ETV Bharat / bharat

দাম চার লাখ, হিরে খোচিত মাস্ক বিকোচ্ছে সুরাতের দোকানে

ইয়েলো গোল্ডের সঙ্গে অ্যামেরিকান ডায়মন্ড দিয়ে তৈরি মাস্কের দাম দেড় লাখ টাকা ৷ আর হোয়াইট গোল্ডের সঙ্গে সত্যিকারের হিরে দিয়ে তৈরি মাস্কের দাম পড়বে চার লাখ টাকা ৷

Mask
হিরের মাস্ক
author img

By

Published : Jul 11, 2020, 4:17 PM IST

সুরাত , 11 জুলাই : কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পড়া বাধ্যতামূলক ৷ বলা ভালো বর্তমানে মাস্ক আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে ৷ তাই মাস্ককেই অনেকে স্টাইল স্টেটমেন্ট করতে চাইছে ৷ ইতিমধ্যেই বিভিন্ন ডিজ়াইনের মাস্ক বাজারে এসেছে ৷ আর এবার সুরাতের এক ব্যবসায়ী বাজারে নিয়ে এল হিরে বসানো ডিজ়াইনিং মাস্ক ৷ যার দাম দেড় লাখ টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত ৷

সুরাতের এক গয়নার দোকানে পাওয়া যাচ্ছে এই হিরে বসানো নজরকাড়া মাস্ক ৷ গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানান , একজন ক্রেতার অভিনব মাস্ক তৈরির দাবিতেই এই ধরনের মাস্ক বানানোর ভাবনা মাথায় এসেছে ৷ ওই ক্রেতার বাড়িতে বিয়ে ছিল ৷ তিনি দোকানে এসে বর ও কনের জন্য অন্য ধরনের মাস্ক তৈরি করে দিতে বলেন ৷ তারপরেই তিনি এই মাস্ক তৈরি করা শুরু করেছেন ৷

তিনি বলেন , " লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক গ্রাহক আমাদের দোকানে এসেছিলেন ৷ তাঁর বাড়িতে বিয়ে ছিল ৷ তাই বর ও কনের জন্য অন্য ধরনের মাস্ক তৈরি করে দিতে বলেছিলেন তিনি ৷ তারপরেই এই ধরনের মাস্ক বানানোর কথা মাথায় এসেছে ৷ সেই মতো আমাদের ডিজ়াইনাররা মাস্ক তৈরি শুরু করেছিলেন ৷ পরে ওই ক্রেতা মাস্কটি কিনে নিয়ে যান ৷ আমরা আরও বেশি করে এখন এই মাস্ক তৈরি করা শুরু করেছি ৷ কারণ আগামী দিনে মানুষের মধ্যে এই ধরনের মাস্কের চাহিদা বাড়বে ৷ এই মাস্কগুলি তৈরিতে সোনার সঙ্গে খাঁটি হিরে এবং অ্যামেরিকান হিরে ব্যবহার করা হয়েছে ৷ "

তিনি আরও বলেন , " ইয়েলো গোল্ডের সঙ্গে অ্যামেরিকান হিরে দিয়ে তৈরি মাস্কের দাম দেড় লাখ টাকা ৷ আর হোয়াইট গোল্ডের সঙ্গে সত্যিকারের হিরে দিয়ে তৈরি মাস্কের দাম পড়বে চার লাখ টাকা ৷ মাস্কগুলি সরকারি নির্দেশিকা মেনেই তৈরি করা হয়েছে ৷ "

তিনি আরও জানান , এই মাস্কগুলি থেকে প্রয়োজন মতো হিরে বা সোনা বের করা যাবে ৷ যা অন্য গয়না তৈরিতে ব্যবহার করা যাবে ৷

দেবাংশি নামে একজন ক্রেতা বলেন , " আমার পরিবারে বিয়ে ছিল ৷ তাই জন্য দোকানে গয়না কিনতে অসেছিলাম ৷ তখনই আমার নজরে পড়ে হিরের মাস্কটি যা অন্যান্য গয়নার থেকে আমার কাছে আরও বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে ৷ তাই আমার পোশাকের সঙ্গে মিলিয়ে এই মাস্ক কেনার সিদ্ধান্ত নিয়েছি ৷

সম্প্রতি পুনের বাসিন্দা শঙ্কর কুরাডে নামে এক ব্যক্তি কোরোনা প্যানডেমিকের মধ্যে সোনার মাস্ক পড়েছিলেন ৷ যার দাম ছিল প্রায় 2.89 লাখ টাকা ৷

সুরাত , 11 জুলাই : কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পড়া বাধ্যতামূলক ৷ বলা ভালো বর্তমানে মাস্ক আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে ৷ তাই মাস্ককেই অনেকে স্টাইল স্টেটমেন্ট করতে চাইছে ৷ ইতিমধ্যেই বিভিন্ন ডিজ়াইনের মাস্ক বাজারে এসেছে ৷ আর এবার সুরাতের এক ব্যবসায়ী বাজারে নিয়ে এল হিরে বসানো ডিজ়াইনিং মাস্ক ৷ যার দাম দেড় লাখ টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত ৷

সুরাতের এক গয়নার দোকানে পাওয়া যাচ্ছে এই হিরে বসানো নজরকাড়া মাস্ক ৷ গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানান , একজন ক্রেতার অভিনব মাস্ক তৈরির দাবিতেই এই ধরনের মাস্ক বানানোর ভাবনা মাথায় এসেছে ৷ ওই ক্রেতার বাড়িতে বিয়ে ছিল ৷ তিনি দোকানে এসে বর ও কনের জন্য অন্য ধরনের মাস্ক তৈরি করে দিতে বলেন ৷ তারপরেই তিনি এই মাস্ক তৈরি করা শুরু করেছেন ৷

তিনি বলেন , " লকডাউন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এক গ্রাহক আমাদের দোকানে এসেছিলেন ৷ তাঁর বাড়িতে বিয়ে ছিল ৷ তাই বর ও কনের জন্য অন্য ধরনের মাস্ক তৈরি করে দিতে বলেছিলেন তিনি ৷ তারপরেই এই ধরনের মাস্ক বানানোর কথা মাথায় এসেছে ৷ সেই মতো আমাদের ডিজ়াইনাররা মাস্ক তৈরি শুরু করেছিলেন ৷ পরে ওই ক্রেতা মাস্কটি কিনে নিয়ে যান ৷ আমরা আরও বেশি করে এখন এই মাস্ক তৈরি করা শুরু করেছি ৷ কারণ আগামী দিনে মানুষের মধ্যে এই ধরনের মাস্কের চাহিদা বাড়বে ৷ এই মাস্কগুলি তৈরিতে সোনার সঙ্গে খাঁটি হিরে এবং অ্যামেরিকান হিরে ব্যবহার করা হয়েছে ৷ "

তিনি আরও বলেন , " ইয়েলো গোল্ডের সঙ্গে অ্যামেরিকান হিরে দিয়ে তৈরি মাস্কের দাম দেড় লাখ টাকা ৷ আর হোয়াইট গোল্ডের সঙ্গে সত্যিকারের হিরে দিয়ে তৈরি মাস্কের দাম পড়বে চার লাখ টাকা ৷ মাস্কগুলি সরকারি নির্দেশিকা মেনেই তৈরি করা হয়েছে ৷ "

তিনি আরও জানান , এই মাস্কগুলি থেকে প্রয়োজন মতো হিরে বা সোনা বের করা যাবে ৷ যা অন্য গয়না তৈরিতে ব্যবহার করা যাবে ৷

দেবাংশি নামে একজন ক্রেতা বলেন , " আমার পরিবারে বিয়ে ছিল ৷ তাই জন্য দোকানে গয়না কিনতে অসেছিলাম ৷ তখনই আমার নজরে পড়ে হিরের মাস্কটি যা অন্যান্য গয়নার থেকে আমার কাছে আরও বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে ৷ তাই আমার পোশাকের সঙ্গে মিলিয়ে এই মাস্ক কেনার সিদ্ধান্ত নিয়েছি ৷

সম্প্রতি পুনের বাসিন্দা শঙ্কর কুরাডে নামে এক ব্যক্তি কোরোনা প্যানডেমিকের মধ্যে সোনার মাস্ক পড়েছিলেন ৷ যার দাম ছিল প্রায় 2.89 লাখ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.