ETV Bharat / bharat

দেওঘরে উদ্ধার 120 পেটি বিস্ফোরক - deoghar

ঝাড়খণ্ডের পালোজুরিতে উদ্ধার প্রায় 120 ক্রেট জিলেটিন স্টিক, ডিটোনেটর এবং অন্য রাসায়নিক পদার্থ।

deoghar
120 পেটি বিস্ফোরক উদ্ধার দেওগড়ে
author img

By

Published : Jun 24, 2020, 4:52 PM IST

দেওঘর, 24 জুন : দেওঘরের খাগা এলাকার পালোজুরি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ । পুলিশি অভিযানের পর সংশ্লিষ্ট অঞ্চল থেকে মিলেছে প্রায় 120 পেটি জিলেটিন স্টিক, ডিটোনেটর এবং অন্য রাসায়নিক পদার্থ। এখন পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

SDPO, মঙ্গল সিং জানান, "আমরা শিরশিয়া পাহাড়ের কাছে অনেকগুলি গর্তের থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করি ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অবৈধ বিস্ফোরকগুলি খনির কাজে ব্যবহার করা হয় ৷"

পালোজুরির খনির কাছ থেকে কী উদ্ধার করছে পুলিশ ? দেখুন ভিডিয়োয়...

উল্লেখ্য , গত সপ্তাহে ঝাড়খণ্ডের পালোজুরির কাছে একটি গাড়ি এবং একটি ট্রাক থেকে উদ্ধার হয় বস্তা বোঝাই বিস্ফোরক ৷ ঘটনাস্থলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷

দেওঘর, 24 জুন : দেওঘরের খাগা এলাকার পালোজুরি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ । পুলিশি অভিযানের পর সংশ্লিষ্ট অঞ্চল থেকে মিলেছে প্রায় 120 পেটি জিলেটিন স্টিক, ডিটোনেটর এবং অন্য রাসায়নিক পদার্থ। এখন পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ৷

SDPO, মঙ্গল সিং জানান, "আমরা শিরশিয়া পাহাড়ের কাছে অনেকগুলি গর্তের থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করি ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অবৈধ বিস্ফোরকগুলি খনির কাজে ব্যবহার করা হয় ৷"

পালোজুরির খনির কাছ থেকে কী উদ্ধার করছে পুলিশ ? দেখুন ভিডিয়োয়...

উল্লেখ্য , গত সপ্তাহে ঝাড়খণ্ডের পালোজুরির কাছে একটি গাড়ি এবং একটি ট্রাক থেকে উদ্ধার হয় বস্তা বোঝাই বিস্ফোরক ৷ ঘটনাস্থলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.