ETV Bharat / bharat

"ব্যক্তিগত কারণ" দেখিয়ে পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO - chief financial officer Amit Agarwal

কয়েক ঘণ্টার মধ্যে "ব্যক্তিগত কারণ" দেখিয়ে পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO ও চিফ ফিনান্সিয়াল অফিসার ।

ফাইল ফোটো
author img

By

Published : May 14, 2019, 7:48 PM IST

দিল্লি, ১৪ মে : চিফ ফিনান্সিয়াল অফিসারের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO (chief executive officer) বিনয় দুবে । "ব্যক্তিগত কারণ" দেখিয়ে আজ তিনি পদত্যাগ করেন । 2017 সালের অগাস্ট মাসে জ়েট এয়ারওয়েজে যোগ দিয়েছিলেন তিনি ।

এর আগে আমেরিকায় ডেল্টা এয়ারলাইন্স, ইউরোপের সাবরে এবং এশিয়ার আমেরিকান এয়ারলাইন্সে কর্মরত ছিলেন বিবেক দুবে । এর আগে সোমবার পদত্যাগ করেন চিফ ফিনান্সিয়াল অফিসার অমিত আগরওয়াল । তিনি ২০১৫ সাল থেকে জ়েট এয়ারওয়েজে কর্মরত ছিলেন । চলতি মাসের প্রথম দিকে সংস্থার সর্বক্ষণের অধিকর্তা গৌরাঙ্গ শেঠি পদত্যাগ করেছিলেন ।

১৭ এপ্রিল থেকে জ়েট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ । বাজারে সংস্থার প্রচুর দেনা । এই পরিস্থিতিতে কোম্পানির ম্যানেজমেন্টের উচ্চ পর্যায়ে একাধিক আধিকারিক পদত্যাগ করলেন ।

দিল্লি, ১৪ মে : চিফ ফিনান্সিয়াল অফিসারের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন জ়েট এয়ারওয়েজের CEO (chief executive officer) বিনয় দুবে । "ব্যক্তিগত কারণ" দেখিয়ে আজ তিনি পদত্যাগ করেন । 2017 সালের অগাস্ট মাসে জ়েট এয়ারওয়েজে যোগ দিয়েছিলেন তিনি ।

এর আগে আমেরিকায় ডেল্টা এয়ারলাইন্স, ইউরোপের সাবরে এবং এশিয়ার আমেরিকান এয়ারলাইন্সে কর্মরত ছিলেন বিবেক দুবে । এর আগে সোমবার পদত্যাগ করেন চিফ ফিনান্সিয়াল অফিসার অমিত আগরওয়াল । তিনি ২০১৫ সাল থেকে জ়েট এয়ারওয়েজে কর্মরত ছিলেন । চলতি মাসের প্রথম দিকে সংস্থার সর্বক্ষণের অধিকর্তা গৌরাঙ্গ শেঠি পদত্যাগ করেছিলেন ।

১৭ এপ্রিল থেকে জ়েট এয়ারওয়েজের বিমান পরিষেবা বন্ধ । বাজারে সংস্থার প্রচুর দেনা । এই পরিস্থিতিতে কোম্পানির ম্যানেজমেন্টের উচ্চ পর্যায়ে একাধিক আধিকারিক পদত্যাগ করলেন ।

Shimla (HP), May 14 (ANI): While speaking to ANI in Himachal Pradesh's Shimla, Congress senior leader Mani Shankar Aiyar gives a clarification on an article written by him 'Was I not prophetic' and said, "I have been a victim of the media and it has caused me significant damage". Later he added, "Statement has come from my side, there is a whole article, picking out one line from it and saying "now talk on this". I am not ready to be involved in your games, 'main ullu hoon, lekin itna bada ullu nahi hoon'."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.