ETV Bharat / bharat

কপিল মিশ্রর বক্তব্য গ্রহণযোগ্য নয়, দিল্লি সংঘর্ষে মন্তব্য় গম্ভীরের

author img

By

Published : Feb 25, 2020, 5:23 PM IST

সংঘর্ষে জখম এক পুলিশ কর্মীকে দেখতে হাসপাতালে আসেন গৌতম গম্ভীর । সেইখানেই সাংবাদিকদের মুখোমুখি হন । দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটি দুর্ভাগ্যজনক । যে ব্যক্তিই এই কাজ করে থাকুন সে BJP, AAP বা কংগ্রেস যে দলেরই কর্মী সমর্থক হোক তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয় । এটি দিল্লির বিষয় কোনও রাজনৈতিক দলের নয় ।"

gambhir
gambhir

দিল্লি, 25 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ কেন্দ্র করে অগ্নিগর্ভ দিল্লি । এখনও পর্যন্ত মৃত 9 এবং জখম বহু । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । এই আইনের সমর্থনে এবং বিরোধিতায় সংঘর্ষের জন্য BJP নেতা কপিল মিশ্রকে দায়ী করলেন BJP সাংসদ গৌতম গম্ভীর । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আইনটিকে কেন্দ্র করে সংঘর্ষ শুরুর আগে কপিল মিশ্রর প্রকাশ্যে আসা বক্তব্য গ্রহণযোগ্য নয় । সংঘর্ষের জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত ।

সংঘর্ষে জখম এক পুলিশ কর্মীকে দেখতে হাসপাতালে আসেন গৌতম গম্ভীর । সেইখানেই সাংবাদিকদের মুখোমুখি হন । দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটি দুর্ভাগ্যজনক । যে ব্যক্তিই এই কাজ করে থাকুন সে BJP, AAP বা কংগ্রেস যে দলেরই কর্মী সমর্থক হোক তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয় । এটি দিল্লির বিষয় কোনও রাজনৈতিক দলের নয় ।"

এই বিষয়ে গৌতম গম্ভীর আরও বলেন, "শাহিনবাগ আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ ছিল । কিন্তু এখন ট্রাম্প ভারতে এসেছেন । সেই সময়ই এই হিংসাত্মক বিক্ষোভ চলছে । এটা ঠিক না । শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের রয়েছে । কিন্তু প্রতিবাদের নামে পাথর তুলে নেওয়া উচিত নয় । কীভাবে এক পুলিশকর্মীর সামনে তুমি পিস্তল হাতে দাঁড়াতে পার?"

দিল্লি নির্বাচনের আগে BJP নেতা কপিল মিশ্র প্রচারে এই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকেই নিশানা করেছিলেন । তাঁর হিংসাত্মক বক্তব্যের সমালোচনা হয়েছিল । এমনকি প্রতিবাদকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, "রাষ্ট্রদোহীদের গুলি মারো ।" রবিবার তিনি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন । যেখানে তিনি সরাসরি বলেন, রাস্তায় নামুন । পুলিশের সামনে শান্তিপূর্ণ থাকবেন না । উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী প্রতিবাদ শুরু হওয়ার পরেই এই কথা বলে ভিডিয়োটি পোস্ট করেন তিনি ।

কপিল মিশ্রর মিছিলের কয়েক ঘণ্টা পরেই উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী এবং সমর্থককারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে । ধর্মীয় সংখ্যালঘু মানুষদের উপর আঘাত করার অভিযোগ ওঠে । এবং এইরকম একাধিক ছবি প্রকাশ্যে আসতে থাকে । একাধিক গাড়ি পোড়ানো হয় । আগুন লাগানো হয় বাড়িতে, জ্বালিয়ে দেওয়া হয় দোকান । চলে গুলি । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পুলিশ কর্মী সহ এখনও পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে । গত দুইদিনে 150-র বেশি মানুষ জখম ।

দিল্লিতে শান্তি স্থাপনে বিরোধীদের সাহায্য চাইলেন কেজরিওয়াল

পরিস্থিতির বিষয়ে কথা বলতে ও নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন । উপস্থিত ছিলেন উপ-রাজ্যপাল অনিল বাইজল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক, কংগ্রেস নেতা সুভাষ চোপড়া, BJP নেতা মনোজ তিওয়ারি ও রামবীর সিং বিধুরি ৷ ছিলেন উত্তর-পূর্ব দিল্লির বিধায়করাও ৷ তারা সকলে দল-বিভেদ ভুলে একসঙ্গে দিল্লিতে শান্তি ফেরাতে চান বলে জানান বৈঠক শেষে কেজরিওয়াল ৷

আগুন, লুটপাট; দিল্লিতে মৃত বেড়ে 9

দিল্লি, 25 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ কেন্দ্র করে অগ্নিগর্ভ দিল্লি । এখনও পর্যন্ত মৃত 9 এবং জখম বহু । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । এই আইনের সমর্থনে এবং বিরোধিতায় সংঘর্ষের জন্য BJP নেতা কপিল মিশ্রকে দায়ী করলেন BJP সাংসদ গৌতম গম্ভীর । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আইনটিকে কেন্দ্র করে সংঘর্ষ শুরুর আগে কপিল মিশ্রর প্রকাশ্যে আসা বক্তব্য গ্রহণযোগ্য নয় । সংঘর্ষের জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত ।

সংঘর্ষে জখম এক পুলিশ কর্মীকে দেখতে হাসপাতালে আসেন গৌতম গম্ভীর । সেইখানেই সাংবাদিকদের মুখোমুখি হন । দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটি দুর্ভাগ্যজনক । যে ব্যক্তিই এই কাজ করে থাকুন সে BJP, AAP বা কংগ্রেস যে দলেরই কর্মী সমর্থক হোক তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয় । এটি দিল্লির বিষয় কোনও রাজনৈতিক দলের নয় ।"

এই বিষয়ে গৌতম গম্ভীর আরও বলেন, "শাহিনবাগ আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ ছিল । কিন্তু এখন ট্রাম্প ভারতে এসেছেন । সেই সময়ই এই হিংসাত্মক বিক্ষোভ চলছে । এটা ঠিক না । শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের রয়েছে । কিন্তু প্রতিবাদের নামে পাথর তুলে নেওয়া উচিত নয় । কীভাবে এক পুলিশকর্মীর সামনে তুমি পিস্তল হাতে দাঁড়াতে পার?"

দিল্লি নির্বাচনের আগে BJP নেতা কপিল মিশ্র প্রচারে এই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনকেই নিশানা করেছিলেন । তাঁর হিংসাত্মক বক্তব্যের সমালোচনা হয়েছিল । এমনকি প্রতিবাদকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, "রাষ্ট্রদোহীদের গুলি মারো ।" রবিবার তিনি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন । যেখানে তিনি সরাসরি বলেন, রাস্তায় নামুন । পুলিশের সামনে শান্তিপূর্ণ থাকবেন না । উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী প্রতিবাদ শুরু হওয়ার পরেই এই কথা বলে ভিডিয়োটি পোস্ট করেন তিনি ।

কপিল মিশ্রর মিছিলের কয়েক ঘণ্টা পরেই উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী এবং সমর্থককারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে । ধর্মীয় সংখ্যালঘু মানুষদের উপর আঘাত করার অভিযোগ ওঠে । এবং এইরকম একাধিক ছবি প্রকাশ্যে আসতে থাকে । একাধিক গাড়ি পোড়ানো হয় । আগুন লাগানো হয় বাড়িতে, জ্বালিয়ে দেওয়া হয় দোকান । চলে গুলি । পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পুলিশ কর্মী সহ এখনও পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে । গত দুইদিনে 150-র বেশি মানুষ জখম ।

দিল্লিতে শান্তি স্থাপনে বিরোধীদের সাহায্য চাইলেন কেজরিওয়াল

পরিস্থিতির বিষয়ে কথা বলতে ও নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন । উপস্থিত ছিলেন উপ-রাজ্যপাল অনিল বাইজল, পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক, কংগ্রেস নেতা সুভাষ চোপড়া, BJP নেতা মনোজ তিওয়ারি ও রামবীর সিং বিধুরি ৷ ছিলেন উত্তর-পূর্ব দিল্লির বিধায়করাও ৷ তারা সকলে দল-বিভেদ ভুলে একসঙ্গে দিল্লিতে শান্তি ফেরাতে চান বলে জানান বৈঠক শেষে কেজরিওয়াল ৷

আগুন, লুটপাট; দিল্লিতে মৃত বেড়ে 9

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.