ETV Bharat / bharat

কাশ্মীর সবসময় সৎ মায়ের মতো আচরণ করেছে, বললেন লাদাখের সাংসদ - JAMMU AND KASHMIR REORGANISATION BILL

রাজ্যসভায় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল । এরপরই সরকারের এই বিল পেশের পদক্ষেপকে স্বাগত জানান লাদাখের BJP সাংসদ জময়ং সেরিং নমগয়াল ।

জময়ং সেরিং নমগয়াল
author img

By

Published : Aug 5, 2019, 8:16 PM IST

Updated : Aug 5, 2019, 11:43 PM IST

দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা ৷ পাশাপাশি রাজ্যসভায় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় । এরপরই সরকারের এই বিল পেশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে লাদাখের BJP সাংসদ জময়ং সেরিং নমগয়াল বলেন, "এত বছর ধরে লাদাখের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে কাশ্মীর । আমি লাদাখের জনগণের তরফে কেন্দ্রকে এই সিদ্ধান্তের জন্য স্বাগত জানাচ্ছি ।"

নমগয়াল আরও বলেন, "দীর্ঘ সময় ধরে কাশ্মীরের শোষণে আমাদের থাকতে হয়েছে । লাদাখের মানুষ বহুদিন ধরে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার দাবি জানিয়ে এসেছে । আজকে সেই ঐতিহাসিক সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নেওয়া হল । এই সিদ্ধান্তের ফলে এখন লাদাখে উন্নয়ন আসবে ।"

আরও পড়ুন : সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

পাশাপাশি বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, "যারা এই বিলের বিরোধিতা করছে তারা দেশের স্বার্থের কথা ভাবে না । তারা রাজনীতিতে এসেছে কেবল মাত্র ফ্যামিলি বিজ়নেস করতে । রাজনৈতিক দলগুলি কখনই লাদাখের স্বার্থের কথা ভাবেনি । জম্মু ও কাশ্মীর সরকার সব ক্ষেত্রেই লাদাখকে বঞ্চিত করে রেখেছিল ।"

আরও পড়ুন : পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করতে গিয়ে বলেন, "লাদাখ ডিভিশনে বহু মানুষ বাস করেন । তাঁরা খুব দুর্গম জায়গায় বসবাস করেন । তাঁদের অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না ।" তিনি আরও বলেন, "উন্নয়নের জন্যই লাদাখ ও কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷"

দিল্লি, 5 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা ৷ পাশাপাশি রাজ্যসভায় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেন জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল । পুনর্গঠন বিলে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় । এরপরই সরকারের এই বিল পেশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে লাদাখের BJP সাংসদ জময়ং সেরিং নমগয়াল বলেন, "এত বছর ধরে লাদাখের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে কাশ্মীর । আমি লাদাখের জনগণের তরফে কেন্দ্রকে এই সিদ্ধান্তের জন্য স্বাগত জানাচ্ছি ।"

নমগয়াল আরও বলেন, "দীর্ঘ সময় ধরে কাশ্মীরের শোষণে আমাদের থাকতে হয়েছে । লাদাখের মানুষ বহুদিন ধরে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার দাবি জানিয়ে এসেছে । আজকে সেই ঐতিহাসিক সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নেওয়া হল । এই সিদ্ধান্তের ফলে এখন লাদাখে উন্নয়ন আসবে ।"

আরও পড়ুন : সতর্কতামূলক ব্যবস্থা, আটক মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা

পাশাপাশি বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, "যারা এই বিলের বিরোধিতা করছে তারা দেশের স্বার্থের কথা ভাবে না । তারা রাজনীতিতে এসেছে কেবল মাত্র ফ্যামিলি বিজ়নেস করতে । রাজনৈতিক দলগুলি কখনই লাদাখের স্বার্থের কথা ভাবেনি । জম্মু ও কাশ্মীর সরকার সব ক্ষেত্রেই লাদাখকে বঞ্চিত করে রেখেছিল ।"

আরও পড়ুন : পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করতে গিয়ে বলেন, "লাদাখ ডিভিশনে বহু মানুষ বাস করেন । তাঁরা খুব দুর্গম জায়গায় বসবাস করেন । তাঁদের অনেক দিনের দাবি, যাতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় । তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সেখানে কোনও বিধানসভা থাকবে না ।" তিনি আরও বলেন, "উন্নয়নের জন্যই লাদাখ ও কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ৷"

Mumbai, Aug 05 (ANI): Bollywood celebrities and football certainly have a special connection. Celebs are often spotted indulging in playful competitiveness on Mumbai's football fields. Bollywood actors Abhishek Bachchan, Arjun Kapoor and several others were spotted kicking off another weekend game. The football match was played at Jamnabai Narsee Playground. Armaan Jain, Shabir Ahluwalia were also seen doing warm-up session.
Last Updated : Aug 5, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.