছিল কংগ্রেস ৷ কিন্তু, রাজ্যসভায় বিল পাশের পরই বিষয়টি নিয়ে কংগ্রেসের মধ্যেই বিভাজন স্পষ্ট হয় । লোকসভায় বিলটিকে সমর্থন করেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ দলের মনোভাব মেনে নিতে না পেরে পদত্যাগ করেছিলেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ ।

এদিকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত বারবারই জানিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । তা সত্ত্বেও সাম্প্রতিককালে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কাশ্মীর ইশুতে মধ্যস্থতায় রাজি । এমন কী ট্রাম্প দাবি করেন প্রধানমন্ত্রী মোদি তাঁকে কাশ্মীর ইশুতে মধ্যস্থতা করতে বলেন । এরপর ট্রাম্পের এই দাবি বিদেশমন্ত্রক নস্যাৎ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদি সরকারকে । ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয় সংসদ ।

তবে দু'দিন আগে G-7 সম্মেলনের সময় পার্শ্ববৈঠক করেন মোদি ও ট্রাম্প । সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷ দেশের মধ্যে কাশ্মীর নিয়ে সরকারবিরোধী মনোভাব পোষণ করলেও এবার একই কথা বলে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাহুল ।

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই বিভিন্ন বিরোধী দলের তোপের মুখে পড়তে হয়েছে সরকারকে । তার মধ্যে সব থেকে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । অবশ্য সংসদে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইশু বলে পাকিস্তানকে এক হাত নিলেন রাহুল গান্ধি । পাশাপাশি রাষ্ট্রসংঘে কাশ্মীর ইশু উত্থাপন করে পাকিস্তান রাহুলের বক্তব্যকে উদ্ধৃত করায় পাকিস্তানের সমালোচনা করেছে কংগ্রেস ।

আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করেন, 'আমি অনেক বিষয়েই সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করি । তবে পরিষ্কার করে জানাতে চাই যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় । পাকিস্তান সহ কোনও দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত না ।' এরপর অপর একটি টুইটে কাশ্মীরে চলতে থাকা অশান্তি ও হিংসার ঘটনা পাকিস্তানের মদত ও উস্কানিতে হচ্ছে বলেও দাবি করেন রাহুল ।

এই টুইটের কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুর টুইট করেন, 'স্পট অন, চিফ ! এটিই হল ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল মতামত : জম্মু ও কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ ; আমরা 370 ধারা বাতিল করার পদ্ধতিটির বিরোধিতা করেছি কারণ যেভাবে এটা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে সেটি সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী ছিল । আমাদের অবস্থান থেকে পাকিস্তানের কোনও স্বাচ্ছন্দ্য বোধ করার কারণ নেই ।'

এর আগে 370 ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের বিরোধিতা করেছিল কংগ্রেস ৷ কিন্তু, রাজ্যসভায় বিল পাশের পরই বিষয়টি নিয়ে কংগ্রেসের মধ্যেই বিভাজন স্পষ্ট হয় । লোকসভায় বিলটিকে সমর্থন করেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ দলের মনোভাব মেনে নিতে না পেরে পদত্যাগ করেছিলেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ ।

এদিকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত বারবারই জানিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । তা সত্ত্বেও সাম্প্রতিককালে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কাশ্মীর ইশুতে মধ্যস্থতায় রাজি । এমন কী ট্রাম্প দাবি করেন প্রধানমন্ত্রী মোদি তাঁকে কাশ্মীর ইশুতে মধ্যস্থতা করতে বলেন । এরপর ট্রাম্পের এই দাবি বিদেশমন্ত্রক নস্যাৎ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদি সরকারকে । ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয় সংসদ ।

তবে দু'দিন আগে G-7 সম্মেলনের সময় পার্শ্ববৈঠক করেন মোদি ও ট্রাম্প । সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷ দেশের মধ্যে কাশ্মীর নিয়ে সরকারবিরোধী মনোভাব পোষণ করলেও এবার একই কথা বলে নিজের অবস্থান পরিষ্কার করলেন রাহুল ।

Mumbai, Aug 28 (ANI): Bollywood actor Vicky Kaushal and Nora Fatehi attended a celebratory event in Mumbai on August 27. The event celebrated the success of Bhushan Kumar's T-Series new single 'Pachtaoge'. The song stars Vicky and Nora and is sung by Arijit Singh. The song has been trending on social media ever since its release. At the event, Vicky said, "Actually I am grateful to Bhushan sir for bringing this to me. We have been planning to collaborate on various occasions. But it could never happen before."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.