ETV Bharat / bharat

বন্ধ হওয়ার পথে জেট এয়ারওয়েজ় ?

জেটের CEO বিবেক দুবের ওপরে কম্পানি বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হল। কতৃপক্ষের কাছে জেটের কাজকর্ম চালিয়ে যাওয়ার মত পর্যাপ্ত অর্থ না থাকায় বন্ধ হয়ে জেতে পারে জেট।

জেট
author img

By

Published : Apr 16, 2019, 8:15 PM IST

দিল্লি, 16 এপ্রিল : বন্ধ হয়ে যেতে পারে জেট এয়ারওয়েজ়। আজ সকালে কম্পানির বোর্ড বৈঠকে বসে মুম্বইতে। বৈঠকে জেটের CEO বিবেক দুবের ওপরে কম্পানি বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হয়। বৈঠক শেষে জেট কতৃপক্ষের পক্ষে এক নাম জানাতে অনিচ্ছুক ব্যাক্তি বলেন, "কতৃপক্ষের কাছে জেটের কাজকর্ম চালিয়ে যাওয়ার মত পর্যাপ্ত অর্থ নেই। বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমরা 1500 কোটি টাকা পাই তবে পরিস্থিতি বদলাতে পারে। যদি সেই টাকা আমরা না পাই তাহলে দুবেকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে কম্পানি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার।"

এদিকে জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল জেটের ভাগ কিনতে চাওয়ায় অন্যান্য ইচ্ছুক বিনিয়োগকারীদের বিরোধের মুখে পড়েছেন। এতিহাড ও TPG ক্যাপিটাল জানিয়েছে, যদি গোয়েল কম্পানির ভাগ কেনেন তাহলে তারা আর জেট এয়ারওয়েজ়ে বিনিয়োগ করবে না।

বহুদিন ধরেই আর্থিক সমস্যায় জেরবার জেট এয়ারওয়েজ়। বর্তমানে জেট কর্তৃপক্ষের ব্যাঙ্কঋণ রয়েছে ৮৩ হাজার কোটি ৫২ লাখ টাকা। তেল কম্পানি ও সাপ্লায়ারদের হিসেবটা এর মধ্য অন্তর্ভুক্ত নয়। তাছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্যাসেঞ্জারদের 3500 কোটি টাকা দিতে হবে জেটকে।

দিল্লি, 16 এপ্রিল : বন্ধ হয়ে যেতে পারে জেট এয়ারওয়েজ়। আজ সকালে কম্পানির বোর্ড বৈঠকে বসে মুম্বইতে। বৈঠকে জেটের CEO বিবেক দুবের ওপরে কম্পানি বিষয়ক সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার দেওয়া হয়। বৈঠক শেষে জেট কতৃপক্ষের পক্ষে এক নাম জানাতে অনিচ্ছুক ব্যাক্তি বলেন, "কতৃপক্ষের কাছে জেটের কাজকর্ম চালিয়ে যাওয়ার মত পর্যাপ্ত অর্থ নেই। বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমরা 1500 কোটি টাকা পাই তবে পরিস্থিতি বদলাতে পারে। যদি সেই টাকা আমরা না পাই তাহলে দুবেকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে কম্পানি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার।"

এদিকে জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল জেটের ভাগ কিনতে চাওয়ায় অন্যান্য ইচ্ছুক বিনিয়োগকারীদের বিরোধের মুখে পড়েছেন। এতিহাড ও TPG ক্যাপিটাল জানিয়েছে, যদি গোয়েল কম্পানির ভাগ কেনেন তাহলে তারা আর জেট এয়ারওয়েজ়ে বিনিয়োগ করবে না।

বহুদিন ধরেই আর্থিক সমস্যায় জেরবার জেট এয়ারওয়েজ়। বর্তমানে জেট কর্তৃপক্ষের ব্যাঙ্কঋণ রয়েছে ৮৩ হাজার কোটি ৫২ লাখ টাকা। তেল কম্পানি ও সাপ্লায়ারদের হিসেবটা এর মধ্য অন্তর্ভুক্ত নয়। তাছাড়া বাতিল হওয়া ফ্লাইটের প্যাসেঞ্জারদের 3500 কোটি টাকা দিতে হবে জেটকে।

Lucknow/Agra (Uttar Pradesh), Apr 16 (ANI): Amid the Lok Sabha elections, speaking to ANI on various political issues and Congress leader Shatrughan Sinha's wife Poonam Sinha joined Samajwadi Party (SP) today, former chief minister of Uttar Pradesh and SP chief Akhilesh Yadav said, "I would like to wish Poonam Sinha for joining SP. Today, she has taken membership of SP and it is good that Dimple Yadav who herself is fighting in the Lok Sabha elections was present when she joined SP. We hope and expect that she will prosper and help in flourishing the policies and overall programmes of the party."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.