ETV Bharat / bharat

সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর - MP slogan

নাম না করে তৃণমূল সাংসদদের খোঁচা দিলেন মেঘালয়ের রাজ্যপাল । টুইটে তথাগত লেখেন, 'আমি লোকসভায় কয়েকজন সাংসদের মুখে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত । এটা আসলে সার্বভৌম বাংলাদেশের স্লোগান ।'

তথাগত রায় -ফাইল ছবি
author img

By

Published : Jun 19, 2019, 9:26 PM IST

দিল্লি, 19 জুন : নাম না করে তৃণমূল সাংসদের কটাক্ষ করলেন তথাগত রায় । সংসদে "জয় বাংলা" স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত বলে টুইট করেন মেঘালয়ের রাজ্যপাল । তিনি টুইটে বলেন, বাংলায় উপ-জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা চালানো হচ্ছে ।

আজ , একটি টুইটে তথাগত রায় লেখেন, 'আমি লোকসভায় কয়েকজন সাংসদের মুখে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত । এটা আসলে সার্বভৌম বাংলাদেশের স্লোগান । তাঁরা যে কোনও সময় পাকিস্তান জিন্দাবাদের মতোও স্লোগান দিতে পারেন । এটা কি কোথাও বাংলায় উপ-জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা চলছে ? '

আরও পড়ুন : জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

উল্লেখ্য, গতকালই লোকসভার বাদল অধিবেশনের শুরুতে সদ্য নির্বাচিত সাংসদরা শপথবাক্য পাঠ করেন । তৃণমূলের সাংসদদের অনেকেই শপথবাক্য পাঠের পর জয় বাংলা স্লোগান দেন । পালটা BJP সাংসদরাও জয়শ্রীরাম স্লোগান দেন । আজ এই ঘটনার প্রেক্ষিতেই টুইটে নাম করে তৃণমূল সাংসদের খোঁচা দিলেন মেঘালয়ের রাজ্যপাল ।

দিল্লি, 19 জুন : নাম না করে তৃণমূল সাংসদের কটাক্ষ করলেন তথাগত রায় । সংসদে "জয় বাংলা" স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত বলে টুইট করেন মেঘালয়ের রাজ্যপাল । তিনি টুইটে বলেন, বাংলায় উপ-জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা চালানো হচ্ছে ।

আজ , একটি টুইটে তথাগত রায় লেখেন, 'আমি লোকসভায় কয়েকজন সাংসদের মুখে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, দুঃখিত । এটা আসলে সার্বভৌম বাংলাদেশের স্লোগান । তাঁরা যে কোনও সময় পাকিস্তান জিন্দাবাদের মতোও স্লোগান দিতে পারেন । এটা কি কোথাও বাংলায় উপ-জাতীয়তাবাদ প্রচারের চেষ্টা চলছে ? '

আরও পড়ুন : জয়শ্রীরামের নিন্দাকারীরা বাঙালি হিন্দুর শত্রু : তথাগত

উল্লেখ্য, গতকালই লোকসভার বাদল অধিবেশনের শুরুতে সদ্য নির্বাচিত সাংসদরা শপথবাক্য পাঠ করেন । তৃণমূলের সাংসদদের অনেকেই শপথবাক্য পাঠের পর জয় বাংলা স্লোগান দেন । পালটা BJP সাংসদরাও জয়শ্রীরাম স্লোগান দেন । আজ এই ঘটনার প্রেক্ষিতেই টুইটে নাম করে তৃণমূল সাংসদের খোঁচা দিলেন মেঘালয়ের রাজ্যপাল ।

Mumbai, Apr 29 (ANI): Bharatiya Janata Party (BJP) candidate from Mumbai North Central, Poonam Mahajan voted at polling booth number 48 in Worli today. Her brother Rahul Mahajan also accompanied her. Fourth phase of Lok Sabha 2019 poll is underway in 9 states. The results of LS polls will be announced on May 23.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.