পটনা, 11 অক্টোবর : প্রয়াত নেতা জয়প্রকাশ নারায়ণ দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের ভীত নাড়িয়ে দিয়েছিলেন । এদিন তাঁর জন্মদিবস এর অনুষ্ঠানে গিয়ে এমনই বললেন BJP এর সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । এদিন তাঁর মূর্তিতে মাল্যদান করার পর তিনি বলেন, "এটা আমার কাছে ভাগ্যের ব্যাপার । আমি মহান নেতা জিপি নারায়ণের বাড়িতে আসতে পেরেছি । আমি যখন কলেজে পড়ি তখন তিনি আন্দোলন শুরু হয় । 1975 সালে ইমার্জেন্সির সময় গণতন্ত্র কে রক্ষা করার জন্য তিনি আহ্বান জানান । তাঁর পুরো জীবনটাই গ্রাম ও কৃষকদের অর্পণ করেছেন তিনি । " কলেজের দিনের কথা মনে করে এদিন তিনি বলেন, "আমি যখন কলেজে পড়ি দেশে তখন জেপি-র আন্দোলন ছড়িয়ে পড়েছিল । সেই সময় দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের ভীত নাড়িয়ে দিয়েছিলেন তিনি ।"
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বিহারে গিয়েছেন BJP এর সর্বভারতীয় সভাপতি J P নাড্ডা । সেখানে একটি মন্দিরে পুজো দেন তিনি । কোভিড 19 এর সমস্ত নিয়ম মেনেই এদিন মন্দিরে যান তিনি ।
উল্লেখ্য, কোরোনা পরিস্থিতিতে দেশে প্রথম বিহারে নির্বাচন হতে চলেছে । গত 25 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, বিহারে তিন দফায় নির্বাচন হবে । অক্টোবরের 28, নভেম্বরের 3 ও 7 তারিখ নির্বাচন হতে চলেছে । গণনা হবে 10 নভেম্বর ।