ETV Bharat / bharat

দশেরায় উড়িয়ে দেব রেলস্টেশন-ধর্মস্থান, হুমকি চিঠি জইশের

author img

By

Published : Sep 15, 2019, 7:54 PM IST

সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে একাধিক স্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হল ৷

দশেরায় উড়িয়ে দেব রেলস্টেশন-ধর্মস্থান, হুমকি চিঠি জইশের

রোহতক (হরিয়ানা), 15 সেপ্টেম্বর : উড়িয়ে দেওয়া হবে রোহতক-সহ 11টি স্টেশন ৷ উড়িয়ে দেওয়া হবে একাধিক ধর্মস্থান ৷ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে দেওয়া হল এমনই হুমকি ৷ রোহতকের স্টেশন মাস্টার যশপাল মিনার কাছে একটি হুমকি চিঠিতে লেখা রয়েছে এমনই ৷ চিঠিতে লেখা রয়েছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কথা ৷ আগামী 8 অক্টোবর দশেরার দিনই একাধিক রেলস্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের তরফে ৷

শনিবার বিকেল 3.30টে নাগাদ স্টেশন অধীক্ষক এই চিঠিটি পান ৷ তাতে উল্লেখ করা রয়েছে, চিঠিটি পাঠিয়েছে জম্মু-কাশ্মীরের জইশ-ই-মহম্মদ কমান্ডার মাসুদ আহমেদের তরফে ৷

রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইতারসী স্টেশনের নামও ৷ চিঠিটি আদৌ কারা পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ উত্তর ভারতের ধর্মস্থান ও স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

চিঠিতে বলা হয়েছে, জেহাদিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে বিস্ফোরণের মাধ্যমে ৷ একাধিক হামলার হুমকিও দেওয়া হয়েছে ৷ রোহতকের রেলওয়ে SP ধীরজ শেটিয়া বলেন, 6 রাজ্যের ধর্মস্থান ও একাধিক রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে, একটি হুমকি চিঠিতে এই বার্তা আসার পরই আরও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সংশ্লিষ্ট স্থানে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রোহতক (হরিয়ানা), 15 সেপ্টেম্বর : উড়িয়ে দেওয়া হবে রোহতক-সহ 11টি স্টেশন ৷ উড়িয়ে দেওয়া হবে একাধিক ধর্মস্থান ৷ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে দেওয়া হল এমনই হুমকি ৷ রোহতকের স্টেশন মাস্টার যশপাল মিনার কাছে একটি হুমকি চিঠিতে লেখা রয়েছে এমনই ৷ চিঠিতে লেখা রয়েছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কথা ৷ আগামী 8 অক্টোবর দশেরার দিনই একাধিক রেলস্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের তরফে ৷

শনিবার বিকেল 3.30টে নাগাদ স্টেশন অধীক্ষক এই চিঠিটি পান ৷ তাতে উল্লেখ করা রয়েছে, চিঠিটি পাঠিয়েছে জম্মু-কাশ্মীরের জইশ-ই-মহম্মদ কমান্ডার মাসুদ আহমেদের তরফে ৷

রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইতারসী স্টেশনের নামও ৷ চিঠিটি আদৌ কারা পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ উত্তর ভারতের ধর্মস্থান ও স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

চিঠিতে বলা হয়েছে, জেহাদিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে বিস্ফোরণের মাধ্যমে ৷ একাধিক হামলার হুমকিও দেওয়া হয়েছে ৷ রোহতকের রেলওয়ে SP ধীরজ শেটিয়া বলেন, 6 রাজ্যের ধর্মস্থান ও একাধিক রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে, একটি হুমকি চিঠিতে এই বার্তা আসার পরই আরও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সংশ্লিষ্ট স্থানে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Donguz Range (Russia), Sep 15 (ANI): The Donguz Ranges of Russia was witness to the opening ceremony of TSENTR 2019. This massive exercise involves 08 countries spread around 17 locations. Exercise TSENTR 2019 is aimed at countering the threat of international terrorism.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.