ETV Bharat / bharat

"কোনও 56!!! তোমাকে আটকাতে পারবে না", জন্মদিনে চিদম্বরমকে টুইট ছেলের - supreme court

বাবাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেন কার্তি । টুইটে লেখেন, "আজ তুমি 74 বছরে পা দিচ্ছ । কোনও 56!!! তোমাকে আটকাতে পারবে না ।"

"কোনও 56!!! তোমাকে আটকাতে পারবে না", জন্মদিনে চিদম্বরমকে টুইট ছেলের
author img

By

Published : Sep 16, 2019, 3:59 PM IST

Updated : Sep 16, 2019, 4:20 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জন্মদিন উপলক্ষে টুইটে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কার্তি চিদম্বরম । বাবাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেন কার্তি । টুইটে লেখেন, "আজ তুমি 74 বছরে পা দিচ্ছ । কোনও 56!!! তোমাকে আটকাতে পারবে না । তুমি কোনওদিন জমকালোভাবে জন্মদিন পালনে বিশ্বাসী ছিলে না । তবে দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা নানা ছোটো ছোটো বিষয় উদযাপন করি । আজ তুমি আমাদের সঙ্গে নেই । পরিবার ছাড়া তোমার জন্মদিনটা ফিকে হয়ে গেছে । আমরা সবাই তোমার অভাব অনুভব করছি । তবে সব কঠিন পরিস্থিতির মধ্যেও তোমার মনের জোর দেখে আমি অনুপ্রাণিত ।"

বর্তমানে চিদম্বরম বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন । INX মিডিয়া মামলায় 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে রাখার নির্দেশ দিয়েছিল CBI-র বিশেষ আদালত । 21 আগস্টে গ্রেপ্তার হওয়ার পর চিদাম্বরম 15 দিন CBI হেপাজতে ছিলেন ।

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করেছেন ।

চিদম্বরমের বিরুদ্ধে রয়েছে এয়ারসেল-ম্যাক্সিস মামলাও । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিনে বাইরে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ।

দিল্লি, 16 সেপ্টেম্বর : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জন্মদিন উপলক্ষে টুইটে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কার্তি চিদম্বরম । বাবাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে টুইট করেন কার্তি । টুইটে লেখেন, "আজ তুমি 74 বছরে পা দিচ্ছ । কোনও 56!!! তোমাকে আটকাতে পারবে না । তুমি কোনওদিন জমকালোভাবে জন্মদিন পালনে বিশ্বাসী ছিলে না । তবে দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা নানা ছোটো ছোটো বিষয় উদযাপন করি । আজ তুমি আমাদের সঙ্গে নেই । পরিবার ছাড়া তোমার জন্মদিনটা ফিকে হয়ে গেছে । আমরা সবাই তোমার অভাব অনুভব করছি । তবে সব কঠিন পরিস্থিতির মধ্যেও তোমার মনের জোর দেখে আমি অনুপ্রাণিত ।"

বর্তমানে চিদম্বরম বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন । INX মিডিয়া মামলায় 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে তিহার সংশোধনাগারে রাখার নির্দেশ দিয়েছিল CBI-র বিশেষ আদালত । 21 আগস্টে গ্রেপ্তার হওয়ার পর চিদাম্বরম 15 দিন CBI হেপাজতে ছিলেন ।

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করেছেন ।

চিদম্বরমের বিরুদ্ধে রয়েছে এয়ারসেল-ম্যাক্সিস মামলাও । 2006 সালে 800 মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরম । প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি থেকে এ বিষয়ে অনুমোদনের কথা থাকলেও অর্থমন্ত্রক থেকে অবৈধভাবে অনুমতি দেওয়া হয় বলে দাবি CBI-এর । ওই চুক্তির ভিত্তিতে 3500 কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস সমঝোতা হয় । তবে এই মুহূর্তে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় আগাম জামিনে বাইরে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ।

Onboard, Sep 16 (ANI): Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy conducted aerial survey in state's East Godavari district on September 16. He conducted this survey after a boat capsized in the area on September 15. In this major tragedy, 11 people died when a tourist boat carrying 61 persons onboard capsized in the Godavari River near Devipatnam in Andhra Pradesh. Reddy has announced Rs 10 lakh ex-gratia for kin of deceased. Navy UH 3H helicopter took off from Rajmundary airport at 07:30 hours on September 16, carried out multiple searches from accident site at Devipatnam to Pollavaram. No survivors or bodies or debris of boat were sighted. Chetak helicopter is now conducting search in this regard.
Last Updated : Sep 16, 2019, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.