ETV Bharat / bharat

স্বাভাবিক জম্মু, খুলল স্কুল - jammu and kashmir

সোমবার থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি করা হয় 144 ধারা । পরিস্থিতি স্বাভাবিক হতেই সরকার স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নেয় ।

পরিস্থিতি স্বাভাবিক হতেই সরকার স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নেয় ।
author img

By

Published : Aug 10, 2019, 12:52 PM IST

জম্মু, 10 অগাস্ট : আজ থেকে জম্মুতে স্কুল খুলল । পরিস্থিতি স্বাভাবিক হতেই সরকার স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নেয় । সোমবার থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি করা হয় 144 ধারা । 370 ধারা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সরকার এই পদক্ষেপ করে । পাঁচদিন পর গতকালই জম্মুতে 144 ধারা প্রত্যাহার করার কথা জানান জেলাশাসক সুষমা চৌহান ।

এদিকে গতকালই কাশ্মীর উপত্তকায় আংশিকভাবে ফোন ও ইন্টারনেট পরিষেবা চালু করা হয় । নমাজ়ের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয় গতকাল । স্থানীয় মসজিদগুলিতে মানুষকে নামাজ় পড়তে দেখা গেলেও শ্রীনগরের জামা মসজিদে নমাজ় পড়ার অনুমতি দেয়নি প্রশাসন ।

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কাশ্মীরিদের ইদ পালনে সহায়তা করবে প্রশাসন । সেই মতো পরিস্থিতির পর্যালোচনা করতে গতকাল বৈঠকে বসেন রাজ্যপাল সত্যপাল মালিক ও ডোভাল । পরে রাজ্যপাল বলেন, "উপত্যকায় ইদ পালন হবে । খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে যাতে সমস্যা না হয়, সেই বিষয়টিও নজরে রাখছে প্রশাসন ।" এদিকে রোজ বিভিন্ন এলাকার 300 জন বাসিন্দার সঙ্গে কথা বলতে ডেপুটি কমিশনারকে নির্দেশও দেন তিনি ।

জম্মু, 10 অগাস্ট : আজ থেকে জম্মুতে স্কুল খুলল । পরিস্থিতি স্বাভাবিক হতেই সরকার স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নেয় । সোমবার থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি করা হয় 144 ধারা । 370 ধারা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সরকার এই পদক্ষেপ করে । পাঁচদিন পর গতকালই জম্মুতে 144 ধারা প্রত্যাহার করার কথা জানান জেলাশাসক সুষমা চৌহান ।

এদিকে গতকালই কাশ্মীর উপত্তকায় আংশিকভাবে ফোন ও ইন্টারনেট পরিষেবা চালু করা হয় । নমাজ়ের জন্য লোকজনের চলাচলেও বিধিনিষেধ শিথিল করা হয় গতকাল । স্থানীয় মসজিদগুলিতে মানুষকে নামাজ় পড়তে দেখা গেলেও শ্রীনগরের জামা মসজিদে নমাজ় পড়ার অনুমতি দেয়নি প্রশাসন ।

প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কাশ্মীরিদের ইদ পালনে সহায়তা করবে প্রশাসন । সেই মতো পরিস্থিতির পর্যালোচনা করতে গতকাল বৈঠকে বসেন রাজ্যপাল সত্যপাল মালিক ও ডোভাল । পরে রাজ্যপাল বলেন, "উপত্যকায় ইদ পালন হবে । খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে যাতে সমস্যা না হয়, সেই বিষয়টিও নজরে রাখছে প্রশাসন ।" এদিকে রোজ বিভিন্ন এলাকার 300 জন বাসিন্দার সঙ্গে কথা বলতে ডেপুটি কমিশনারকে নির্দেশও দেন তিনি ।

Bhopal (Madhya Pradesh), Aug 10 (ANI): Two gates of Bhadbhada Dam have been opened following heavy rains in Madhya Pradesh's Bhopal on August 10. Bhadbhada Dam was constructed in 1965 and has a full tank level of 1666.80 feet. Light rain continued to lash Bhopal city throughout the day. Another spell of rainfall is likely to commence over eastern and north eastern MP in the coming days.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.