দিল্লি, 7 মে : ঘোষিত হল JEE অ্যাডভান্সড পরীক্ষার সূচি । অগাস্টের 23 তারিখে হবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা । জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার জেরেই পিছিয়ে গিয়েছিল সমস্ত পরীক্ষা । লকডাউন আংশিকভাবে শিথিল হতেই IIT-JEE (মেইন) ও NEET-এর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে কেন্দ্র । জুলাইয়ের 18, 20, 21, 22 ও 23 তারিখে পরীক্ষার পরিবর্তিত দিন নির্ধারণ করা হয়েছে । অগাস্টের 23 তারিখে হবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা ।
এ-বার 15 লাখেরও বেশি পড়ুয়া NEET পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন । IIT বাদে বাকি ইঞ্জিনিয়রিং কলেজগুলির জন্য JEE (মেইন) পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছেন 9 লাখেরও বেশি পড়ুয়া ।
এদিকে কমানো হয়েছে GATE পরীক্ষায় বসার জন্য প্রাপ্ত নম্বরের নিম্নসীমাও । GATE পরীক্ষায় বসতে CGPA 8 বা তার সমতূল্য 750 নম্বর থেকে কমিয়ে 650 করা হয়েছে ।
তবে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি । এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ।