ETV Bharat / bharat

ঝাড়খণ্ড বিধানসভায় 15টি আসনে চলছে ভোটগ্রহণ

author img

By

Published : Dec 16, 2019, 10:35 AM IST

Updated : Dec 17, 2019, 12:07 AM IST

ঝাড়খন্ডের চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে 15টি আসনে চলছে ভোটগ্রহণ

image
ঝাড়খন্ডে চতুর্থ দফার ভোট

রাঁচি, 16 ডিসেম্বর : আজ ঝাড়খন্ডের চতুর্থ দফার বিধানসভা নির্বাচন । সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে । 15টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে । আজ সকাল 9টা পর্যন্ত 11.85 শতাংশ ভোট পড়েছে ।

দেওঘর, বাগোডার, জামুয়া, গান্ডে, গিরিডি, ডুমরি, বোকারো, চন্দনকিয়ারি, ধানবাদ, ঝরিয়া সহ 15টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ।

উল্লেখ্য,প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট গ্রহণ করা হয় যথাক্রমে 30 নভেম্বর,7 ডিসেম্বর ও 12 ডিসেম্বর । 20 ডিসেম্বর হবে পঞ্চম দফার ভোট । 23 ডিসেম্বর ভোট গণনার দিন ঠিক করা হয়েছে ।

  • 1 টা পর্যন্ত ভোট পড়েছে 51.59 শতাংশ
  • 11টা পর্যন্ত ভোট পড়েছে 28.55 শতাংশ ৷
  • দেওঘরে শুরু হয়েছে ভোট
  • সকাল 9 টা পর্যন্ত 11.85 শতাংশ ভোট পড়েছে

রাঁচি, 16 ডিসেম্বর : আজ ঝাড়খন্ডের চতুর্থ দফার বিধানসভা নির্বাচন । সকাল থেকেই ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে । 15টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে । আজ সকাল 9টা পর্যন্ত 11.85 শতাংশ ভোট পড়েছে ।

দেওঘর, বাগোডার, জামুয়া, গান্ডে, গিরিডি, ডুমরি, বোকারো, চন্দনকিয়ারি, ধানবাদ, ঝরিয়া সহ 15টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ।

উল্লেখ্য,প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট গ্রহণ করা হয় যথাক্রমে 30 নভেম্বর,7 ডিসেম্বর ও 12 ডিসেম্বর । 20 ডিসেম্বর হবে পঞ্চম দফার ভোট । 23 ডিসেম্বর ভোট গণনার দিন ঠিক করা হয়েছে ।

  • 1 টা পর্যন্ত ভোট পড়েছে 51.59 শতাংশ
  • 11টা পর্যন্ত ভোট পড়েছে 28.55 শতাংশ ৷
  • দেওঘরে শুরু হয়েছে ভোট
  • সকাল 9 টা পর্যন্ত 11.85 শতাংশ ভোট পড়েছে
Madurai (Tamil Nadu), Dec 16 (ANI): A fire broke out in a super market in Tamil Nadu's Madurai on December 16. At least 20 fire tenders reached the spot. The incident took place in Narayanapuram area of Madurai. Later, more than 50 workers doused off the fire. Items worth Rs 5 crore are said to be burnt during the incident. More details are awaited and investigation is underway in this regard.

Last Updated : Dec 17, 2019, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.