ETV Bharat / bharat

তদন্ত জারি, তার মাঝেই ABVP -কে ক্লিনচিট - nrc

JNU-র ঘটনায় গতকালই বসন্তকুঞ্জ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে । অভিযোগ উঠেছে ABVP- বিরুদ্ধে । কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এরই মাঝে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বললেন ঘটনার সঙ্গে ABVP কর্মী-সমর্থকরা যুক্ত ছিলেন না। নতুন করে জল্পনার সূত্রপাত ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 7, 2020, 5:29 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : পুরো ঘটনার তদন্ত চলছে । JNU-র সমর্থনে দেশজুড়ে নানা শিক্ষাপ্রতিষ্ঠানও সরব হয়েছে । পথে নেমেছেন দেশের বিশিষ্টজনরা । অভিযোগ উঠছে ABVP -র কর্মী সমর্থকরাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এই কাজ করেছে । এরই মাঝে ABVP-কে ক্লিনচিট দিয়ে বসলেন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ।

রবিবার সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তারপর থেকে এখনও উত্তপ্ত JNU ক্যাম্পাস । গতকালই বসন্তকুঞ্জ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি । পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে । গোটা বিষয়টি যখন তদন্তাধীন, ঠিক তখনই স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে । আজ নিত্যানন্দ রাই বলেন, BJP কিংবা তার সহযোগী কোনও সংগঠন এধরনের কাজ করতে পারে না । তদন্তে শেষে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও তাঁর আশ্বাস । পুরো ঘটনায় তাঁর অভিযোগ বরং কংগ্রেস ও আম আদমি পার্টির বিরুদ্ধে ।

নিত্যানন্দ রাইয়ের এই মন্তব্যের পর থেকে JNU ছাত্রমহলের একাংশ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে । তাহলে কি আগে থেকেই ABVP কে আড়াল করার চেষ্টা করছেন তিনি । আপাতত স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য JNU ইশুতে ঘৃতাহুতি দিল ।

দিল্লি, 7 জানুয়ারি : পুরো ঘটনার তদন্ত চলছে । JNU-র সমর্থনে দেশজুড়ে নানা শিক্ষাপ্রতিষ্ঠানও সরব হয়েছে । পথে নেমেছেন দেশের বিশিষ্টজনরা । অভিযোগ উঠছে ABVP -র কর্মী সমর্থকরাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এই কাজ করেছে । এরই মাঝে ABVP-কে ক্লিনচিট দিয়ে বসলেন স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ।

রবিবার সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তারপর থেকে এখনও উত্তপ্ত JNU ক্যাম্পাস । গতকালই বসন্তকুঞ্জ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি । পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে । গোটা বিষয়টি যখন তদন্তাধীন, ঠিক তখনই স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে । আজ নিত্যানন্দ রাই বলেন, BJP কিংবা তার সহযোগী কোনও সংগঠন এধরনের কাজ করতে পারে না । তদন্তে শেষে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও তাঁর আশ্বাস । পুরো ঘটনায় তাঁর অভিযোগ বরং কংগ্রেস ও আম আদমি পার্টির বিরুদ্ধে ।

নিত্যানন্দ রাইয়ের এই মন্তব্যের পর থেকে JNU ছাত্রমহলের একাংশ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় শুরু হয়েছে । তাহলে কি আগে থেকেই ABVP কে আড়াল করার চেষ্টা করছেন তিনি । আপাতত স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য JNU ইশুতে ঘৃতাহুতি দিল ।

New Delhi, Jan 07 (ANI): BJP leader Arvind Dharmapuri spoke on his statement 'Will hang Owaisi upside down' to ANI. He said, "You are a broker of Muslim vote. You look like a clown so you will be hung upside down, clowns do this in circuses. Do whatever you want to do in Hyderabad, don't try to become a national leader. I don't feel like reacting on Owaisi's every comment as he is not such a big leader."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.