ETV Bharat / bharat

JKCA অনিয়ম : কাশ্মীরে ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদ ED - র - JKCA অনিয়ম : কাশ্মীরে ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদ ED - র

জানা গেছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকাকালীন 43 কোটি টাকা তছরুপের ঘটনার অভিযোগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আজ তাঁর ব্যাঙ্কের তথ্য নিয়ে প্রশ্ন করা হচ্ছে ৷

JKCA scam: ED questions Farooq Abdullah in Srinagar
JKCA অনিয়ম : কাশ্মীরে ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদ ED - র
author img

By

Published : Oct 20, 2020, 1:22 PM IST

শ্রীনগর, 19 অক্টোবর : ফারুক আবদুল্লাকে শ্রীনগরে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ৷ সূত্রের খবর, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন অনিয়মে তাঁর যোগ সম্পর্কে সাংসদ ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদ করছে ED ৷

জানা গেছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকাকালীন 43 কোটি টাকা তছরুপের ঘটনার অভিযোগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আজ তাঁর ব্যাঙ্কের তথ্য নিয়ে প্রশ্ন করা হচ্ছে ৷

এর আগে, 2019 সালে এই জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন অনিয়মে তাঁর যোগ সম্পর্কে ন্যাশানাল কনফারেন্স প্যাট্রনের নেতাকে জিজ্ঞাসাবাদ করে ED ৷ এরপর ED - র সমনে সাড়া দিয়ে ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লা জানান, ন্যাশানাল কনফারেন্স পার্টি সমনের উত্তর দেবে ৷ এ বিষয়ে ওমর আবদুল্লা বলেন, "এগুলি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় ৷ পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন সংগঠনের পর থেকেই এই রাজনীতি শুরু হয়েছে ৷ সঠিক রেকর্ড রাখার জন্য সাহেবের বাড়িতে কোনওরকম অভিযান চালানো হচ্ছে না ৷ "

শ্রীনগর, 19 অক্টোবর : ফারুক আবদুল্লাকে শ্রীনগরে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ৷ সূত্রের খবর, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন অনিয়মে তাঁর যোগ সম্পর্কে সাংসদ ফারুক আবদুল্লাকে জিজ্ঞাসাবাদ করছে ED ৷

জানা গেছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকাকালীন 43 কোটি টাকা তছরুপের ঘটনার অভিযোগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আজ তাঁর ব্যাঙ্কের তথ্য নিয়ে প্রশ্ন করা হচ্ছে ৷

এর আগে, 2019 সালে এই জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন অনিয়মে তাঁর যোগ সম্পর্কে ন্যাশানাল কনফারেন্স প্যাট্রনের নেতাকে জিজ্ঞাসাবাদ করে ED ৷ এরপর ED - র সমনে সাড়া দিয়ে ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লা জানান, ন্যাশানাল কনফারেন্স পার্টি সমনের উত্তর দেবে ৷ এ বিষয়ে ওমর আবদুল্লা বলেন, "এগুলি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় ৷ পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন সংগঠনের পর থেকেই এই রাজনীতি শুরু হয়েছে ৷ সঠিক রেকর্ড রাখার জন্য সাহেবের বাড়িতে কোনওরকম অভিযান চালানো হচ্ছে না ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.