দিল্লি, 16 সেপ্টেম্বর : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জন্মদিন উপলক্ষে টুইটে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কার্তি চিদম্বরম । বাবাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেন কার্তি । টুইটে লেখেন, "আজ তুমি 74 বছরে পা দিচ্ছ । কোনও 56!!! তোমাকে আটকাতে পারবে না । তুমি কোনওদিন জমকালোভাবে জন্মদিন পালনে বিশ্বাসী ছিলে না । তবে দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা নানা ছোটো ছোটো বিষয় উদযাপন করি । আজ তুমি আমাদের সঙ্গে নেই । পরিবার ছাড়া তোমার জন্মদিনটা ফিকে হয়ে গেছে । আমরা সবাই তোমার অভাব অনুভব করছি । তবে সব কঠিন পরিস্থিতির মধ্যেও তোমার মনের জোর দেখে আমি অনুপ্রাণিত ।"
বর্তমানে চিদম্বরম বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন । INX মিডিয়া মামলায় 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে রাখার নির্দেশ দিয়েছিল CBI-র বিশেষ আদালত । 21 আগস্টে গ্রেপ্তার হওয়ার পর চিদাম্বরম 15 দিন CBI হেপাজতে ছিলেন ।
পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করেছেন ।
চিদম্বরমের বিরুদ্ধে রয়েছে এয়ারসেল-ম্যাক্সিস মামলাও । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিনে বাইরে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ।