ETV Bharat / bharat

মোদি-শাহের সঙ্গে সাক্ষাৎ সিন্ধিয়ার, 'দলে স্বাগত' বলছে BJP

কংগ্রেসের কোনও নেতার সঙ্গে কথা বলছিলেন না ৷ দিগ্বিজয় সিং যোগাযোগ করার চেষ্টা করলে বলা হয় সোয়াইন ফ্লু হয়েছে ৷ এদিকে আজ নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পৌঁছালেন 'অসুস্থ' জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ বাড়ছে জল্পনা ৷

Madhya Pardesh
ছবি
author img

By

Published : Mar 10, 2020, 11:21 AM IST

Updated : Mar 10, 2020, 1:09 PM IST

ভোপাল ও দিল্লি, 10 মার্চ : কোন দিকে ঘুরছে মধ্যপ্রদেশের রাজনীতির চাকা? এই নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা ৷ 17 জন কংগ্রেস বিধায়ক গতরাতেই বিমানপথে পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে ৷ এদের সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক মহলে ৷ এই ঘটনার পর থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না সিন্ধিয়াকে ৷ এবার জল্পনাকে আরও উসকে দিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পৌঁছালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা BJP নেতা নরোত্তম মিশ্রও আজ দিনের শুরুতে বলেছিলেন, "সিন্ধিয়াজিকে দলে স্বাগত ৷"

গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 17 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না ৷ প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "আমরা সিন্ধিয়াজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ৷ কিন্তু আমাদের বলা হয়েছে তাঁর সোয়াইন ফ্লু হয়েছে ৷ তাই কথা বলা সম্ভব হয়নি ৷"

এরপরই আজ সকাল 10টা নাগাদ নিজের বাড়ি থেকে বেরোতে দেখা যায় সিন্ধিয়াকে ৷ এ নিয়ে ফের নতুন করে শুরু হয় জল্পনা ৷

অন্যদিকে সিন্ধিয়া BJP শিবিরে যোগ দিচ্ছেন কি না এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মধ্যপ্রদেশের BJP নেতা নরোত্তম মিশ্র জানান, "ভারতীয় জনতা পার্টিতে সকলকে স্বাগত ৷ আমরা তৃণমূল স্তরের কর্মীদেরও দলে নিই, সেখানে সিন্ধিয়াজি এত বড় মাপের নেতা ৷ তাঁকে অবশ্যই দলে স্বাগত ৷"

কিছুদিন আগেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ করেছিলেন, BJP নেতা নরোত্তম মিশ্রের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মিলে বিধায়ক ভাঙানোর পরিকল্পনা করছেন ৷ এক-এক জন কংগ্রেস বিধায়ককে 25-35 কোটি টাকা করে দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ ছিল তাঁর ৷ গুরুগ্রামের যে হোটেল কংগ্রেসের বিধায়কদের দেখা গিয়েছিল, সেই হোটেল নরোত্তম মিশ্রও ছিলেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ ৷

ভোপাল ও দিল্লি, 10 মার্চ : কোন দিকে ঘুরছে মধ্যপ্রদেশের রাজনীতির চাকা? এই নিয়েই এখন শুরু হয়েছে নতুন জল্পনা ৷ 17 জন কংগ্রেস বিধায়ক গতরাতেই বিমানপথে পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে ৷ এদের সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক মহলে ৷ এই ঘটনার পর থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না সিন্ধিয়াকে ৷ এবার জল্পনাকে আরও উসকে দিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পৌঁছালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা BJP নেতা নরোত্তম মিশ্রও আজ দিনের শুরুতে বলেছিলেন, "সিন্ধিয়াজিকে দলে স্বাগত ৷"

গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 17 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না ৷ প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, "আমরা সিন্ধিয়াজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ৷ কিন্তু আমাদের বলা হয়েছে তাঁর সোয়াইন ফ্লু হয়েছে ৷ তাই কথা বলা সম্ভব হয়নি ৷"

এরপরই আজ সকাল 10টা নাগাদ নিজের বাড়ি থেকে বেরোতে দেখা যায় সিন্ধিয়াকে ৷ এ নিয়ে ফের নতুন করে শুরু হয় জল্পনা ৷

অন্যদিকে সিন্ধিয়া BJP শিবিরে যোগ দিচ্ছেন কি না এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মধ্যপ্রদেশের BJP নেতা নরোত্তম মিশ্র জানান, "ভারতীয় জনতা পার্টিতে সকলকে স্বাগত ৷ আমরা তৃণমূল স্তরের কর্মীদেরও দলে নিই, সেখানে সিন্ধিয়াজি এত বড় মাপের নেতা ৷ তাঁকে অবশ্যই দলে স্বাগত ৷"

কিছুদিন আগেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ করেছিলেন, BJP নেতা নরোত্তম মিশ্রের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মিলে বিধায়ক ভাঙানোর পরিকল্পনা করছেন ৷ এক-এক জন কংগ্রেস বিধায়ককে 25-35 কোটি টাকা করে দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ ছিল তাঁর ৷ গুরুগ্রামের যে হোটেল কংগ্রেসের বিধায়কদের দেখা গিয়েছিল, সেই হোটেল নরোত্তম মিশ্রও ছিলেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ ৷

Last Updated : Mar 10, 2020, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.