ETV Bharat / bharat

দরিদ্রদের পাশে জিয়ো, মিলবে 100 মিনিট ফ্রি টকটাইম - Lockdown

17 এপ্রিল পর্যন্ত জিয়ো ব্যবহারকারীদের 100মিনিট ফ্রি টকটাইম ও 100টি ফ্রি SMS দেওয়া হবে ৷ জিয়ো-ফোন ব্যবহারকারীদের প্রি-পেইড ভাউচার শেষ হয়ে গেলেও ইনকামিং কলের সুবিধা পাবেন ৷ এই সুবিধা অন্যান্য কম্পানির দেওয়া সুবিধার থেকে 10গুণ বেশি ৷

লকডাউনে গ্রাহকদের পাশে জিয়ো
লকডাউনে গ্রাহকদের পাশে জিয়ো
author img

By

Published : Mar 31, 2020, 8:38 PM IST

দিল্লি, 31 মার্চ : লকডাউনে নিজের গ্রাহকদের পাশে দাঁড়ালেন মুকেশ আম্বানি ৷ রিলায়েন্স জিয়োর তরফে নিয়ে আসা হল নতুন সুবিধা ৷ 17 এপ্রিল পর্যন্ত জিয়ো ব্যবহারকারীদের 100মিনিট ফ্রি টকটাইম ও 100টি ফ্রি SMS দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ এই সুবিধা অন্যান্য কম্পানির দেওয়া সুবিধার থেকে 10গুণ বেশি ৷ লকডাউনে দুর্দশার সময় সাহায্যের জন্য এই সুবিধা বলে কম্পানির তরফে জানানো হয়েছে ৷ জিয়ো-ফোন ব্যবহারকারীদের প্রি-পেইড ভাউচার শেষ হয়ে গেলেও ইনকামিং কলের সুবিধা পাবেন ৷

টুইট করে জিয়োর তরফে জানানো হয়, " যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন জিয়ো-ফোন ব্যবহারকারীদের জন্য 10 গুণ বেশি সুবিধা ৷ 100 মিনিট কল ও 100টি SMS ৷" জিয়ো-ফোন ব্যবহারকারীরা বৈধতা শেষ হয়ে গেলেও ইনকামিং কল পেতে থাকবেন ৷ জিয়োর তরফে এই অফারের ট্যাগ দেওয়া হয়েছে, "ভালোবাসার সঙ্গে, জিয়োর তরফে" ৷

21দিনের লকডাউন শুরুর আগেই বহু পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে নিজের নিজের বাড়ি ফেরার জন্য পালিয়ে গিয়েছে ৷ লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ করে দেওয়ায় দৈনিক মজুরদের কাছে কোনও কাজ নেই ৷ তাই তাদের কথা ভেবে মোবাইল পরিষেবা রিচার্জ ভাউচারগুলির বৈধতা বাড়িয়ে দিয়েছে ৷ লকডাউনের সময় যা বিনামূল্যে চালিয়ে যাওয়া যাবে ৷ পাশাপাশি, বিনামূল্যে টকটাইমেরও সুবিধা দেওয়া হবে ৷

ভারতী এয়ারটেলের তরফে গতকাল ঘোষণা করা হয়, আট কোটি প্রি-পেইড ব্যবহারকারীর ভ্যালিডিটি পিরিয়ড 17 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ সঙ্গে 10 টাকার ক্রেডিট দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে ৷ ভোডাফোন আইডিয়া লিমিটেডও আজ মিলিত সুবিধা দিয়েছে ৷ তা কেবলমাত্র কম আয় করা মানুষের ফোনের জন্য প্রযোজ্য ৷

জিয়ো ব্যবহারকারীদের বেশি সংখ্যক অনলাইন রিচার্জ করেন ৷ তবে, যাঁরা দোকানে গিয়ে রিচার্জ করতেন লকডাউনের কারণে তাঁদের সমস্যায় পড়তে হয় ৷ তাই এই সমস্ত গ্রাহকদের জন্য জিয়ো রিচার্জের অন্য মাধ্যম নিয়ে এসেছে ৷ UPI, ATM, SMS-র মাধ্যমে তাঁরা রিচার্জ করতে পারবেন ৷ জিয়োর তরফে জানানো হয়েছে, জিয়ো-ফোন ব্যবহারকারীদের জন্য এই কম্পানি অতিরিক্ত পরিষেবা দেবে ৷ 2020 সালের 17 এপ্রিল পর্যন্ত দেশের যে কোনও জায়গায় 100 মিনিট কল ও 100 SMS বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে ৷

দিল্লি, 31 মার্চ : লকডাউনে নিজের গ্রাহকদের পাশে দাঁড়ালেন মুকেশ আম্বানি ৷ রিলায়েন্স জিয়োর তরফে নিয়ে আসা হল নতুন সুবিধা ৷ 17 এপ্রিল পর্যন্ত জিয়ো ব্যবহারকারীদের 100মিনিট ফ্রি টকটাইম ও 100টি ফ্রি SMS দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ এই সুবিধা অন্যান্য কম্পানির দেওয়া সুবিধার থেকে 10গুণ বেশি ৷ লকডাউনে দুর্দশার সময় সাহায্যের জন্য এই সুবিধা বলে কম্পানির তরফে জানানো হয়েছে ৷ জিয়ো-ফোন ব্যবহারকারীদের প্রি-পেইড ভাউচার শেষ হয়ে গেলেও ইনকামিং কলের সুবিধা পাবেন ৷

টুইট করে জিয়োর তরফে জানানো হয়, " যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন জিয়ো-ফোন ব্যবহারকারীদের জন্য 10 গুণ বেশি সুবিধা ৷ 100 মিনিট কল ও 100টি SMS ৷" জিয়ো-ফোন ব্যবহারকারীরা বৈধতা শেষ হয়ে গেলেও ইনকামিং কল পেতে থাকবেন ৷ জিয়োর তরফে এই অফারের ট্যাগ দেওয়া হয়েছে, "ভালোবাসার সঙ্গে, জিয়োর তরফে" ৷

21দিনের লকডাউন শুরুর আগেই বহু পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে নিজের নিজের বাড়ি ফেরার জন্য পালিয়ে গিয়েছে ৷ লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ করে দেওয়ায় দৈনিক মজুরদের কাছে কোনও কাজ নেই ৷ তাই তাদের কথা ভেবে মোবাইল পরিষেবা রিচার্জ ভাউচারগুলির বৈধতা বাড়িয়ে দিয়েছে ৷ লকডাউনের সময় যা বিনামূল্যে চালিয়ে যাওয়া যাবে ৷ পাশাপাশি, বিনামূল্যে টকটাইমেরও সুবিধা দেওয়া হবে ৷

ভারতী এয়ারটেলের তরফে গতকাল ঘোষণা করা হয়, আট কোটি প্রি-পেইড ব্যবহারকারীর ভ্যালিডিটি পিরিয়ড 17 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ সঙ্গে 10 টাকার ক্রেডিট দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে ৷ ভোডাফোন আইডিয়া লিমিটেডও আজ মিলিত সুবিধা দিয়েছে ৷ তা কেবলমাত্র কম আয় করা মানুষের ফোনের জন্য প্রযোজ্য ৷

জিয়ো ব্যবহারকারীদের বেশি সংখ্যক অনলাইন রিচার্জ করেন ৷ তবে, যাঁরা দোকানে গিয়ে রিচার্জ করতেন লকডাউনের কারণে তাঁদের সমস্যায় পড়তে হয় ৷ তাই এই সমস্ত গ্রাহকদের জন্য জিয়ো রিচার্জের অন্য মাধ্যম নিয়ে এসেছে ৷ UPI, ATM, SMS-র মাধ্যমে তাঁরা রিচার্জ করতে পারবেন ৷ জিয়োর তরফে জানানো হয়েছে, জিয়ো-ফোন ব্যবহারকারীদের জন্য এই কম্পানি অতিরিক্ত পরিষেবা দেবে ৷ 2020 সালের 17 এপ্রিল পর্যন্ত দেশের যে কোনও জায়গায় 100 মিনিট কল ও 100 SMS বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.