ETV Bharat / bharat

কাশ্মীরে নিকেশ লস্কর জঙ্গি - Encounter

সোপোরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ এক লস্কর-ই-তইবা জঙ্গি ৷ সংঘর্ষে জখম হয়েছেন দুই পুলিশকর্মী ৷

কাশ্মীরে নিকেশ লস্কর জঙ্গি
author img

By

Published : Sep 11, 2019, 11:09 AM IST

Updated : Sep 11, 2019, 12:08 PM IST

শ্রীনগর, 11 সেপ্টেম্বর : সোপোরে লস্কর-ই-তইবার এক শীর্ষ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ খতম জঙ্গির নাম আসিফ ৷ গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশকর্মীও ৷ জম্মু-কাশ্মীরের DGP জানান, জঙ্গির ছোড়া গ্রেনেড হামলায় জখম হয়েছেন তারা ৷

জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় রুটিনমাফিক তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী ৷ সোপোর এলাকায় তল্লাশি চলাকালীন নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ তখনই নিহত হয় আসিফ ৷ সোপোরে ফলবিক্রেতা পরিবারের 3 সদস্যের জখমের ঘটনায় সে জড়িত বলে জানিয়েছে পুলিশ ৷ সোপোরে সাফি আলম নামে এক শ্রমিককে গুলি ছোড়ার ঘটনায় জড়িয়েছে তার নাম ৷ দু বছরের কাশ্মিরী বালিকা আহত হয়েছিল এই জঙ্গিরই গুলিতে ৷ তারই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

গোয়েন্দা সূত্র জানাচ্ছে, সোপোরে ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে লস্করের একাধিক জঙ্গি । সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তাবাহিনী ৷ সোমবারই সোপোরের গোপন ডেরা থেকে আট লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে সেনা ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ।

শ্রীনগর, 11 সেপ্টেম্বর : সোপোরে লস্কর-ই-তইবার এক শীর্ষ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ খতম জঙ্গির নাম আসিফ ৷ গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশকর্মীও ৷ জম্মু-কাশ্মীরের DGP জানান, জঙ্গির ছোড়া গ্রেনেড হামলায় জখম হয়েছেন তারা ৷

জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় রুটিনমাফিক তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী ৷ সোপোর এলাকায় তল্লাশি চলাকালীন নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ পালটা জবাব দেন জওয়ানরা ৷ তখনই নিহত হয় আসিফ ৷ সোপোরে ফলবিক্রেতা পরিবারের 3 সদস্যের জখমের ঘটনায় সে জড়িত বলে জানিয়েছে পুলিশ ৷ সোপোরে সাফি আলম নামে এক শ্রমিককে গুলি ছোড়ার ঘটনায় জড়িয়েছে তার নাম ৷ দু বছরের কাশ্মিরী বালিকা আহত হয়েছিল এই জঙ্গিরই গুলিতে ৷ তারই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

গোয়েন্দা সূত্র জানাচ্ছে, সোপোরে ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে লস্করের একাধিক জঙ্গি । সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তাবাহিনী ৷ সোমবারই সোপোরের গোপন ডেরা থেকে আট লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করেছে সেনা ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ।

Agra (Uttar Pradesh)/ Aurangabad (Maharashtra)/ Leh (Ladakh), Sep 11 (ANI): The festival of Muharram was being observed by the Muslim community across the nation on September 10. Several processions were being taken out by both Shia and Sunni community in order to mark the holy day. Muslims all across the world begin the Islamic New Year with the month of Muharram which started on September 01 in 2019. People took out celebratory procession in Uttar Pradesh's Agra to mark the beginning of a new year in Islamic calendar. Meanwhile, thousands of people gathered in Maharashtra's Aurangabad and Ladakh's Leh to participate in the 'Ashura' processions. Muharram is the first month of Islam. Muharram commemorates the martyrdom of Imam Hussain Ali, the grandson of the Prophet Muhammad, who was killed in the Battle of Karbala in 680 AD. The tenth day of Muharram is known as the Day of Ashura. On this, as part of the Mourning of Muharram, Shia Muslims and Sunni Muslims practice faqa (partial fasting) on Ashura. Muharram is considered as the second most holy month after Ramzan.
Last Updated : Sep 11, 2019, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.