দিল্লি, 5 জানুয়ারি : আজ সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালাল দুষ্কৃতীরা । আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে প্রায় 50 জন মুখোশ পরা দুষ্কৃতী ক্যাম্পাসে ঢোকে । লাঠি হাতে দুষ্কৃতীরা ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয় । তারা কারা, কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকল, প্রশ্ন করতে থাকে পড়ুয়াদের একাংশ । সাহায্যের জন্য অধ্যাপকদের উদ্দেশ্যে তাঁরা চিৎকার করেন । পড়ুয়াদের রক্ষা করতে এসে আক্রান্ত হন অধ্যাপক-অধ্যাপিকারা । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । তাঁর মাথায় চোট লাগে । তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসাধীন ঐশী ঘোষও । ঐশী ঘোষ বলেন, "ক্যাম্পাসে আমার উপর আক্রমণ হয় । মুখোশ পরা কয়েকজন দুষ্কৃতী আমার উপর হামলা করে । আমাকে মারধর করে তারা । আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল । " অধ্যাপক অতুল সুড বলেন, "দুষ্কৃতীরা ছাত্রছাত্রী ও অধ্যাপকদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল । আমি পড়ে যাই । যখন বাইরে এলাম, দেখলাম আমার গাড়ি সহ অন্যান্য গাড়িগুলিও ভাঙচুর করা হয়েছে ।" ঘটনাস্থানে পৌঁছেছে দিল্লি পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।
AIIMS-র তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 18 জনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় । তাদের মাথায় চোট ছিল । তারা প্রত্যেকে AIIMS ট্রমা সেন্টারে চিকিৎসাধীন । ইতিমধ্যে আক্রান্তদের দেখতে AIIMS-এ পৌঁছেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ।
এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, 'যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল । ' ABVP-র JNU শাখার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আরও একটি টুইট করে লেখে, 'তোমরা নিজেদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছ । অধ্যাপক ও সহপাঠীদের আক্রমণ করেছ । ' যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ABVP । তারা পালটা অভিযোগ আনে বামসংগঠনগুলির বিরুদ্ধে ।
-
I am so shocked to know abt the violence at JNU. Students attacked brutally. Police shud immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside univ campus?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am so shocked to know abt the violence at JNU. Students attacked brutally. Police shud immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside univ campus?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020I am so shocked to know abt the violence at JNU. Students attacked brutally. Police shud immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside univ campus?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন । তিনি লেখেন, 'JNU-তে হিংসার ঘটনায় আমি হতবাক । পড়ুয়াদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে । পুলিশের উচিত অবিলম্বে এই হিংসা থামিয়ে শান্তির ফিরিয়ে আনা । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকতে পারেন, তবে দেশের উন্নতি হবে কী করে?'
-
AIIMS Trauma Centre official: 18 people from Jawaharlal Nehru University (#JNU) have come to AIIMS Trauma Centre with complaints of bleeding in head, abrasions among others. Investigations are underway #Delhi https://t.co/FJQtQuQ1eo pic.twitter.com/BMhz09lXpl
— ANI (@ANI) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">AIIMS Trauma Centre official: 18 people from Jawaharlal Nehru University (#JNU) have come to AIIMS Trauma Centre with complaints of bleeding in head, abrasions among others. Investigations are underway #Delhi https://t.co/FJQtQuQ1eo pic.twitter.com/BMhz09lXpl
— ANI (@ANI) January 5, 2020AIIMS Trauma Centre official: 18 people from Jawaharlal Nehru University (#JNU) have come to AIIMS Trauma Centre with complaints of bleeding in head, abrasions among others. Investigations are underway #Delhi https://t.co/FJQtQuQ1eo pic.twitter.com/BMhz09lXpl
— ANI (@ANI) January 5, 2020
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইট করে লেখেন, 'JNU-র পড়ুয়া ও অধ্যাপকদের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছি । গণতন্ত্রের লজ্জা । দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সমবেদনা জানাবে । '
-
Professors who were trying to protect us have been beaten up. These are unknown ABVP goons, not all are students, they have covered their faces, and they are moving towards the hotels near the West Gate. Stay alert. Make human chains. Protect each other. #SOSJNU #EmergencyinJNU
— JNUSU (@JNUSUofficial) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Professors who were trying to protect us have been beaten up. These are unknown ABVP goons, not all are students, they have covered their faces, and they are moving towards the hotels near the West Gate. Stay alert. Make human chains. Protect each other. #SOSJNU #EmergencyinJNU
— JNUSU (@JNUSUofficial) January 5, 2020Professors who were trying to protect us have been beaten up. These are unknown ABVP goons, not all are students, they have covered their faces, and they are moving towards the hotels near the West Gate. Stay alert. Make human chains. Protect each other. #SOSJNU #EmergencyinJNU
— JNUSU (@JNUSUofficial) January 5, 2020