দিল্লি , 12 সেপ্টেম্বর : পরীক্ষা শেষ হওয়ার পাঁচদিনের মাথায় প্রকাশিত হল JEE মেন পরীক্ষার ফল ৷ এবছর মোট 24 জন পরীক্ষার্থী 100 পারসেন্টাইল স্কোর করেছেন ৷ শীর্ষস্থানে রয়েছে তেলাঙ্গানা ৷ 24 জনের মধ্যে 8 জনই তেলাঙ্গানার ৷ দ্বিতীয়তে রয়েছে দিল্লি ৷ এখানে থেকে 5 জন 100 পারসেন্টাইল স্কোর করেছে ৷ পরবর্তী স্থানগুলিতে রয়েছে যথাক্রমে রাজস্থান (4 জন ) , অন্ধ্রপ্রদেশ (3 জন) , হরিয়ানা ( 2 জন ) , গুজরাত ও মহারাষ্ট্র থেকে 1 জন ৷
উল্লেখ্য , কোরোনা পরিস্থিতিতে প্রায় দুইবার জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষা পিছিয়ে যায় ৷ তবে এই পরিস্থিতিতেই সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ সেইমতো , 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত JEE মেইন পরীক্ষা নেওয়া হয়েছিল ৷ দেশের সমস্ত পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজ়ার , মাস্ক বিতরণ থেকে শুরু করে সামাজিক দূরত্ব সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে দেখা গিয়েছিল ৷
আরও পড়ুন , JEE, NEET নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
এই বছর JEE মেইন পরীক্ষায় আবেদন করেছিল মোট 8.58 লাখ পরিক্ষার্থী ৷ তবে তার মধ্যে মাত্র 74 শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পেরেছিল ৷ এই JEE মেইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম আড়াই লাখের মধ্যে থাকা পরীক্ষার্থী জয়েন্ট অ্যাডভান্সে বসার সুযোগ পাবে ৷ এই পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ IIT কলেজগুলিতে ভরতির সুযোগ পাবে পরীক্ষার্থীরা ৷ জয়েন্ট অ্যাডভান্সের পরীক্ষা হবে 27 সেপ্টেম্বর ৷
আরও পড়ুন , শুরু JEE মেইন, পরীক্ষাকেন্দ্রে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি
কোরোনা পরিস্থিতিতে JEE ও পরীক্ষা পিছানোর দাবি ওঠে দেশজুড়ে ৷ এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান-সহ ছয় অ-BJP শাসিত রাজ্য ৷ কিন্তু রাজ্যগুলির আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।বলা হয় "জীবনকে এগিয়ে যেতে হবে" এবং "কোরোনা পরিস্থিতির জেরে ছাত্র-ছাত্রীরা কোনও ভাবেই একটি মূল্যবান বছর হাতছাড়া করতে পারে না৷ " সেক্ষেত্রে পরীক্ষা হবেই ৷ শেষপর্যন্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হয় ৷