ETV Bharat / bharat

বোল্টের সঙ্গে তুলনা, SAI-তে ডাক পেল বাফেলো রেসার শ্রীনিবাস

মোষ দৌড়ে রেকর্ড গড়েছেন শ্রীনিবাস ৷ তাঁর সঙ্গে তুলনা শুরু হয়েছে বোল্টের ৷ সেই শ্রীনিবাসকে এবার ডাকা হল SAI-তে ৷

Srinivas Gauda
শ্রীনিবাস গৌড়া
author img

By

Published : Feb 15, 2020, 9:46 PM IST

Updated : Feb 15, 2020, 10:08 PM IST

বেঙ্গালুরু, 15 ফেব্রুয়ারি : মোষ দৌড়ে গড়েছেন রেকর্ড ৷ তাঁর সঙ্গে তুলনা শুরু হয়েছে বিশ্বের দ্রুততম দৌড়বিদ উইসেন বোল্টের ৷ এবার কর্নাটকের সেই মোষের সঙ্গে দৌড়ানো যুবক শ্রীনিবাস গৌড়াকে প্রশিক্ষণ দেবে SAI (Sports Authority of India) ৷ সম্প্রতি তিনি সেখানে ডাক পেয়েছেন ৷ আর একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

আজ কিরেন রিজিজু একটি টুইট করেন ৷ সেখানে জানান, "SAI-এর আধিকারিকরা ওর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ ওর ট্রেনের টিকিটও কেটে দেওয়া হয়েছে ৷ সোমবার ও SAI-তে আসবে ৷ ওকে সেরা কোচেদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে ৷ আরও প্রতিভাকে সুযোগ দেওয়া হবে ৷"

  • Yes @PMuralidharRao ji. Officials from SAI have contacted him. His rail ticket is done and he will reach SAI centre on monday. I will ensure top national coaches to conduct his trials properly. We are team @narendramodi ji and will do everything to identity sporting talents! https://t.co/RF7KMfIHAD

    — Kiren Rijiju (@KirenRijiju) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি ম্যাঙ্গালুরুর একটি মোষ দৌড় প্রতিযোগিতায় মাত্র 13.62 সেকেন্ডে 142.5 মিটার দৌড়েছেন শ্রীনিবাস গৌড়া ৷ ধানখেতে তাঁর সেই দৌড়োনোর ভিডিয়ো ভাইরাল হয় ৷ প্রচারের আলোয় চলে আসেন গৌড়া ৷ তাঁর সঙ্গে তুলনা শুরু হয় বোল্টের ৷ প্রসঙ্গত, মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড়ানোর রেকর্ড রয়েছে বোল্টের ৷

তবে বোল্টের সঙ্গে তুলনাকে গুরুত্ব দিতে নারাজ গৌড়া ৷ বরং তিনি বিনয়ী ৷ বলেন, "সাধারণ মানুষ আমার সঙ্গে বোল্টের তুলনা করছে ৷ বোল্ট বিশ্ব চ্যাম্পিয়ন ৷ আমি তো কর্দমাক্ত ধানের জমিতে দৌড়য় ৷"

বেঙ্গালুরু, 15 ফেব্রুয়ারি : মোষ দৌড়ে গড়েছেন রেকর্ড ৷ তাঁর সঙ্গে তুলনা শুরু হয়েছে বিশ্বের দ্রুততম দৌড়বিদ উইসেন বোল্টের ৷ এবার কর্নাটকের সেই মোষের সঙ্গে দৌড়ানো যুবক শ্রীনিবাস গৌড়াকে প্রশিক্ষণ দেবে SAI (Sports Authority of India) ৷ সম্প্রতি তিনি সেখানে ডাক পেয়েছেন ৷ আর একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

আজ কিরেন রিজিজু একটি টুইট করেন ৷ সেখানে জানান, "SAI-এর আধিকারিকরা ওর সঙ্গে যোগাযোগ করেছেন ৷ ওর ট্রেনের টিকিটও কেটে দেওয়া হয়েছে ৷ সোমবার ও SAI-তে আসবে ৷ ওকে সেরা কোচেদের সামনে ট্রায়ালের জন্য ডাকা হবে ৷ আরও প্রতিভাকে সুযোগ দেওয়া হবে ৷"

  • Yes @PMuralidharRao ji. Officials from SAI have contacted him. His rail ticket is done and he will reach SAI centre on monday. I will ensure top national coaches to conduct his trials properly. We are team @narendramodi ji and will do everything to identity sporting talents! https://t.co/RF7KMfIHAD

    — Kiren Rijiju (@KirenRijiju) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি ম্যাঙ্গালুরুর একটি মোষ দৌড় প্রতিযোগিতায় মাত্র 13.62 সেকেন্ডে 142.5 মিটার দৌড়েছেন শ্রীনিবাস গৌড়া ৷ ধানখেতে তাঁর সেই দৌড়োনোর ভিডিয়ো ভাইরাল হয় ৷ প্রচারের আলোয় চলে আসেন গৌড়া ৷ তাঁর সঙ্গে তুলনা শুরু হয় বোল্টের ৷ প্রসঙ্গত, মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটার দৌড়ানোর রেকর্ড রয়েছে বোল্টের ৷

তবে বোল্টের সঙ্গে তুলনাকে গুরুত্ব দিতে নারাজ গৌড়া ৷ বরং তিনি বিনয়ী ৷ বলেন, "সাধারণ মানুষ আমার সঙ্গে বোল্টের তুলনা করছে ৷ বোল্ট বিশ্ব চ্যাম্পিয়ন ৷ আমি তো কর্দমাক্ত ধানের জমিতে দৌড়য় ৷"

Last Updated : Feb 15, 2020, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.